মালয়েশিয়া পাসপোর্ট চেক। Malaysia Passport Check

শেয়ার করুন

মালয়েশিয়া পাসপোর্ট চেক অথবা বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়া পাসপোর্ট চেক সম্পর্কে বিস্তারিত জনুন আজকের পোস্টে। আপনার যারা মালয়েশিয়া পাসপোর্ট আবেদন করেছেন তারা কিভাবে নিজেদের মালয়েশিয়া পাসপোর্ট চেক করবেন। অথবা আপনার মালয়েশিয়া পাসপোর্টটি আসল? নাকি নকল সেটা কিভাবে চেক করবেন। চলুন জেনে নেওয়া যাক।

অনলাইনে মালয়েশিয়া পাসপোর্ট চেক

অনলাইনে মালয়েশিয়া পাসপোর্ট চেক করার জন্য সর্বপ্রথম আপনার ফোনের ইন্টারনেট সংযোগটি সক্রিয় করে নিন। তারপর ফোনে থাকা যে কোন একটি ব্রাউজার এর এড্রেসবারে ‘e passport check’ লিখে সার্চ করুন। তাহলে আপনার সামনে ‘Check application status’ নামে একটি ওয়েবসাইট আসবে সেখানে প্রবেশ করুন। অথবা সরাসরি এই লিংকে ক্লিক করেও আপনি মালয়েশিয়া পাসপোর্ট চেক করতে পারবেন।

মালয়েশিয়া পাসপোর্ট চেক।

উপরের ওয়েবসাইটটিতে আসার পর এখন আপনি চাইলে দুই ভাবে মালয়েশিয়া পাসপোর্ট চেক করতে পারবেন।

  • Online Registration ID OR
  • Application ID

Malaysia passport check by Registration ID

এখন আপনি যদি অনলাইন রেজিস্ট্রেশন আইডি দিয়ে মালয়েশিয়া পাসপোর্ট চেক করতে চান তাহলে ‘Online Registration ID’ ঘরে আপনার মালয়েশিয়া পাসপোর্ট রেজিস্ট্রেশন আইডিটি বসিয়ে দিন। তারপর ‘Select date of birth’ অপশনে আপনার পাসপোর্টে দেওয়া/জাতীয় পরিচয় জন্ম তারিখটি বসিয়ে দিন। সর্বশেষ নিচে থেকে I am human ক্যাপচাটি পূরণ করে Check বাটনে ক্লিক করুন।

মালয়েশিয়া পাসপোর্ট চেক। Malaysia Passport Check

তাহলে আপনার সামনে আপনার মালয়েশিয়া পাসপোর্ট স্ট্যাটাসটি চলে আসবে। অর্থাৎ Check application status: passport ready for issues. তবে স্ট্যাটাসটি আপনার ক্ষেত্রে ভিন্নও হতে পারে। এভাবে আপনি খুব সহজে অনলাইন রেজিস্ট্রেশন আইডি দিয়ে আপনার মালয়েশিয়া পাসপোর্ট চেক করতে পারবেন।

Malaysia passport check by Application ID

এছাড়া আপনি চাইলে খুব সহজেই Application ID দিয়েও মামালয়েশিয়া পাসপোর্ট চেক করতে পারবেন। এপ্লিকেশন আইডি দিয়ে মালয়েশিয়া পাসপোর্ট চেক করার জন্য পূর্বের ন্যায় ওয়েবসাইটিতে আসার পর Application ID ঘরে আপনার ডেলিভারি স্লিপের বাম পাশের উপরের Application ID টি বসিয়ে দিন।

তারপর আবারও পূর্বের ন্যায় Select date of birth অপশনে আপনার সঠিক জন্ম তারিখ বসিয়ে দিন এবং নিচে থেকে I am human ক্যাপচাটি পূরণ করে Check অপশনে ক্লিক করুন। তাহলে আপনি আপনার মালয়েশিয়া পাসপোর্ট স্ট্যাটাসটি দেখতে পাবেন।

এভাবে আপনি চাইলে খুব সহজে হাতে থাকা স্মার্ট ফোনটি ব্যবহার করে অনলাইনে মালয়েশিয়া পাসপোর্ট চেক করতে পারবেন।

কোন স্ট্যাটাসের মানি কি

  • Appointment Scheduled: আপনার পাসপোর্ট এর মধ্যে যদি এই স্ট্যাটাসটি দেখতে পান তাহলে বুঝতে হবে। পাসপোর্ট অফিস থেকে আপনার সাক্ষাতের জন্য একটি সময় বরাদ্দ করা হয়েছে। যেখানে আপনি সাক্ষাতের তারিখ দেখতে পাবেন। এটি সাধারণত বিভাগীয় পাসপোর্ট অফিস গুলোর ক্ষেত্রে প্রযোজ্য হয় যেমন: ঢাকা-চট্টগ্রাম ইত্যাদি।
  • Passport ready for issues: এই স্ট্যাটাসটির মানে হল: আপনার পাসপোর্টটি সম্পূর্ণ প্রস্তুত হয়ে গেছে। এখন আপনি চাইলে স্থানীয় পাসপোর্ট অফিস থেকে পাসপোর্টটি সংগ্রহ করতে পারবেন।
  • Pending SB police clearance:

নতুন পাসপোর্ট আবেদনকারীদের ক্ষেত্রে পুলিশ কর্তৃক ডকুমেন্টগুলো যাচাই করা হয়। যা সম্পন্ন হলে পাসপোর্ট অফিসে একটি তদন্ত রিপোর্ট জমা দেওয়া হয়। যদি এমন স্ট্যাটাস দেখেন তাহলে আপনাকে এখানে কিছুই করতে হবে না।

  • Pending for backend verification: এর মানে আপনার আবেদনটি কেন্দ্রীয় পর্যায়ে যাচাইকরণ হচ্ছে। আপনার আবেদনটির চূড়ান্ত পর্যায়ে প্রিন্টিং এর পূর্বে ডকুমেন্টগুলো যাচাই করণ হবে। যা কোন সমস্যা নয়। সাধারণত, এটি দুই থেকে তিন দিনের মধ্যেই সম্পন্ন হয়ে থাকে।
  • Approved: অর্থাৎ আপনার আবেদনটি অনুমোদিত হয়েছে। এরপর নিয়মমাফিক অন্যান্য কাজ সম্পন্ন হওয়ার পর আপনার পাসপোর্টটি প্রিন্টিং এর জন্য পাঠানো হবে।

আশা করি বুঝাতে পেরেছি কিভাবে অনলাইনে মালয়েশিয়া পাসপোর্ট চেক করবেন। এরকম আরোও গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।

আরো জানুনঃ

বাংলাদেশ থেকে মালয়েশিয়ার দূরত্ব কত কিলোমিটার ও কত সময় লাগে? 

মালয়েশিয়া মেডিকেল চেক অনলাইন।

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *