বিকাশ অ্যাপ এ লগইন করার নিয়ম ও সেবা সমুহ।

শেয়ার করুন

ব্র্যাক ব্যাংকের বিকাশ এখন খুব জনপ্রিয়। দেশের বেশিরভাগ জনগণ এই বিকাশ অ্যাপ এর মাধ্যমে লেনদেনসহ বিভিন্ন সেবা পেয়ে থাকেন।তাই বিকাশ অ্যাপ এ লগইন করার নিয়ম জানা দরকার। বিভিন্ন প্রয়োজনে মানুষ এখন বাটন ফোনের পাশাপাশি স্মার্টফোন ব্যবহার করছে। একটি এনআইডি কার্ড দ্বারা একটি মাত্র বিকাশ একাউন্ট খোলা যায়।

স্মার্টফোন কেনার পর প্রায় সবাই বিকাশ অ্যাকাউন্টটি বিকাশ অ্যাপ এর মাধ্যমে ব্যবহার করে থাকেন। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা জানেন না বিকাশ অ্যাপ এ লগইন করার নিয়ম। এছাড়া বিকাশ অ্যাকাউন্ট থেকে কি কি সেবা পাওয়া যায়। তাদের জন্যই আমার এই লেখা।

বিকাশ অ্যাপ এ লগইন করার নিয়মঃ

  • বিকাশ অ্যাপ এ লগইন করার নিয়ম জানতে প্রথমে আপনার স্মার্ট মোবাইলে ইন্টারনেট সংযোগ দিন।
  • গুগল প্লে স্টোরে বিকাশ অ্যাপ লিখে সার্চ করুন।
  • বিকাশ অ্যাপটি ইন্সটল করুন।
  • ইনস্টল হয়ে গেলে বিকাশ অ্যাপ ওপেন করুন।

বিকাশ-অ্যাপ-এ-লগইন-করার-নিয়ম-Onlinesheba24

  • এবার লগ ইন/ রেজিস্ট্রেশনে ক্লিক করুন।
  • বিকাশ মোবাইল নাম্বার লিখে পরবর্তীতে ক্লিক করুন।
  • আপনার মোবাইল নাম্বার যাচাই করার জন্য আপনার দেয়া মোবাইল নাম্বার এ একটি OTP কোর্ড যাবে।
  • কোডটি ভেরিফিকেশন কোডের ঘরে লিখে নিশ্চিত করুন বাটনে ক্লিক করুন।
  • আপনার বিকাশের পিন নাম্বারটি লিখে পরবর্তীতে ক্লিক করুন।

বিকাশ-অ্যাপ-এ-লগইন-করার-সহজ-নিয়ম-Onlinesheba24

  • এবার আপনি আপনার নামের প্রথম অংশ প্রথমে এবং দ্বিতীয় ঘরে দ্বিতীয় অংশ লিখে পরবর্তী অপশনে ক্লিক করুন।
  • পরবর্তী পেজে আপনি চাইলে আপনার প্রোফাইল পিকচার যুক্ত করতে পারবেন। সেক্ষেত্রে প্রোফাইল পিকচার যুক্ত করে শুরু করুন অপশনে ক্লিক করুন।
  • প্রোফাইল পিকচার যুক্ত করতে না চাইলে উপরে ডান পাশে পরে করুন অপশনটিতে ক্লিক করুন।
  • হ্যাঁ, হয়ে গেল আপনার বিকাশ বিকাশ অ্যাকাউন্ট এ লগইন করা।

বিকাশের সেবাসমুহ নিম্নরূপঃ

বিকাশ অ্যাপ এ লগইন করার নিয়ম তো জানলাম। এবার বিকাশের সেবা সম্পর্কে জানবো। বিকাশ সাধারণ জনগণের জন্য অনেক সেবা প্রদান করে থাকে। নিন্মে সেবাগুলো উল্লেখ করা হলঃ

সেন্ড মানি, মোবাইলে রিচার্জ, ক্যাশ আউট, পেমেন্ট, অ্যাড মানি, পে বিল, সেভিংস, লোন, বিকাশ টু ব্যাংক, রেমিটেন্স, এডুকেশন ফি, মাইক্রো ফাইন্যান্স, বিনিময়, বাংলা QR, প্রিয় নাম্বার, Saved Bills, অটো পে, মাই জিপি অফার, দারাজ, টিকেট, জিপি ফ্লাক্সিপ্লান, ডোনেশন, ইনস্যুরেন্স, গেমস, ট্রাভেল, শপিং ইত্যাদি।

শেষ কথাঃ

বিকাশ এর সেবা এখন শুধুমাত্র বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নয়। বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশে বিকাশ একাউন্টের মাধ্যমে বিভিন্ন সেবা পাওয়া যায়। তাই আপনার স্মার্টফোনে বিকাশ অ্যাপটি ইন্সটল করে বিকাশ অ্যাপ এ লগইন করার নিয়ম মেনে বিকাশের সব সেবা উপভোগ করুন। ধন্যবাদ।

আরো জানুনঃ

আকাশ টিভি রিচার্জ করুন বিকাশ ও নগদ একাউন্ট থেকে। 

বিকাশ থেকে রকেটে টাকা পাঠানোর সহজ উপায়। 

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *