মরক্কো থেকে স্পেন যাওয়ার উপায় ও দূরত্ব কত কিমি।

শেয়ার করুন

মরক্কো থেকে স্পেন যাওয়ার উপায় ও দূরত্ব কত কিমি জানতে সম্পূর্ণ আর্টিকেলটি ধৈর্য সহকারে পড়ার অনুরোধ রইল। ইউরোপের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত একটি রাষ্ট্র স্পেন। ইউরোপের দেশ হওয়ায় বাংলাদেশ, ইন্ডিয়ান সহ অনেক প্রবাসীর স্বপ্ন থাকে স্পেনে যাওয়ার। মরক্কো ও স্পেন সীমান্তবর্তী দেশ হওয়ায় অনেক বাংলাদেশি ও ইন্ডিয়ান প্রবাসী মরক্কো থেকে স্পেনে যাওয়ার প্রাণপণ চেষ্টা করেন।

তাদের ধারণা মরক্কো থেকে স্পেনে যেতে পারলেই ভাগ্য বদলাতে পারে যে কারোর। তাই আজকের পোস্টে মরক্কো থেকে স্পেন যাওয়ার উপায় ও দূরত্ব কত কিমি সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা তুলে ধরা হলো।

মরক্কো থেকে স্পেন যাওয়ার উপায় জানুন

মরক্কো থেকে স্পেন যাওয়ার সহজ কিছু উপায় তুলে ধরা চেষ্টা করলাম। আশাকরি এটি আপনাদের খুব বেশি উপকারে আসবে। মরক্কো আফ্রিকা মহাদেশের একটি স্বাধীন মুসলিম রাষ্ট্র এর রাজধানী রাবাত। মরক্কো থেকে স্পেন আপনি জল, স্থল ও আকাশ পথ হয়ে যেতে পারবেন। অর্থাৎ আপনি চাইলে নদী পথে, বিমান করে অথবা গাড়ি করে মরক্কো থেকে স্পেনে যেতে পারবেন।

মরক্কো ও স্পেনের নকটবর্তী দুটি শহর হলো Ceuta ও Gibraltar. চেউতা হলো মরক্কোর অধীনে এবং জিব্রালটার স্পেনের অধীনে। মরক্কোর চেউতা থেকে স্পেনের জিব্রালটার নদী পথে মাত্র ৪৩ কিলোমিটার দূরত্ব। গত কয়েক বছর পূর্বে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান থেকে অনেক প্রবাসী মরক্কোর চেউতা শহর হয়ে স্পেনের জিব্রালটার দিয়ে প্রবেশ করে। যার কারণে স্পেনের সরকার জিব্রালটার দিয়ে অনুপ্রবেশ ঠেকাতে কঠিন নির্দেশনা জারি করে।

বর্তমানে মরক্কো থেকে স্পেনে যাওয়ার জন্য যেকোন দালালের সাহায্য নিতে পারেন। বাংলাদেশের অনেক দালাল রয়েছে যাদের সাহায্যে আপনি মরক্কো থেকে স্পেনের ভিসা লাগাতে পারেন এবং তাদের সহযোগীতায় আপনি মরক্কো থেকে স্পেনে প্রবেশ করতে পারবেন।

মরক্কো থেকে স্পেন যাওয়ার উপায়

মরক্কো থেকে স্পেনের দূরত্ব কত কিমি?

মরক্কো থেকে স্পেন যাওয়ার উপায় জানার পর এবার জনাবো মরক্কো থেকে স্পেনের দূরুত্ব কত কিমি। গুগল ম্যাপের তথ্য অনুযায়ী মরক্কো থেকে স্পেনের দূরত্ব ১২৯৫.৯ কিমি (১৫ ঘন্টা ৪৪ মিনিট) বা ৮০৫ মাইল। মরক্কো থেকে স্পেনে গাড়িতে যেতে সময় লাগবে প্রায় ১৫ ঘন্টা ৪৪ মিনিট। কিন্তু মরক্কো থেকে আকাশ পথে বিমানে স্পেনে যেতে সময় লাগবে ১ ঘন্টা ৩৫ মিনিট। এছাড়াও বিমানে মরক্কো থেকে স্পেন যেতে সময় লাগবে ২ ঘন্টা ৯ মিনিট।

মরক্কো থেকে স্পেন যেতে খরচ কত?

মরক্কো থেকে স্পেন যাওয়ার উপায় জানার পর জানবো মরক্কো থেকে স্পেন যেতে কত টাকা লাগে বা কত টাকা খরচ হয়। এটি মূলত দালালের উপর অনেকটা নির্ভর করে। কেনান আপনি যদি মরক্কো থেকে স্পেন যেতে চান তাহলে যেকোন দালালের শরণাপন্ন হতে হবে। মরক্কো থেকে স্পেন যাওয়ার জন্য একেক জন দালাল একেক রকম টাকা চার্জ করে। যেমন কেউ কেউ ৪ থেকে ৫ লক্ষ টাকা আবার কারো কারো ক্ষেত্রে ৫-৬ লক্ষ টাকাও লাগতে পারে।

দালালের মাধ্যমে মরক্কো থেকে স্পেন যেতে চাইলে অবশ্যই সতর্ক থাকুন। কেননা আপনি যদি দলালকে একসাথে সম্পূর্ণ টাকা দিয়ে দেন তাহলে এতে আপনার বড় ধরনের ক্ষতিও হতে পারে। তাই যেকোন দালালের সাহায্য নেওয়ার আগে তার ব্যাকগ্রাউন্ড যাচাই বাছাই পূর্বক টাকা প্রদান করুন।

আশাকরি, আর্টিকেলটি পড়ে আপনি মরক্কো থেকে স্পেন যাওয়ার উপায় ও দূরত্ব কত কিমি সেই সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেয়েছেন। এরকম গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন Onlinesheba24 ওয়েবসাইটে।

আরো পড়ুনঃ

বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার উপায়

জাপান থেকে আমেরিকার দূরত্ব কত কিলোমিটার।

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *