বিধবা ভাতা আবেদন অনলাইন -২০২৪

শেয়ার করুন

বিধবা ভাতা আবেদন অনলাইন বা অনলাইনে বিধবা ভাতা আবেদন করার নিয়ম, কি কি ডকুমেন্ট লাগবে? বিধবা ভাতা অনলাইন আবেদনের যোগ্যতা গুলো কি কি? কারা আবেদন করতে পারবেন এবং কারা পারবেন না। এসব বিষয়ে বিস্তারিত জানুন আজকের পোস্টে।

বিধবা ভাতা আবেদন অনলাইন

যে সকল বিবাহিত মহিলার স্বামী মারা গেছেন তাদেরকে বিধবা বলা হয়। তবে স্বামী দ্বারা তালাকপ্রাপ্ত হলে তাকে বিধবা বলা যাবে না। বিধবা মহিলাদের সামাজিক নিরাপত্তা ও আর্থিকভাবে সেবা প্রদানের লক্ষ্যে ১৯৯৮-৯৯ অর্থবছরে সমাজ অধিদপ্তরের অধীনে সর্বপ্রথম বিধবা ভাতা কর্মসূচি চালু হয়।

আপনি যদি ২০২৪ সালে এসে ভাবছেন যে কিভাবে বিধবা ভাতা আবেদন অনলাইন করবেন তাহলে সম্পূর্ণ কনটেন্টটি ধৈর্যসহকারে পড়ুন। এই পোস্টে আমরা বিধবা ভাতা অবেদন অনলাইন সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরব।

বিধবা ভাতা আবেদনর শর্তাবলী

বিধবা ভাতা আবেদন অনলাইন করতে আপনাকে কিছু শর্ত মানতে হবে। শর্তগুলো নিন্মরুপঃ

  • প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • প্রার্থীর বয়স ১৮ বছরের উর্ধ্বে হতে হবে। তবে বয়স্কদের বেশি অগ্রাধিকার দেওয়া হবে।
  • শারীরিকভাবে অক্ষম বা অসুস্থ্য প্রার্থীকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।
  • নিঃস্ব অসহায় ও ভূমিহীনদের বেশি অগ্রাধিকার দেওয়া হবে।
  • বসতবাড়ি ব্যতীত মোট জমির পরিমাণ ০.৫০ একর বা এর কম হলে ভূমিহীন বলে গণ্য হবেন।
  • জাতীয় পরিচয়পত্র থাকতে হবে।
  • বাৎসরিক ইনকাম ১২ হাজার টাকার কম হতে হবে।
  • ১৬ বছরের নিচে দুটি সন্তান থাকলে বেশি অগ্রাধিকার দেওয়া হবে।

বিধবা ভাতা আবেদন প্রক্রিয়া

বিধবা ভাতা আবেদন অনলাইন করার জন্য বেশ কিছু শর্ত ও প্রক্রিয়া রয়েছে। যেগুলো সম্পন্ন করার মাধ্যমে একজন ব্যক্তি বিধবা ভাতার জন্য আবেদন করতে পারবেন। যেমন: যারা ইতিমধ্যে বয়স্ক ভাতা পাচ্ছেন তাদের নতুন করে আবেদন করার ধরকার নেই। মনে রাখবেন বিধবা ভাতা আবেদন করার জন্য কোন প্রকার টাকা পয়সার প্রয়োজন নেই। প্রতি বছর ফেব্রুয়ারি ও মার্চ মাসে বিধবা ভাতা আবেদন প্রক্রিয়াধীন থাকে।

তবে ২০২৩ সালে আগস্ট, মে ও সেপ্টেম্বর মাস পর্যন্ত বিধবা ভাতা আবেদন করা যাবে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। অর্থাৎ সেপ্টেম্বরের ১০ তারিখ পর্যন্ত আবেদন চলমান থাকবে। একজন প্রার্থী চাইলে mis.bhata.gov.bd/onlineapplication ওয়েবসাইটে প্রবেশ করে বিধবা ভাতা আবেদন করতে পারবে। আর এই আবেদন করার জন্য আপনার ইউনিয়ন পরিষদ কার্যালয়, পৌরসভা কার্যালয় অথবা সিটি কর্পোরেশন কার্যালয় যোগাযোগ করতে হবে।

বিধবা ভাতা আবেদন অনলাইন করার নিয়ম

বিধবা ভাতা আবেদন অনলাইন করার জন্য আপনাকে আবেদন ফরম সংগ্রহ করতে হবে আপনি চাইলে mis.bhata.gov.bd/onlineapplication সাইটে প্রবেশ করে বিধবা আবেদন ফরম পূরণ করে সেটা ডাউনলোড করে সংগ্রহ করতে পারেন অথবা আপনি চাইলে সরাসরি এই লিংকে প্রবেশ করে বিধবা ভাতা ফরম সংগ্রহ করতে পারেন।

তারপর ফরমটি আপনার জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম নিবন্ধন অনুযায়ী পূরণ করে। আনুষঙ্গিক প্রয়োজনীয় ডকুমেন্টগুলো যুুক্ত করে ইউনিয়ন পরিষদ কার্যালয়, পৌরসভা কার্যালয় অথবা সিটি কর্পোরেশন কার্যালয় জমা করতে হবে।

বিধবা ভাতা আবেদন অনলাইন

বিধবা ভাতা আবেদন করতে যে সব ডকুমেন্ট লাগবে

  • জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধনের কপি
  • স্বামী মৃত্যু সনদ
  • পাসপোর্ট সাইজের ২ কপি রঙ্গীন ছবি
  • একটি সচল মোবাইল নম্বর
  • একটি মোবাইল ব্যাংকিং নম্বর (বিকাশ/রকেট/নগদ) ইত্যাদি।

বিধবা ভাতা কত টাকা দেওয়া হয়?

অনেকে জানতে চান কত টাকা বিধবা ভাতা দেওয়া হবে। বাংলাদেশ সরকারের সর্বশেষ ঘোষিত বাজেট অনুযায়ী একজন বিধবা ভাতা প্রার্থী প্রতি মাসে 500 টাকা হরে ভাতা পাবেন। এই ভাতার পরিমান আরো বৃদ্ধি করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সমাজসেবা অধিদপ্তর।

আশা করি, আর্টিকেলটি পড়ে আপনি বিধবা ভাতা আবেদন অনলাইন করার নিয়ম ও পদ্ধতি সম্পর্কে জানতে পেরেছেন। এরকম আরোও গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন onlinesheba24 ওয়েবসাইটে।

আরো জানতে পড়ুনঃ

বয়স্ক ভাতা অনলাইন আবেদন করার সঠিক নিয়ম।

কাবিন নামা অনলাইন চেক ২০২৪। কাবিন নামা পাওয়ার উপায়।

মাতৃত্বকালীন ভাতা অনলাইন আবেদন করার সঠিক নিয়ম।

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *