মেলবোর্ন কত দূরে ও যেতে কত সময় লাগে।

শেয়ার করুন

মেলবোর্ন কত দূরে বা মেলবোর্নের দূরুত্ব কত কিলোমিটার। বাংলাদেশ থেকে মেলবোর্নের দূরুত্ব। মেলবোর্ন যেতে কত সময় লাগে। মেলবোর্ন যেতে কত টাকা লাগে। মেলবোর্ন থেকে সিডনি কত দূরে। মেলবোর্ন কোন কাজের চাহিদা বেশি এসব বিষয়ে বিস্তারিত জানুন আজকের পোস্টে।

মেলবোর্ন কত দূরে?

বাংলাদেশ থেকে মেলবোর্ন কত দূরে জানতে সম্পূর্ণ আর্টিকেলটি ধৈর্যসহকারে পড়ুন। গুগল ম্যাপের তথ্য অনুযায়ী বাংলাদেশ থেকে মেলবোর্নের দূরুত্ব ৮,৮৭৮ কিলোমিটার বা ৫,৫১৩ মাইল

মেলবোর্ন যেতে কত সময় লাগে?

আপনারা অনেকেই জানতে চান বাংলাদেশ থেকে মেলবোর্ন যেতে কত সময় লাগে বা কত ঘন্টা লাগবে। এই প্রশ্নের উত্তরে গুগল ম্যাপের তথ্য অনুযায়ী বাংলাদেশ থেকে নন-স্টপ ফ্লাইটে মেলবোর্ন যেতে সময় লাগে প্রায় ১৩ ঘন্টা ১০ মিনিট।

মেলবোর্ন যেতে কত টাকা লাগে?

ইতিমধ্যে আমরা বাংলাদেশ থেকে মেলবোর্ন কত দূরে এবং বাংলাদেশ থেকে মেলবোর্ন যেতে কত সময় লাগে সেই বিষয় উল্লেখ করেছি। এ পর্যায়ে আমরা জানবো বাংলাদেশ থেকে মেলবোর্ন যেতে কত টাকা প্লেন ভাড়া খরচ হবে। cleartrip.com ট্রাভেল এজেন্সি তথ্য অনুযায়ী বাংলাদেশ থেকে মেলবোর্ন যেহেতু অনেকটাই দূরে, সেই হিসেবে বাংলাদেশ থেকে মেলবোর্ন যেতে সর্বনিম্ন ৩৯,০৩৪ থেকে সর্বোচ্চ ২,৫২,৯৬৬ টাকা পর্যন্ত Flight Cost খরচ হতে পারে।

মেলবোর্ন থেকে সিডনি কত দূরে?

অস্ট্রেলিয়ার রাজধানী সিডনি থেকে মেলবোর্ন গুগল মাপ অনুযায়ী ৮৭৮.৪ কি মি দূরে অবস্থিত। আপনি যদি বাসে যেতে চান তাহলে প্রায় ৯ ঘন্টার মতো সময় লাগবে। সরাসরি প্লেনে যেতে চাইলে ১ ঘন্টা ২০ মিনিট সময় লাগবে। এ ছাড়া ট্রেনে যেতে চাইলে ১২ ঘন্টা বা তার চেয়ে একটু বেশি সময় লাগবে।

মেলবোর্নে কোন কাজের চাহিদা বেশি?

মেলবোর্নে বিভিন্ন পেশার প্রচুর চাহিদা রয়েছে। নিম্নে মেলবোর্নে কোন কাজের চাহিদা সর্বাধিক তার একটি তালিকা তুলে ধরা হলো। ২০২৪ সালে অস্ট্রেলিয়ার মেলবোর্নে যে পেশাগুলোর সবচেয়ে বেশি চাহিদা রয়েছে তাহলো:

  • শিশু শিক্ষক
  • নিবন্ধিত নার্স
  • মাধ্যমিক শিক্ষক
  • সফটওয়্যার ডেভেলপার
  • ইলেকট্রিশিয়ান
  • ছুতার
  • প্লাম্বার
  • যন্ত্রবিদ
  • আইনজীবী
  • সাধারণ অনুশীলনকারীরা
  • সিভিল ইঞ্জিনিয়াররা
  • মেকানিক্যাল ইঞ্জিনিয়ার
  • সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর
  • সোশ্যাল ওয়ার্কার
  • পিজিওথ্যারাপিস্ট
  • পিজিওলোজিস্ট
  • এয়ার কন্ডিশনার এবং রেফ্রিজারেশন মেকানিক্স
  • ল্যান্ডস্কেপ স্থপতি
  • হিসাবরক্ষক
  • ব্যবস্থাপনা পরামর্শদাতা

মেলবোর্নে কোন কাজের বেতন বেশি?

আমাদের ভিতরে অনেকে জানতে চান মেলবোর্নে কোন কাজে সবচেয়ে বেশি বেতন পাওয়া যায়। মেলবোর্নে যেসব কাজে সবচেয়ে বেশি পরিমানে বেতন পাওয়া যায় তাহলো:

  • Construction
  • Healthcare
  • Mining
  • Consulting
  • Engineering
  • Aerospace Engineering
  • definitely
  • medicine
  • solicitors
  • construction managers ইত্যাদি।

আশাকরি, আর্টিকেলটি পড়ে আপনি মেলবোর্ন কত দূরে বা বাংলাদেশ থেকে মেলবোর্নের দূরুত্ব কত কিলোমিটার। মেলবোর্ন যেতে কত সময় লাগে। মেলবোর্ন যেতে কত টাকা লাগে। মেলবোর্ন কোন কাজের চাহিদা বেশি এসব বিষয়ে বিস্তারিত জানতে পেরেছেন। এরকম আরোও গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।

আরো জানুনঃ

বাংলাদেশ থেকে মালয়েশিয়ার দূরত্ব কত কিলোমিটার ও কত সময় লাগে

বাংলাদেশ থেকে চীনের দূরত্ব কত কিলোমিটার ও যেতে কত সময় লাগে?

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *