উপবৃত্তি পোর্টালে ব্লকড অ্যান্ড বাউন্স EFT ঠিক করার নিয়ম।
প্রাথমিক উপবৃত্তি পোর্টালে ব্লকড অ্যান্ড বাউন্স EFT ঠিক করতে আমরা অনেকেই জানি না। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি ৬ মাস অন্তর অন্তর টাকা প্রদান করে। কিছু কিছু শিক্ষার্থীর তথ্যে সামান্য ভুলের কারণে উপবৃত্তির টাকা আসে না। যে সমস্ত শিক্ষার্থীর এই ভুলের কারণে টাকা আসে না তাদের তথ্য আইবাস প্লাস থেকে উপবৃত্তির পোটালে পে-রোল অপশনের মধ্যে ব্লকড অ্যান্ড বাউন্স EFT তে ফেরত প্রদান করেন।
প্রতিষ্ঠানের প্রধান তার ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে খুব সহজে ওই সকল শিক্ষার্থীর তথ্য পুনরায় সঠিক করে প্রদান করতে পারেন। আজ আমি এই পোষ্টের মাধ্যমে দেখাবো কিভাবে সঠিক নিয়মে উপবৃত্তির পোর্টালে লগইন করে ব্লক অ্যান্ড বাউন্স EFT ঠিক করা যায়। তো চলুন দেখে নেয়া যাক কিভাবে আপনি কাজটি করবেন।
ব্লকড অ্যান্ড বাউন্স EFT ঠিক করার নিয়মঃ
প্রথমে আপনার হাতে থাকা স্মার্ট মোবাইল অথবা স্কুলের ল্যাপটপ ওপেন করে ইন্টারনেট সংযোগ দিন।
ক্রম ব্রাউজার ওপেন করে এড্রেস বারে pesp.finance.gov.bd এই ঠিকানাটা লিখুন এবং ইন্টার বাটনে ক্লিক করুন।
এবার আপনি আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
বাম পাশে ড্যাশবোর্ডের নিচে পে-রোল অপশন এ ক্লিক করুন।
এবার ব্লকড অ্যান্ড বাউন্স EFT তে ক্লিক করুন।
নিচের পেজটি দেখতে পাবেন।
এবার অর্থবছর এ ক্লিক করে ড্রপডাউন থেকে বছর সিলেক্ট করুন।
পেমেন্ট চক্র নির্বাচন করুন এ ক্লিক করে ওই একইভাবে উপবৃত্তি প্রদানের নির্দিষ্ট সময় সিলেক্ট করুন।
এবার এসপিবিএমইউ তে ক্লিক করে IBAS RETURNED সিলেক্ট করুন।
এবার ডান পাশে থাকা খুঁজুন বাটনে ক্লিক করুন।
হ্যাঁ এবার যদি আপনার স্কুলের কোন শিক্ষার্থীর তথ্য ভুলের কারণে টাকা না পেয়ে থাকে তাদের লিস্ট দেখতে পাবেন।
এখন সুবিধাভোগীর নামের সোজা ডান দিকে একটি কলম আইকন দেখতে পাবেন। এটি মূলত অ্যাকশন বাটন।
এবার অ্যাকশন বাটনে ক্লিক করলে একটি পেজে শিক্ষার্থী সকল তথ্য আপনার সামনে দেখাবে।এই পেজ থেকে আপনি তার সকল তথ্য ভেরিফাই করে অর্থাৎ সংযোজন বিয়োজন করে সংরক্ষণ বাটনে ক্লিক করুন।
এভাবে আপনার যতগুলো শিক্ষার্থীর তথ্য ভুল আছে সেগুলো সব সঠিক করে সংরক্ষন করুন। আশাকরি পরবর্তী সময়ে উক্ত শিক্ষার্থী তার উপবৃত্তির টাকা পেয়ে যাবে।
শেষ কথাঃ
প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তি পোর্টালে কাজ করার সময় কিছু ভুল হওয়ার স্বাভাবিক। কর্তৃপক্ষ ব্লকড অ্যান্ড বাউন্স EFT অপশনটিতে যে সুবিধা প্রদান করেছেন তা আসলেই প্রশংসনীয়। সুতরাং প্রত্যেক প্রধান শিক্ষকের উচিত সঠিক নিয়মে লগইন করে তথ্য ভুল থাকলে তা সঠিক করা। আশাকরি আমার লেখা পোস্টটি আপনাদের অনেক উপকারে আসবে। ধন্যবাদ।
আরো তথ্য পেতে পড়ুনঃ
উপবৃত্তি পোর্টালে শিক্ষার্থী ট্রান্সফার করার সহজ নিয়ম।
অনলাইনে প্রাথমিক বিদ্যালয়ের পরিদর্শন রিপোর্ট দেখার নিয়ম।