বৈদ্যুতিন চিঠি লেখার নিয়ম জেনে নিন।
বৈদ্যুতিন চিঠি কি? কিভাবে লিখতে হয়? বৈদ্যুতিন চিঠি লেখার নিয়ম। বৈদ্যুতিন চিঠি লেখার উপায়, HSC বৈদ্যুতিন চিঠি কিভাবে লিখব। এসব বিষয়ে বিস্তারিত জানুন আজকের পোস্টে।
বৈদ্যুতিন চিঠি কি?
HSC স্টুডেন্টদের বাংলা ২য় পত্রের ৯ নং প্রশ্নে ‘বৈদ্যুতিন চিঠি’ লিখতে বলা হয়। তবে এর বিকল্প হিসেবে খুদে বার্তা ও লেখা যেতে পারে। অথবা চিঠি/দরখাস্ত যেকোন একটি লিখতে হবে। তাই আজকের পোস্টে বৈদ্যুতিন চিঠি লেখার নিয়ম সম্পর্কে বর্ণনা করা হলো।
‘বৈদ্যুতিন চিঠি’ মূলত ইংরেজি শব্দ Electronic Mail (E-mail) এর সংক্ষিপ্ত রূপ। যার বাংলা অর্থ ‘বৈদ্যুতিন চিঠি’। মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ বা ডেক্সটপ ইত্যাদি ইন্টারনেট সংবলিত ডিজিটাল ডিভাইস ব্যবহার করে একে অন্যের কাছে চিঠি/বার্তা/মেইল পাঠানোকে ‘বৈদ্যুতিন চিঠি’ বলা হয়।
বৈদ্যুতিন চিঠি লেখার নিয়ম
বৈদ্যুতিন চিঠি লেখার নিয়ম বেশ কয়েটি রয়েছে। নিম্নে তার মধ্যে উল্লেখযোগ্য কিছু নিয়ম তুলে ধরা হলো। যেগুলো ভালোভাবে রপ্ত করতে পারলে ১০ নম্বরের মধ্যে ৮/৯ পাওয়া যাবে বলে আশা করা যায়। তার মানে বৈদ্যুতিন চিঠি ১০ নম্বরের হয়ে থাকে।
‘বৈদ্যুতিন চিঠি’ দুইভাবে লেখা সম্ভব। বক্স করে অথবা সরাসরি চিঠির মতো করে। কেউ যদি বক্স করতে সমস্যা হয় তাহলে সরাসরি নিয়মটি অনুসরণ করতে পারেন। এতে নম্বর কাটা যাবে না।
এই পোস্টে আমরা ‘বড় বোনের বিবাহ উপলক্ষে বন্ধুকে আমন্ত্রণ জানিয়ে একটি বৈদ্যুতিন চিঠি বা ই-মেইল তৈরি কর’। এই প্রশ্নের উত্তর দেওয়া চেষ্টা করব।
প্রথম নমুনা:
এই পদ্ধতিতে আপনি বক্স করে বৈদ্যুতিন চিঠি লিখতে পারবেন। সাধারণত, ইন্টারনেট সংবলিত স্মার্ট ডিভাইস গুলো দিয়ে ই-মেইলের মাধ্যমে চিঠি আদান প্রদানের ক্ষেত্রে বক্স ব্যবহৃত হয়। তাই বর্তমানে অনেকে বক্স ব্যবহার করে বৈদ্যুতিন চিঠি লিখে থাকেন। আপনি চাইলে এই নিয়ম বা পরবর্তী দুটি নিয়ম অনুসরণ করেও বৈদ্যুতিন চিঠি লিখতে পারবেন।
———————-
বৈদ্যুতিন চিঠি লেখার নিয়ম ২য় নমুনা:
From : tarik350@gmail.com
To : rakib570@gmail.com
Cc :
Bcc :
Subject : বোনের বিবাহের নিমন্ত্রণ/দাওয়াত পত্র
প্রিয় বন্ধু তারিক,
আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আসছে ২০ জুলাই রোজ শনিবার ২০২৪ আমার বড় বোন সুমাইয়ার শুভ বিবাহের দিন ধার্য করা হয়েছে। বিবাহটি বড় একটি অনুষ্ঠানের সাথে সম্পন্ন করা হবে। এখানে আমাদের সকল বন্ধুবান্ধব ও আত্মীয়-স্বজন আমন্ত্রিত থাকবে। তুমি আমরা সবচেয়ে কাছের প্রিয় বন্ধু। তাই তোমাকে সবার আগে এই নিমন্ত্রণ করছি।
আশা করি, কমপক্ষে বিবাহের ৩ দিন পূর্বে তুমি আমাদের বাসায় এসে উপস্থিত হবে। তোমার অপেক্ষায় রইলাম এবং তোমার সুস্থতা কামনা করছি। ভালো থাক।
তোমার প্রিয় বন্ধু,
রাকিব
——————–
বৈদ্যুতিন চিঠি লেখার নিয়ম ৩য় নমুনা:
প্রশ্ন: ইন্টারনেট ব্যবহারের সুফল ও কুপল সম্পর্কে পরামর্শ জানিয়ে ছোট ভাইকে বৈদ্যুতিন চিঠি লেখ।
To : raju450@gmail.com
Subject : ইন্টারনেট ব্যবহারের সুফল ও কুফল।
প্রিয় রোকন,
আশা করি, শারীরিকভাবে সুস্থ্য আছ। ইন্টারনেটের বহুমূখী ব্যবহার মানব জীবনকে সহজ করে তুলেছে। পড়ালেখা, ব্যবসা-বাণিজ্য ও চিকিৎসা খাতে ইন্টারনেটের ব্যবহারের গুরুত্ব অপরিসীম। কিন্তু এটি যেমনিভাবে মানব জীবনে সুফল বয়ে এনেছে তেমনি এর কুপল ও রয়েছে। বিশেষ করে ইন্টারনেটের নিষিদ্ধ জগতের নগ্নতা ও অশ্লীলতা যুব সমজের অধঃপতনের অন্যতম কারণ। তাই আমাদের ইন্টারনেটের সুফল গুলোই গ্রহণ করা উচিত এবং নিষিদ্ধ বিষয় গুলো এড়িয়ে চলা উচিত। কথাটি সর্ববস্থায় মনে রাখবে।
তোমারই বড় ভাই,
রাজিব।
————–
আশা করি, আর্টিকেলটি পড়ে আপনি বৈদ্যুতিন চিঠি কি? কিভাবে লিখতে হয়, বৈদ্যুতিন চিঠি লেখার নমুনা ও বৈদ্যুতিন চিঠি লেখার নিয়ম সম্পর্কে জানতে পেরেছেন। এরকম শিক্ষণীয় আরো গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন অনলাইনসেবা ২৪ ওয়েবসাইট।
আরো জানুনঃ
কাবিন নামা অনলাইন চেক ২০২৪। কাবিন নামা পাওয়ার উপায়।
বয়স্ক ভাতা অনলাইন আবেদন করার সঠিক নিয়ম।