রমজানের সময় সূচী 2024

শেয়ার করুন

রমজানের সময় সূচী 2024 : রমজান মুসলিম ধর্ম অবলম্বীদের কাছে একটি পবিত্র ইবাদত। ইসলামের গুরুত্বপূর্ণ ৫টি স্তম্ভের মধ্যে ৩য় তম স্তম্ভ হলো রমজান বা রোজা। তাই ধর্মপ্রাণ মুসলিম রমজান শুরু হওয়ার পূর্বেই তারা জানতে চান রমজান ২০২৪ কবে? রমজানের সময়সূচী , রমজান মাস ২০২৪ কখন শুরু হবে ইত্যাদি। তাই আজকের পোস্টে আমি রমজান ২০২৪ কখন শুরু হবে? কত তারিখ থেকে রমজান মাস গনণা করা হবে, রমজান ২০২৪ এর ক্যালেন্ডার সহ বিস্তারিত তুলে ধরবো।

রমজানের সময় সূচী 2024

রমজানের সময় সূচী 2024 সম্পর্কে আমি এই পোস্টে তুলে ধরেছি। এটি চাঁদ দেখার উপর নির্ভরশীল। এখানে ঢাকার সাহারি ও ইফতারের সময়সূচী তুলে ধরা হয়েছে।

রমজানের সময়সূচী ২০২৪

রমজানের সময়সূচী ২০২৪

রমজানের সময়সূচী ২০২৪

রমজানের তাৎপর্য

রমজানের সময় সূচী 2024 তো জানলাম। এবার রমজানের তাৎপর্য সম্পর্কে জানবো। ইসলামের ফরজ বিধান গুলোর মধ্যে রোজা অন্যতম একটি ইবাদত। এটি একটি আত্নশুদ্ধি মূলক ইবাদত। প্রত্যেক প্রাপ্ত বয়স্ক অর্থাৎ বালেগ নর-নারীর উপর রোজা রাখা ফরজ। মুসলিম উম্মাহার নিকট রমজানের বিশেষ গুরুত্ব ও তাৎপর্য রয়েছে। সর্বশেষ নবী হয়রত মুহাম্মাদ (সা:) বলেন।

কেউ যদি সওয়াবের আশায় রমজানের সব কয়টি রোজা পালন করে আল্লাহ তাঁর অতীতের সব গুনাহ ক্ষমা করে দিবেন। এছাড়াও ইসলামের বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তা’আলা আনহু বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কোরআন এবং রোজা হাশরের ময়দানে বান্দা-বান্দীর জন্য সুপারিশ করবে এবং আল্লাহ তায়ালা তাদের উভয়ের সুপারিশ কবুল করবেন। তাই রমজানের সময় সূচী 2024 আমাদের জানা দরকার।

এছাড়াও রমজানে রোজা রাখার বিনিময়ে আত্মশুদ্ধি অর্জন করা যায় এবং রমজানের বিশেষ ইবাদত পালনের মধ্য দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়।

রমজানের শিক্ষা

রমজানের সময় সূচী 2024 জানার সাথে সাথে আমরা রমজানের শিক্ষা সম্পর্কে জানবো। রমজান মাস মুসলিম উম্মাহর জন্য একটি শিক্ষণীয় মাস। এই মাসে আল্লাহর হুকুম মতো একজন রোজাদারকে ৩০ দিন অভুক্ত থেকে রোজা পালন করতে হয়। সারা দিন রোজা পালন শেষে সন্ধ্যার সময় ইফতারি খাওয়ার মধ্য দিয়ে রোজা ভঙ্গ করা হয়। এর থেকে আল্লাহ আমাদের দরিদ্র মানুষদের কষ্টের কথা স্বরণ করিয়ে দেয়। নিয়ম করে তিন বেলা খেতে পায় না তাদের অভুক্ত থাকার কষ্ট বুঝানোর জন্য। আল্লাহ রোজা ফরজ করেছেন যাতে করে আমরা দরিদ্র মানুষদের প্রতি সহানুভূতি প্রদর্শন করতে পারি।

এছাড়াও রমজানের অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। যেমন: এই মাসে মানুষ আল্লাহর স্বরণে সবচেয়ে বেশি সময় অতিবাহিত করে। ভালো কাজের বিনিময়ে আল্লাহ ৭০ গুন পর্যন্ত নেক সওয়াব বান্দার আমলনামায় লিপিবদ্ধ করে দেন। এই মাসে গুনাহ থেকে পরিত্রাণ পাওয়ার মাস। তাই এই মাস থেকে শিক্ষা গ্রহণ করে সারা বছর পুতপবিত্র থাকার সিদ্ধান্ত নিতে হবে। এবং বেশি বেশি নেক আমল করার মাধ্যমে ইহকাল ও পরকালে আল্লাহর রহমত ও সুখের কামনা মনে লালন পালন করতে হবে। সুতরাং রমজানের সময় সূচী 2024 সকলের জানা দরকার।

রমজান বা রোজা ফরজ হওয়ার ইতিহাস

রমজানের সময় সূচী 2024 জানার পর এবার জেনে নেব তার ইতিহাস। ইসলামের পূর্ব যুগে রাসূল (সা:) মাঝে মাঝে রোজা পালন করতেন যদিও তখন উম্মতে মুহাম্মদের ওপর রোজা ফরজ ছিল না। তবে ইসলামে রোজাকে ফরজ করা হয়েছে হিজরির ২য় বর্ষে। এরপর থেকে সারা পৃথিবীতে রোজাকে একটি ফরজ বিধান হিসেবে পালন করা হয়। সুধু মুসলিম ধর্ম অবলম্বীদের কাছেই নয় ইহুদি সহ অন্যান্য ধর্মের মানুষেরর কাছেও রোজার মতো করে পুরোদিন পানাহার না করার ধর্মীয় রীতি রয়েছে। যদিও সেটা মুসলিম ধর্মের রোজার সাথে সদৃশ্যপূর্ণ নয়।

হিজরির ২য় বর্ষে রোজা ফরজের আয়াত নাজিল হওয়ার পর থেকে রোজাকে বাধ্যতামূলক করা হয়। তবে কোরআনের যেই আয়াত দ্বারা রোজা ফরজ হয়েছিল সেখানে বলা হয় “তোমাদের পূর্ববর্তী জাতিসমূহের ওপরেও রোজা ফরজ ছিল”। সুতারাং বোঝা যায় রোজা আগে থেকেই অন্যান্য র্ধমের মানুষের ওপরেও ফরজ ছিল। যদিও সেটার ধরণ ভিন্ন ছিল। যেমন ইহুদি ধর্মের মানুষ এখনও রোজা পালন করে।

রমজানের বিশেষ ইবাদত সমূহ

রমজান মাস আত্মশুদ্ধির শ্রেষ্ঠ মাস। এই মাসে আল্লাহ অসংখ্য মৃত ও জীবিত মানুষকে ক্ষমা করে দেন। এই মাসে মুসলমানদের কবরের আজাব বন্ধ থাকে বলে জানা যায়। আর তার জন্য রমজানের সময় সূচী 2024 জানা প্রত্যেক মুসলিমের দরকার। এছাড়াও এই মাসে বেশি বেশি ইবাদত করার জন্য সর্ব কালের শ্রেষ্ঠ নবী হয়রত মুহাম্মদ (সা:) তার উম্মতদের উৎসাহিত করেন।

এই মাসে রোজা পালন ছাড়াও অনেক গুলো সুন্নত কাজ রয়েছে যেগুলো পালন করার মধ্যে আল্লাহর নৈকট্য হাসিল করা যায়। যেমন: বেশি বেশি ইস্তেগফার পড়া বা ক্ষমা প্রার্থনা করা, সুন্নত নামাজ আদায় করা, আল্লাহর নামে জিকির করা, কোরআন পড়া, দান সদকা করা, উত্তম ব্যবহার, অভুক্ত বা দরিদ্র মানুষদের উত্তম খাবারের ব্যবস্থা করা, অন্যদের সাথে উত্তম ব্যবহার করা ইত্যাদি। তাই রমজানের সময় সূচী ২০২৪ এই পোস্ট থেকে জেনে নিন।

এছাড়াও ফরজ ও ওয়াজিব কাজ গুলো ঠিক মতো পালন করা যেমন: খতমে তারাবি পড়া, রোজা পালন করা ও জামাতের সাথে পাঁচওয়াক্ত নামাজ আদায় করা।

রোজা ভঙ্গের কারণ

ইসলামে এমন কতগুলো কাজ রয়েছে যেগুলো রোজা ভঙ্গ করে দিতে পারে। যেমন:

  • ১. স্ত্রীর সাথে সহবাস করা।
  • ২. হস্তমৈথুন করা।
  • ৩. পানাহার করা।
  • ৪. মাসিক হওয়া।
  • ৫. সন্তান প্রসব করা।
  • ৬. বিড়ি-সিগারেট বা হুঁকা সেবন করা।
  • ৭. স্ত্রীর দুধ পান করা।
  • ৮. ক্ষুধা নিবারণ ইনজেকশন ব্যবহার করা।
  • ৯. নাকে বা কানের ছিদ্রে তরল ঔষধ বা পদার্থ দেওয়া।
  • ১০. ইচ্ছাকৃত বোমি বা বোমি আসার পর তা গিলে ফেলা।
  • ১১. সুবে সাদেকের পরেও পানাহার করা।
  • ১২. বৃষ্টির পানি গিলে ফেলা।
  • ১৩. কোন বস্তু গিলে ফেলা যেমন: কাগজ, পাতা-লতা, সুতো, তুলা ইত্যাদি।

উপরোক্ত বিষয় গুলো ছাড়াও রোজা ভঙ্গের আরো আনুষাঙ্গিক অনেক কাজ রয়েছে যেগুলা করলে রোজা ভঙ্গ হতে পারে। সেগুলো জানতে ভিজিট করুন Bongovasha.com ওয়েবসাইটে।

রোজা ভঙ্গকারীর শাস্তি

রমজানের সময় সূচী 2024 জনেছি। এবার জানবো রোজা ভঙ্গকারীর শাস্তি। কেউ যদি ভুলে বা ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গ করে তাহলে তাকে ঐ রোজার কাযা বা কাফফারা দিতে হবে। এছাড়াও উক্ত ব্যক্তি গুনাহগার হবেন। রোজা একটি ফরজ বিধান। আল্লাহ তায়াল পবিত্র কোরআনে ইরশাদ করেন ” যে ব্যক্তি রমজান মাস পাবে সে যেন রমজানের রোজা পালন করে” সুতারাং বোঝা যায় যে রোজা পালন করা মুসলমানদের ওপর একটি বাধ্যতামূলক ফরজ কাজ। তবে অপ্রাপ্ত বয়স্ক নারী পুরুষ, রুগ্ন ব্যক্তি, মুসাফির বা ইসলামী শরিয়ত সম্মতভাবে রোজা ভঙ্গের নির্দেশ রেয়েছে এমন ব্যক্তিদের ওপর রোজা ফরজ নয়।

ইচ্ছাকৃত রোজা ভঙ্গ করলে কঠিন আজাবের সম্মুখীন হতে পারে বলে হাদিস দ্বারা প্রমাণিত। যেমন: হজরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, ‘একদিন আমি স্বপ্নে দেখলাম যে, *একটি সম্প্রদায় উল্টোভাবে (পা উপরে আর মাথা নিচের দিকে) ঝুলছে। *তাদের গাল ফাড়া। আর তা থেকে রক্ত ঝরছে। আমি জিজ্ঞাসা করলাম এরা কারা? তখন আমাকে বলা হলো- এরা সেসব ব্যক্তি যারা বিনা কারণে রমজান মাসের রোজা নষ্ট করেছে।’ (ইবনে খুযায়মাহ)

এছাড়াও ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গের শাস্তি বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত সুতরাং প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলমানদের উপর রমজানে রোজা পালন করা বাধ্যতামূলক। তাই আমাদের রমজানের সময় সূচী ২০২৪ মেনে রোজা রাখা উচিত।

রোজা পালনকারীর পুরস্কার

রমজানের সময় সূচী 2024 জানার পর জানবো রোজা পালনকারীর পুরষ্কার। কষ্ট করে রমজানের রোজা পালনকারীদের জন্য আল্লাহ বিশেষ পুরস্কারের ব্যবস্থা রেখেছেন যেমন রাসুলুল্লাহ (সাঃ) বলেন আমার উম্মতের জন্য রমজানে রোজা পালনের যে পাঁচটি ফজিলত রয়েছে তা অন্য কোন নবীর উম্মতের জন্য প্রযোজ্য ছিল না যেমন:

  • ১. রোজাদারের মুখের ঘ্রাণ/গন্ধ আল্লাহর কাছে মেশকের ঘ্রাণের থেকে বেশি প্রিয়।
  • ২. রোজাদারের জন্য প্রতিদিন জান্নাতকে সাজানো হয়।
  • ৩. ফেরেশতারা রোজাদারদের জন্য ইফতার পর্যন্ত ক্ষমার দোয়া করতে থাকে।
  • ৪. রমজান মাসে দুষ্ট ও অবাধ্য শয়তানকে আবদ্ধ করে রাখা হয়।
  • ৫. রমজানের সর্বশেষ রাতে রোজাদারদের গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হয়।

আল্লাহ তাআলা বলেছেন, ‘বনি আদমের প্রতিটি কাজ তার নিজের জন্যই শুধু রোজা ছাড়া; তা আমার জন্য। আমি নিজেই তার পুরস্কার দেব।’ (বুখারি ৫৯২৭) এছাড়াও রমজানের রোজা পালনের অনেক ফজিলত রয়েছে। যা কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত। তাই রমজানের সময় সূচী 2024 মেনে রোজা রাখা আমদের কর্তব্য।

আরো তথ্য পেতে পড়ুনঃ

অনলাইন ট্রেন টিকেট বুকিং করার সহজ উপায়।

গ্রামীন এমবি অফার কম দামে। 

অনলাইন বাসের টিকিট বুকিং করার সহজ নিয়ম।

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *