বার্ধক্য ভাতা স্ট্যাটাস চেক করুন ১ মিনিটে -পশ্চিম বঙ্গ।
আপনারা যারা বার্ধক্য ভাতার জন্য আবেদন করেছেন, কিভাবে বার্ধক্য ভাতা স্ট্যাটাস চেক করবেন যে আপনার ভাতা অনুমোদন হয়েছে কিনা? আপনার ভাতার বর্তমান অবস্থান কি। অথবা বার্ধক্য ভাতা স্ট্যাটাস কি। এইসব বিষয় জানতে সম্পূর্ণ আর্টিকেলটি কন্টিনিউ করার অনুরোধ রইলো।
বার্ধক্য ভাতা স্ট্যাটাস চেক করার নিয়ম
৬০ বছরের ঊর্ধ্বে বয়স্ক অসহায় ও দরিদ্র মানুষদের আর্থিক সহায়তা দানে চালু হয়েছে বার্ধক্য ভাতা কর্মসূচি। এই ভাতার আওতায় অসহায় ও কাজ করতে অক্ষম ব্যক্তিদের মাসে এক হাজার টাকা করে আর্থিক সহায়তা দেবে বার্ধক্য ভাতা সহায়তা ট্রাস্ট। আপনাদের মধ্যে যারা বার্ধক্য ভাতা আবেদন করেছেন তারা যেভাবে বার্ধক্য ভাতা স্ট্যাটাস চেক করবেন তা নিম্নে তুলে ধরা হলো:
অনলাইনে বার্ধক্য ভাতা চেক করার জন্য যে কোন ব্রাউজারের এড্রেস বারে umang লিখে সার্চ করুন। তারপর সার্চ রেজাল্টে আসা প্রথম ওয়েবসাইটে প্রবেশ করুন। অথবা সরাসরি চলে আসুন এই ঠিকানায়: https://web.umang.gov.in/landing
ওয়েবসাইটিতে প্রবেশের পর উপরের থ্রিডট অপশন থেকে Login/Register অপশনে ক্লিক করুন। তারপর আপনার Mobile number এবং MPIN নম্বর দিয়ে Login করুন। যদি আগে থেকে Umang অ্যাপে একাউন্ট করা না থাকে তাহলে আপনার মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে নিন।
Umang ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করার পর উপরে একটি সার্চ অপশন দেখতে পাবেন। সেখানে Nsap লিখে সার্চ করুন। তাহলে কতগুলো অপশন দেখতে পাবেন। সেখান থেকে ‘View beneficiary payment status’ অপশনে ক্লিক করুন। তাহলে নতুন একটি ট্যাব ওপেন হয়ে যাবে।
এখন ‘Application number’ অপশনে আপনার বার্ধক্য ভাতা আবেদন নম্বরটি দিয়ে ‘Submit’ অপশনে ক্লিক করুন। এখন আপনি আপনার বার্ধক্য ভাতা স্ট্যাটাস গুলো দেখতে পাবেন। এখান থেকে আপনার সবগুলো তথ্য ভালোভাবে দেখে নিন। এই নিয়মটি ফলো করে আপনি চাইলে বার্ধক্য ভাতা স্ট্যাটাসের সাথে সাথে বিধবা ও প্রতিবন্ধী ভাতা স্ট্যাটাস ও চেক করতে পারবেন।
West Bengal বার্ধক্য ভাতা স্ট্যাটাস চেক করার নিয়ম
আপনি চাইলে আরেকটি উপায়ে বার্ধক্য ভাতা স্ট্যাটাস চেক করতে পারবেন। এই উপায়ে বার্ধক্য ভাতা স্ট্যাটাস চেক করার জন্য যেকোন ব্রাউজার থেকে চলে আসুন এই ঠিকানায়: https://nsap.nic.in (অথবা https://ds.wb.gov.in/ এই ঠিকানায় চেক করতে পারেন)
ওয়েবসাইটটিতে প্রবেশের পর থ্রি ডট অপশন থেকে Report option এ ক্লিক করুন। এরপর ‘State Dashboard’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। এখন রাজ্য West Bengal আবেদনের ধরন Old age pension সিলেক্ট করুন। তারপর নিচে থেকে ক্যাপচাটি পূরণ করে ‘Submit’ অপশনে ক্লিক করুন।
তাহলে আপনি আপনার বার্ধক্য ভাতা স্ট্যাটাস গুলো দেখতে পাবেন। আপনি চাইলে আপনার নাম, পিতা/স্বামীর নাম ইত্যাদি দিয়েও আপনার বার্ধক্য ভাতা স্ট্যাটাস চেক করতে পারবে। এছাড়াও আপনি চাইলে আপনার ডিস্ট্রিক্ট, সাব ডিস্ট্রিক্ট ও অন্যান্য তথ্য দিয়ে নির্দিষ্ট এলাকার বার্ধক্য ভাতা স্ট্যাটাস গুলো দেখতে পাবেন।
বার্ধক্য ভাতার জন্য কি কি লাগে জেনে নিন।
বার্ধক্য ভাতা পেতে আপনাকে কিছু ডকুমেন্টস বা কাগজপত্র লাগবে। যে সকল কাগজপত্র ফর্মের সাথে গেঁথে দিতে হবে সেগুলো নিন্মরুপঃ
- ১ কপি আধার কার্ড (সত্যায়িত)।
- ১ কপি ভোটার কার্ড।
- ১ কপি রেশন কার্ড।
- ১ কপি ইনকাম সার্টিফিকেট।
- ব্যাংক একাউন্ট ডিটেইলস অর্থাৎ ব্যাংক একাউন্ট বইয়ের প্রথম পাতার জেরক্স কপি।
আশাকরি, বুঝাতে পেরেছি কিভাবে অনলাইনের মাধ্যমে বার্ধক্য ভাতা স্ট্যাটাস চেক করবেন। এরকম আরো গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন onlinesheba24 ওয়েবসাইটে।
আরো জানুনঃ
নাম দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক।
ঢাকা টু চেন্নাই এয়ার টিকেট প্রাইস জেনে নিন।