ভোটার হতে কি কি লাগে? এনআইডি তৈরির কাগজপত্র।
ভোটার হতে কি কি লাগে এটা আমাদের জানা দরকার। এনআইডি বা জাতীয় পরিচয়পত্র একজন নাগরিকের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে বিভিন্ন কাজে NID (এনআইডি) আবশ্যক। কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছেন যারা বুঝতে পারেন না NID (এনআইডি) কার্ড বা ভোটার হতে তাদের কি কি ডকুমেন্ট/ ভোটার হতে কি কি লাগে।
তাদের জন্য আজকের পোস্টটি। এই পোস্টে আমরা জানবো নতুন ভোটার হতে কি কি লাগে? ভোটার হতে কত টাকা লাগবে? কিভাবে সহজে ভোটার হওয়া যাবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত। তো চলুন শুরু করি।
কোন কোন কাজে NID জরুরি?
একজন প্রাপ্তবয়স্ক নাগরিকের বিভিন্ন কাজে NID (এনআইডি) প্রয়োজন হতে পারে যেমন:
- চাকরি
- পাসপোর্ট তৈরি
- ব্যাংক একাউন্ট
- ফ্রিল্যাংসিং
- বিয়ে ও তালাক রেজিস্ট্রেশন
- বিদ্যুৎ সংযোগ
- ব্যবসা বাণিজ্য
- সিম রেজিস্টেশন
- লাইসেন্স তৈরি
- জমি ক্রয়-বিক্রয়
- ব্যাংক ঋণ
- সরকারি ভাতা
- টিন সার্টিফিকেট
- ভূমিকর পরিশোধ
- আইনি জটিলতা
- বিকাশ, রকেট ও নগদ একাউন্ট তৈরি ইত্যাদি।
আরো জানুনঃ ঝামেলা ছাড়াই NID কার্ডের ভুল সংশোধন করুন।
নতুন ভোটার হতে কি কি লাগে (কাগজপত্র)?
আপনি যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন এবং নিজের পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ড তৈরি চান তাহলে নিম্নোক্ত কাগজপত্র গুলো আবশ্যক/ভোটার হতে কি কি লাগে তা নীচে দেয়া হল।
- অনলাইন আবেদন ফরম।
- জন্ম সনদ ফটোকপি।
- সার্টিফিকেট ।
- নাগরিক সনদ।
- রক্তের গ্রুপ রিপোর্ট।
- প্রত্যয়ন পত্র।
- অঙ্গীকার নামা।
- স্বামী বা স্ত্রীর NID কপি।
- পিতা-মাতার NID কপি।
- বিদ্যুৎ, পানি বা গ্যাস বিল কপি।
- কাবিননামা (বিবাহিতদের ক্ষেত্রে প্রযোজ্য)।
উপরিউক্ত ডকুমেন্টগুলো সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। কিছু কিছু ক্ষেত্রে এসব ডকুমেন্ট আব্যশক
- জব আইডি কার্ড।
- পাসপোর্ট কপি ( প্রবাসী)।
- ড্রাইভিং লাইসেন্স।
- প্রতিবন্ধী সনদপত্র (প্রতিবন্ধী)।
ভোটার হওয়ার ক্ষেত্রে উক্ত ডকুমেন্ট গুলো জমা প্রদানে আপনার NID আবেদনপত্র গ্রহণের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে। মনে রাখবেন, ভোটার হতে কোন টাকা লাগে না।
NID সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নবলীঃ
এ পর্যায়ে আমরা এনআইডি সম্পর্কিত গুরুত্বপূর্ণ কতগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলো জেনে রাখলে আপনার এনআইডি তৈরি বা ভোটার হতে কোন ধরনের সমস্যার সম্মুখীন হবেন না।
- প্রশ্নঃ যথা সময়ে ভোটার হতে পারিনি কি করব?
- উত্তরঃ আপনি যদি যথা সময়ে ভোটার হতে না পারেন তাহলে পরবর্তীতে যেকোন সময় সংশ্লিষ্ট থানা, জেলা বা উপজেলা নির্বাচন অফিসে উপযুক্ত কারণ উল্লেখপূর্বক আবেদন করতে পারবেন।
- প্রশ্নঃ ভোটার হওয়ার পর ID কার্ড কোথা থেকে সংগ্রহ করব?
- উত্তরঃ যেই এলাকায় ভোটার হয়েছেন উক্ত এলাকার সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিস থেকে ID কার্ড সংগ্রহ করতে পারবেন।
- প্রশ্নঃ ভোটার হওয়ার সময় অর্জিনাল নামের সাথে বংশগত কোন খেতাব, পদবী বা উপাধি দেওয়া যাবে কিনা?
- উত্তরঃ না, ভোটার নামের সাথে আর্জিনাল নাম ছাড়া অন্যকিছু সংযুক্ত করার সুযোগ নেই।
- প্রশ্নঃ কেউ বিদেশ চলে গেলে অন্য কেউ/স্ত্রী আইডি কার্ড সংগ্রহ করতে পারবে কিনা?
- উত্তরঃ হ্যাঁ, পারবে। তবে এই ক্ষেত্রে উক্ত ব্যক্তির যথাযথ পরিচয়পত্র জমা দিয়ে কার্ড সংগ্রহ করতে পারবেন।
- প্রশ্নঃ কেউ যদি ভুলে দুইবার আবেদন করে তাহলে করণীয় কি?
- উত্তরঃ যদিও এটি একটি শাস্তিযোগ্য অপরাধ কিন্তু যেহেতু আপনি ভুলে কাজটি করেছেন তাই যত দ্রুত সম্ভব সংশ্লিষ্ট জেলা নির্বাচন অফিসে কারণ উল্লেখ করে লিখিতভাবে ক্ষমা প্রার্থণা জানান।
- প্রশ্নঃ বিভিন্ন জয়গায় আমার বয়স/নাম ভিন্ন ভিন্ন এক্ষেত্রে ভোটার আইডি কার্ডে কোনটি দিব?
- উত্তরঃ আপনি যদি পড়া লেখা করে থাকেন তাহলে আপনার সার্টিফিকেটের আলোকে আইডি নাম ব্যবহার করুন। আর যদি অশিক্ষিত হন তাহলে জন্ম নিবন্ধনের আলোকে সঠিক তথ্য দিয়ে আবেদন করুন।
আরোও পড়ুনঃ অনলাইনে জাতীয় পরিচয়পত্র (NID) ডাউনলোডের উপায়