সার্বিয়া বেতন কত। Wages in Serbia

শেয়ার করুন

সার্বিয়া বেতন কত বা সার্বিয়া কোন কাজের চাহিদা বেশি, কিভাবে বাংলাদেশ থেকে সার্বিয়া যাবেন এই সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে।

সার্বিয়া বেতন কত

সার্বিয়া বা সার্বিয়া প্রজাতন্ত্র মধ্য ও দক্ষিণপূর্ব ইউরোপের স্থলবেষ্টিত একটি স্বাধীন রাষ্ট্র। যেটি স্বাধীনতার পূর্বে উসমানিয়া সাম্রাজ্যের অন্তর্গত ছিল। এটি একটি ইউরোপের অন্তর্গত রাষ্ট্র হওয়ায় বাংলাদেশ থেকেই অনেকেই সার্বিয়া যেতে চান।

কিন্তু সার্বিয়া বেতন কত, সার্বিয়া কোন কাজের চাহিদা বেশি বা বাংলাদেশ থেকে কিভাবে সার্বিয়া যাওয়া যায় এসব বিষয়ে ধারণা নেই। তারা চাইলে আজকের আর্টিকেলকে পড়ার মাধ্যমে উপরোক্ত বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন।

সার্বিয়াতে সাধারণত দুই ধরনের ব্যক্তিরা ওয়ার্ক পারমিট ভিসায় গিয়ে থাকেন। প্রথমত স্কিলড পার্সোন আর দ্বিতীয় হলো নন স্কিল পার্সোন। সার্বিয়া বেতন কত এটি মূলত স্কিল, কাজের ধরণ ও ডিউটির উপর ভিত্তি করে কম বেশি হয়ে থাকে।

timedoctor.com এর তথ্য অনুযায়ী সার্বিয়া এভারেজে একজন শ্রমিকের মাসিক বেতন ১৪০,০০০ RSD বা সার্বিয়া দিনার। যা প্রায় ১,৩২৪ USD বা মার্কিন ডলারের সমান। যেটি বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লক্ষ ৪০ হাজার থেকে ১ লক্ষ ৫০ হাজার টাকা। তবে এটি প্রতিষ্ঠান, অভিজ্ঞতা, কাজের ধরন, শিক্ষা ইত্যাদির উপর নির্ভর করে।

সার্বিয়া বিভিন্ন কাজের উপর অনুমানিক মাসিক বেতন তুলে ধরা হলো:

  • অটোমোবাইল সার্বিয়া মাসিক বেতন ৮০ হাজার থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা।
  • কনস্ট্রাকশন ৬০ থেকে ৯০ হাজার টাকা।
  • ডেলিভারি ম্যান ৮০ হাজার থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা।
  • ড্রাইভিং ৬০ থেকে ৯০ হাজার টাকা।
  • ইলেকট্রিশিয়ান ৮০ হাজার থেকে ১ লক্ষ টাকা।
  • প্লাম্বার ৭০ হাজার থেকে ১ লক্ষ টাকা।
  • শেফ ৬০ থেকে ৯০ হাজার টাকা।
  • কারখানা শ্রমিক ৭০ থেকে ৯০ হাজার টাকা।

সার্বিয়া কোন কাজের চাহিদা বেশি

সার্বিয়া বেতন কত জেনেছি। এবার জেনে নেব কোন কাজের চাহিদা বেশি। সার্বিয়া কোন কাজের চাহিদা বেশি এটি জানা থাকলে আপনার সেই কাজের উপরে ভিসা পেতে সহজ হবে। তাই এ পর্যায়ে আমরা আলোচনা করব সার্বিয়া কোন কাজের চাহিদা বেশি। যাতে করে সার্বিয়া গেলে আপনার কাজ পেতে কোন রকমের সমস্যা না হয়। AtoZ Serwis Plus এর তথ্য অনুযায়ী ২০২৪ সালে সার্বিয়াতে সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন ১০টি পেশা হলো:

  • ইঞ্জিনিয়ার
  • আইন পেশা
  • প্রজেক্ট ম্যানেজার
  • স্বাস্থ্যসেবা প্রশাসক
  • পরামর্শদাতা
  • তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ
  • সেলস ও মার্কেটিং বিশেষজ্ঞ
  • ফিনান্স এবং অ্যাকাউন্টিং বিশেষজ্ঞ
  • মানব সম্পদ (H.R.) বিশেষজ্ঞ ইত্যাদি।

সার্বিয়ায় ডাক্টারদের বেতন কত?

সার্বিয়া বেতন কত বা সার্বিয়া কোন কাজের চাহিদা বেশি সেটা জানলাম। এবার জানবো একজন ডাক্তারের বেতন কত? সার্বিয়াতে একজন ডাক্তারের বেতন নির্ভর করে তার অভিজ্ঞতা ও পারদর্শিতার উপর। তবে সাধারণত একজন ডাক্তারের বেতন প্রায় ১০০০ থেকে ২৫০০ ইউরো। বাংলাদেশ টাকায় প্রায়  ১,৩২,০০০ থেকে  ৩,৩০,০০০ টাকার মতো। আবার অভিজ্ঞ ডাক্তারের বেতন প্রায় ২০০০ থেকে ৫০০০ ইউরো। বাংলা টাকাতে প্রায় ২,৬০,০০০ টাকা থেকে ৬,৫০,০০০ টাকা।

বাংলাদেশ থেকে সার্বিয়া যাওয়ার উপায়

আপনারা যারা বাংলাদেশ থেকে সার্বিয়া যেতে চান। তারা কিভাবে বাংলাদেশ থেকে সার্বিয়া যাবেন বা বাংলাদেশ থেকে সার্বিয়ার সরাসরি যাওয়ার উপায় কি? এসব বিষয়ে জানা নেই। তারা আর্টিকেলের এই অংশটুকু পড়ে বাংলাদেশ থেকে সার্বিয়া যাওয়ার উপায় জানতে পারবেন।

বাংলাদেশ থেকে সার্বিয়া যাওয়াটা কিছুটা জটিল হলেও সঠিক উপায়ে আবেদন করতে পারলে সার্বিয়া ওয়ার্ক পারমিট পাওয়া যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ থেকে সার্বিয়া যাওয়ার জন্য প্রথমে আপনাকে বাংলাদেশ সার্বিয়া এম্বাসি অথবা অনলাইন থেকে আবেদন ফরম সংগ্রহ করে সেটি সঠিকভাবে পূরণ করতে হবে। তারপর আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় ডকুমেন্ট যেমন: ভিসা ফরম, পাসপোর্ট ও মেডিকেল রিপোর্ট ইত্যাদি যুক্ত করতে হবে।

আবেদন ফি পরিশোধ করা। এটি আপনার ভিসার ধরণের উপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন হতে পারে। একই সাথে মেডিকেল রিপোর্ট প্রদান করা (প্রযোজ্য হলে)। সঠিক নিয়ম মেনে সার্বিয়া ভিসা আবেদন করলে ভিসা পাওয়ার সম্ভাবনা রয়েছে।

আশাকরি, আর্টিকেলটি পড়ে আপনি সার্বিয়া বেতন কত বা সার্বিয়া কোন কাজের চাহিদা বেশি, কিভাবে বাংলাদেশ থেকে সার্বিয়া যাবেন এই সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। এরকম আরোও গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন onlinesheba24 ওয়েবসাইটে।

আরো জানুনঃ

লিথুনিয়া বেতন কত এবং যেসব কাজের চাহিদা বেশি।

নেদারল্যান্ড বেতন কত। Salary in Netherlands

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *