প্রাথমিক ইউনিক আইডিতে শিক্ষকের স্বাক্ষর প্রদানের সহজ নিয়ম।
প্রাথমিক ইউনিক আইডিতে শিক্ষকের স্বাক্ষর প্রদান বাধ্যতামূলক। এই স্বাক্ষর আপনি কিভাবে দিবেন? কোথায় দিবেন? তার বিস্তারিত বিবরণ আমি এই পোস্টটিতে দিয়েছি। আশা করি আপনাদের উপকারে আসবে। তো চলুন শুরু করি।
প্রথমে প্রাথমিক ইউনিক আইডি তৈরীর ওয়েবসাইটে ঢুকে লগইন করি। লগইন করতে ইউজার আইডি এবং পাসওয়ার্ড লাগবে। এই পাসওয়ার্ড এবং ইউজার আইডি আপনি কোথায় পাবেন? এ বিষয়ে এই ওয়েবসাইটে একটি পোস্ট পাবলিশ করা আছে। আপনি চাইলে এখানে ক্লিক করে ইউজার আইডি এবং পাসওয়ার্ড সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
ইউনিক আইডিতে শিক্ষকের স্বাক্ষর প্রদানের নিয়মঃ
ইউনিক আইডিতে শিক্ষকের স্বাক্ষর প্রদান করতে প্রথমে ইউনিক আইডির ওয়েবসাইটে লগইন করুন। লগইন করার পর মেনুবার থেকে শিক্ষকের স্বাক্ষর অপশনটিতে ক্লিক করলে আমরা নিচের পেজটি দেখতে পাবো।
এই পেজে আমরা দুটি সেকশন দেখতে পাবো। প্রথম সেকশন থেকে আমরা যে প্রতিষ্ঠান থেকে শিক্ষকের স্বাক্ষর আপডেট করব সেই প্রতিষ্ঠানটির তথ্য সঠিক আছে কিনা দেখে নেব। যেমন বিদ্যালয়ের ইএমআইএস কোর্ড, শিক্ষা প্রতিষ্ঠানের নাম এবং ঠিকানা।
আরো পড়ুনঃ প্রাথমিক ইউনিক আইডিতে শিক্ষার্থীর তথ্য হালনাগাদ করার নিয়ম।
এক নাম্বার সেকশনে সব কিছু ঠিকঠাক থাকলে এবার দুই নম্বর সেকশনে শিক্ষকের তথ্যগুলো সঠিকভাবে পূরণ করতে হবে। যে তথ্যগুলো পূরণ করতে হবে সেগুলো নিম্নরূপঃ
- প্রথমে শিক্ষকের জন্ম তারিখ দিতে হবে। এটা আপনি চাইলে টাইপ করে কিংবা ক্যালেন্ডার সিলেক্ট করে দিতে পারবেন।
- এবার শিক্ষকের জাতীয় পরিচয় পত্রের ডিজিট সিলেট করতে হবে অর্থাৎ জাতীয় পরিচয় পত্রের নম্বরটি কত ডিজিট সেটা সিলেক্ট করে দিতে হবে।
- এখন পরের ঘরে শিক্ষকের জাতীয় পরিচয় পত্রের নাম্বারটি লিখে পাশের সার্চ বাটন ক্লিক করব। এখানে মনে রাখার বিষয় হলো যদি কোন শিক্ষকের এনআইডি নাম্বার ১৩ ডিজিটের হয় সেক্ষেত্রে তার জন্মসাল প্রথমে প্রদান করতে হবে এবং পরে ১৩ডিজিটের সংখ্যা প্রদান করতে হবে।
- প্রদানকৃত শিক্ষকের জন্ম তারিখ ও এনআইডি সঠিক হলে জন্ম নিবন্ধন সার্ভার থেকে শিক্ষকের নাম বাংলা এবং ইংরেজিতে চলে আসবে।
- এবার আমরা শিক্ষকের স্বাক্ষর অপশনে চুজ ফাইলে ক্লিক করে শিক্ষকের স্বাক্ষর আপলোড করবো। এই কাজটি আমরা দুই ভাবে করতে পারি একটি হলো শিক্ষকের স্বাক্ষর একটি কাগজে লিখে সেটি স্ক্যান করে কম্পিউটারের মাধ্যমে এবং দ্বিতীয়টি হল পাশে থাকা ক্যামেরা অপশনে ক্লিক করে সরাসরি স্বাক্ষরের ছবি তুলে ইউনিক আইডিতে শিক্ষকের স্বাক্ষর আপলোড করতে পারবো।
- এছাড়া কোনো কারণে ভুল স্বাক্ষর আপলোড হয়ে থাকলে পাশে থাকা মুছুন বাটনে ক্লিক করে আগের আপলোডকৃত স্বাক্ষরটি মুছে ফেলতে পারবেন এবং পুনরায় আপলোড করতে চাইলে পূর্বের নিয়মে নতুন স্বাক্ষর আপলোড করতে পারবেন।
- সর্বশেষে নিচে থাকা সেভ বাটনে ক্লিক করলে একটি মেসেজ বক্স দেখতে পাবেন। যেটিতে লেখা আছে স্বাক্ষরের ছবি সফলভাবে আপলোড করা হয়েছে। সেখানে থাকা OK বাটনে ক্লিক করুন।
এভাবে একজন আনুমোদিত শিক্ষক ইউনিক আইডিতে শিক্ষকের স্বাক্ষর খুব সহজে ওয়েবসাইটে আপলোড করতে পারবেন।
আশাকরি, বুঝতে পেরেছেন কিভাবে শিক্ষকের স্বাক্ষর আপলোড করতে হয়। এরকম গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের সাথেই থাকুন।