মহিলাদের তারাবির নামাজের নিয়ম কানুন

শেয়ার করুন

মহিলাদের তারাবির নামাজের নিয়ম কানুন সম্পর্কে বিস্তারিত জাননা আজকের পোস্টে। আমাদের ভিতরে অনেক মহিলা তারাবির নামাজের সঠিক নিয়ম কানুন জানেন না। আবার অনেকে জানলেও পরিপূর্ণভাবে তারাবি নামাজের নিয়ম কানুন সম্পর্কে অবগত নয়। পবিত্র মাহে রমজান মাসে মহিলারা তারাবির নামাজ কখন আদায় করবেন। তারাবির নামাজের দোয়া, মোনাজাত ও সঠিক নিয়মকানুন সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো।

মহিলাদের তারাবির নামাজ

তারাবির নামাজ একটি সুন্নত নামাজ। আবার কেউ কেউ এটিকে সুন্নতে মুয়াক্কাদাও বলে থাকেন। মূলত রমজান মাসে আল্লাহর নৈকট্য লাভের আশায় এশার চার রাকাত ফরজ নামাজ ও দু’রাকাত সুন্নত নামাজ আদায় করার পর ২০ রাকাত তারাবির নামাজ পড়া হয়।

তারাবির নামাজ এটি দুই রাকাত করে পড়া হয়। তারাবির নামাজ কত রাকাত এটি নির্দিষ্ট করে বলা হয়নি। তবে হানাফী মাযহাব অনুসারীরা বিতরের নামাজের আগে ১০ সালামে দু রাকাত করে ২০ রাকাত তারাবির নামাজ আদায় করে থাকেন। নারী ও পুরুষদের তারাবির নামাজের নিয়ম একই রকম এতে কোন পার্থক্য নেই।

মহিলাদের তারাবির নামাজের নিয়ম কানুন

মহিলারা যেহেতু মসজিদে জামাতে নামাজ পড়তে পারে না। তাই ইসলামিক মাসলা মাসায়েল তাদের অনেক সময় অজানা থেকে যায়। তাই এই পোস্টে আমরা দু’রাকাত তারাবির নামাজ পড়ার নিয়ম তুলে ধরবো যেগুলো অনুসরণ করে বাকি ১৮ রাকাত নামাজ পড়া যাবে। অর্থাৎ ২০ রাকাত নামাজ একই নিয়ম হবে।

তারাবির নামাজের নিয়ত:

মহিলাদের তারাবির নামাজের নিয়ম এ জেনে নেবো তারাবির নিয়ত। আমি কেবলামুখী হয়ে দু’রাকাত তারাবির সুন্নতে মুয়াক্কাদা নামাজের নিয়ত করিলাম। আল্লাহু আকবার। নিয়ত মানে হল ইচ্ছে পোষণ করা। অর্থাৎ আপনি যে তারাবির নামাজ পড়বেনএই নিয়তে অজু করছেন। সেটি আপনার তারাবি নামাজের নিয়তি হয়ে যাবে।

নিয়ত করে বুকে হাত বাধার পর সাধারণ নামাজের ন্যায় ছানা পড়ে সূরা ফাতেহা ও অন্যান্য সূরা মিলিয়ে দু রাকাত নামাজ সম্পন্ন করা। তবে তারাবির নামাজের প্রতি চার রাকাতের পর একটি দোয়া পড়া হয় সেটি হল:

তারাবির নামাজের দোয়াঃ

বাংলা: *সুবহানা জিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানা জিল ইয্যাতি ওয়াল আঝমাতি ওয়াল হায়বাতি ওয়াল কুদরাতি ওয়াল কিব্রিয়ায়ি ওয়াল ঝাবারুতি। *সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাজি লা ইয়ানামু ওয়া লা ইয়ামুত আবাদান আবাদ; সুব্বুহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালায়িকাতি ওয়ার রূহ।

এভাবে করে ২০ রাকাত নামাজ আদায় করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম তারাবির মোনাজাত দিতেন যেমন:

মহিলাদের তারাবির নামাজের মোনাজাতঃ

মহিলাদের তারাবির নামাজের নিয়ম এ এবার মোনাজাত শিখে নেবো। বাংলা উচ্চারণ : *আল্লাহুম্মা ইন্না-নাসআলুকাল জান্নাতা ওয়া নাউজুবিকা মিনাননার। ইয়া খ-লিক্বল জান্নাতা ওয়ান্নার। *বিরাহমাতিকা ইয়া-আজিজু ইয়া-গাফফারু, ইয়া-ক্বারিমু ইয়া-সাত্তারু, ইয়া-রাহিমু ইয়া-জাব্বারু, ইয়া-খলিকু ইয়া-বারর। *আল্লাহুম্মা আজিরনা-মিনান্নার। ইয়া-মুজিরু, ইয়া-মুজিরু, ইয়া-মুজিরু। *বিরহমাতিকা ইয়া-আরহামার রাহিমিন।’

তারাবির নামাজের মোনাজাত শেষে ৩ রাকাত বিতরের নামাজ পড়ার পর তারাবির নামাজ সম্পন্ন করা হয়। তারপর আপনি চাইলে আবারো মোনাজাত দিতে পারেন। তবে মনে রাখবেন তারাবির নামাজ ও তাহাজ্জুদের নামাজের মধ্যে কোন সম্পর্ক নেই দুটো আলাদা নামাজ। তাই আপনি চাইলে আল্লাহর নৈকট্য লাভের আশায় ভোর রাতে সাহারি খাওয়ার পূর্বে দু’রাকাত, চার রাকাত আট বা রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তে পারে।

আশাকরি,বুঝাতে পেরেছি মহিলাদের তারাবির নামাজের নিয়ম কানুন গুলো কেমন হবে। এরকম আরো ইসলামিক কনটেন্ট চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।

আরো জানুনঃ

মাতৃত্বকালীন ভাতা অনলাইন আবেদন করার সঠিক নিয়ম।

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *