সিম কার্ড রেজিস্ট্রেশন চেক ও গুরুত্বপূর্ণ কোর্ড।

শেয়ার করুন

সিম কার্ড রেজিস্ট্রেশন চেকঃ আধুনিক বিজ্ঞানের এক অসাধারণ আবিষ্কার হলো সিম কার্ড (SIM Card ) যার পরিপূর্ণ রুপ হলো: Subscriber Identification Module (সাবস্ক্রাইবার আইডেন্টিফিকেশন মডিউল)। সিম কার্ড একটি গুরুত্বপূর্ণ বস্তু যেটি বর্তমানে আমাদের নিত্যদিনের সঙ্গী। দেশ-বিদেশ পৃথিবীর সব জায়গায় রয়েছে সিম এর ব্যবহার। সিম বা মোবাইলকে বর্তমান সময়ের যোগাযোগের প্রধান মাধ্যম বলা হয়।

আজকে আমরা আলোচনা করব কিভাবে আপনি বুঝবেন আপনার এনআইডি দিয়ে কয়টি সিম কার্ড রেজিস্ট্রেশন করা আছে। এটা জানা অত্যন্ত জরুরী। বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে দিন দিন প্রতারণা চক্রগুলোও বেড়ে উঠেছে। তারা যেকোনো সময় আপনার ব্যক্তিগত তথ্য জেনে নিয়ে আপনাকে প্রতারণায় জড়িয়ে ফেলতে পারে। তাই অবশ্য এসব বিষয়ে সচেতন হওয়া জরুরী।

সিম কার্ড রেজিস্ট্রেশন চেক করার নিয়ম

আপনি যে কোন অপারেটর অর্থাৎ রবি, এয়ারটেল, বাংলালিংক, গ্রামীণফোন, টেলিটক ও স্কিটো সিম দিয়ে সিম কার্ড রেজিস্ট্রেশন চেক করতে পারবেন।

সিম কার্ড রেজিস্ট্রেশন চেক করতে প্রথমে মোবাইলের ডায়ল প্যাডে গিয়ে *১৬০০১# লিখে যেকোন সিমে ডায়ল করুন। তারপর সাথে সাথে ফিরতি  অপশনে আপনার NID শেষের ৪টি সংখ্যা দিতে বলবে। NID দেখে সঠিকভাবে শেষের ৪টি কোর্ড বসিয়ে সাবমিট করুন। পরবর্তী মেসেজে আপনার NID দিয়ে রেজিস্ট্রেশনকৃত সিমের নাম্বার গুলো দেখতে পাবেন।

তবে প্রাইভেসির কারণে সিম গুলোর প্রথম ৪টি ও শেষের ২টি সংখ্যা দেখতে পাবেন। এখন আপনি যদি আপনার আইডির বিপরীতের কোন সিম নিষ্ক্রিয় করতে চান, সেক্ষেত্রে ঐ সিম কোম্পানির নির্ধারিত পইন্টে যেতে হবে। পয়েন্টে থাকা কর্মকর্তার সাথে কথা বলে তারপর কিছু নিয়ম মেনে আপনার সিমটি ডিঅ্যাক্টিভ করা যাবে।

সিম কার্ড হারিয়ে গেলে কি করবেন?

সিম কার্ড রেজিস্ট্রেশন চেক করা তো জানলেন এবার ভুলবশত আপনার সিম কার্ডটি যদি হারিয়ে যায় অথবা চুরি হয়ে যায় তাহলে তৎক্ষণাৎ কি করবেন? চলুন জেনে নি।

আপনার সিমটি হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে আপনি যত দ্রুত সম্ভব নিকটস্থ্য কাস্টোমার কেয়ারে গিয়ে সিমটি উঠিয়ে নিবেন। তবে সিম ওঠানোর সময় আপনার NID টি অব্যশই সাথে নিতে হবে। তবে আপনি যদি সিমটি তুলতে ব্যর্থ হন তাহলে নিকটস্থ্য থানায় গিয়ে অবশ্যই জিডি করে আসবেন। কারণ আপনার সিমটি যদি ভুল ব্যক্তির হাতে চলে যায় তাহলে সে আপনার যেকোন ধরণের ক্ষতি করতে পারে। তাই নিজের সুরক্ষার্থে জিডি করা উচিত।

আরো জানুনঃ

রবি মিনিট চেক। রবি ইন্টারনেট অফার ফ্রি

সকল সিমের গুরুত্বপূর্ণ কোর্ড সমূহ

সিম কার্ড রেজিস্ট্রেশন চেক জানার পর একজন মোবাইল ইউজার হিসাবে অবশ্যই আপনার জানা উচিত আপনার ফোনে থাকা সিমটির গুরুত্বপূর্ণ কোর্ড গুলো। তো চলুন জেনে নেওয়া যাক।

রবি অপারেটর

রবি ব্যালেন্স চেক: *২২২#

রবি ডাটা চেক: *৪#

রবি মিনিট চেক: *222*2# বা *222*9#

রবি নাম্বার চেক: *২#

রবি ইমারজেন্সি লোন: *123*007#

রবি আউটগোয়িং কল অন: *২১*০১৮#

রবি আউটগোয়িং কল অফ: ##২১#

রবি ইনকামিং কল অন: *৩৫*০০০০#

রবি ইনকামিং কল অফ: #৩৫*০০০০#

এয়ারটেল অপারেটর

এয়ারটেল ব্যালেন্স চেক: *৭৭৮#

এয়ারটেল ডাটা চেক: *৪#

এয়ারটেল মিনিট চেক: *৬৬৬#

এয়ারটেল নাম্বার চেক: *২#

এয়ারটেল ইমারজেন্সি লোন: *১৪১# *৮#

এয়ারটেল আউটগোয়িং কল অন: *২১*০১৬#

এয়ারটেল আউটগোয়িং কল অফ: #৩৩*০০০০#

এয়ারটেল ইনকামিং কল অন: #৩৫*০০০০#

এয়ারটেল ইনকামিং কল অফ: *৩৫*০০০০#

বাংলালিংক অপারেটর

বাংলালিংক ব্যালেন্স চেক: *১২৪#

বাংলালিংক ডাটা চেক: *১২১*১#

বাংলালিংক মিনিট চেক: *১২১*১০০#

বাংলালিংক নাম্বার চেক: *৫১১#

বাংলালিংক ইমারজেন্সি লোন: *৮৭৪#

বাংলালিংক আউটগোয়িং কল অন: *৩৩*০০০০#

বাংলালিংক আউটগোয়িং কল অফ:#৩৩*০০০০#

বাংলালিংক ইনকামিং কল অন: *২১*০১৯#

বাংলালিংক ইনকামিং কল অফ: ##২১#

গ্রামীণফোন অপারেটর

গ্রামীণফোন ব্যালেন্স চেক: *৫৬৬#

গ্রামীণফোন ডাটা চেক: *১২১*১*৪#

গ্রামীণফোন মিনিট চেক: *১২১*১*২#

গ্রামীণফোন নাম্বার চেক: *২#

গ্রামীণফোন ইমারজেন্সি লোন: *৯#

গ্রামীণফোন আউটগোয়িং কল অন: *৩৩*০০০০#

গ্রামীণফোন আউটগোয়িং কল অফ:#৩৩*০০০০#

গ্রামীণফোন ইনকামিং কল অন: *৩৫*০০০০#

গ্রামীণফোন ইনকামিং কল অফ: #৩৫*০০০০#

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *