সুইজারল্যান্ড সর্বনিম্ন বেতন কত এবং কোন কাজের চাহিদা বেশি
সুইজারল্যান্ড সর্বনিম্ন বেতন কত এবং কোন কাজের চাহিদা বেশি জানতে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ার অনুরোধ রইল। সুইজারল্যান্ড সুইস কনফেডারেশন ও পশ্চিম ইউরোপের একটি রাষ্ট্র। যদিও এটি ইউরোপীয় ইউনিয়নের অর্ন্তভূক্ত রাষ্ট্র নয়। সুইজারল্যান্ডের অন্যতম রাষ্ট্র জুরিখ ও জেনেভা এবং এর সরকারি মুদ্রার নাম সুইস ফ্রাঙ্ক।
সুইজারল্যান্ডে বর্তমানে ৪টিরও বেশি সরকারি ভাষা ব্যবহার হয়। যেমন: ফরাসি ভাষা, রোমান্স ভাষা, জার্মান ভাষা ও ইতালিয় ভাষা। আজকের পোস্টে সুইজারল্যান্ড সর্বনিম্ন বেতন কত এবং কোন কাজের চাহিদা বেশি এসম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
সুইজারল্যান্ড সর্বনিম্ন বেতন কত
সুইজারল্যান্ড ইউরোপের একটি দেশ হওয়ায় অনেক নিম্ন আয়ের দেশের মানুষ অধিক ইনকামের আশা সুইজারল্যান্ড যেতে চান। অনেকে জানতে চান সুইজারল্যান্ড সর্বনিম্ন বেতন কত এবং কোন কাজের চাহিদা বেশি। karpeo.ch এর তথ্য অনুযায়ী বিশ্বের সবচেয়ে বেশি পরিমানে পারিশ্রমিক প্রদানকারীর দেশগুলোর একটি সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডে একজন কর্মীর প্রতি ঘন্টায় সর্বনিম্ন বেতন ২৩ সুইস ফ্রাঙ্ক যা বাংলাদেশি মুদ্রায় ২৮৬৫ টাকা।
সুইজারল্যান্ড প্রতিদিনের সর্বনিম্ন বেতন কত
সাধারণত, ইউরোপ বা উন্নতশীল দেশগুলোতে একজন কর্মীকে দৈনিক ৮ ঘন্টা এবং সপ্তাহে ৫ দিন করে ডিউটি করতে হয়। সেই হিসেবে আপনি যদি সুইজারল্যান্ডে প্রতি ঘন্টায় ২৩ সুইস ফ্রাঙ্ক বা ২৮৬৫ টাকা বেতন পান, তাহলে ৮ ঘন্টায় আপনি বেতন পাবেন ২৩*৮=১৮৪ সুইস ফ্রাঙ্ক বা ২২,৯২৫ বাংলাদেশি টাকা।
সুইজারল্যান্ড মাসিক সর্বনিম্ন বেতন কত
এখন আসুন জেনেনি সুইজারল্যান্ড একজন কর্মীর মাসিক সর্বনিম্ন বেতন কত টাকা। আপনি যদি সুইজারল্যান্ডে একজন ফুল টাইম কর্মী হয়ে থাকেন এবং ডেলি ৮ ঘন্টা, সপ্তাহে ৫ দিন বা মাসে ২০ দিন নিয়মিত ডিউটি করে থাকেন, তাহলে আপনার মাসিক সর্বনিম্ন বেতন হবে ৩৭৮০ সুইস ফ্রাঙ্ক যা বাংলাদেশি টাকায় প্রায় ৪,৫৮,৫৬৬ টাকা। অর্থাৎ ৪ লক্ষ ৫৮ হাজার ৫ শত ৬৬ টাকা। তবে বলে রাখা ভালো এখান থেকে আপনি সব টাকা ভোগ করতে পারবেন না। কারণ সুইজারল্যান্ড সরকার আপনার ইনকাম থেকে মাসিক কয়েক % টাকা ট্যাক্স হিসেবে কেটে নেবে।
সুইজারল্যান্ড কোন কাজের চাহিদা বেশি
পৃথিবীর সব দেশেরই কোন না কোন কাজের চাহিদা বেশি হয়ে থাকে। ইউরোপের দেশ সুইজারল্যান্ডও তার ব্যতিক্রমী নয়। তবে সুইজারল্যান্ড অর্থনৈতিকভাবে একটি সমৃদ্ধ দেশ হওয়ায় এখানে সব কাজেরই মোটামুটি চাহিদা রয়েছে। তাই বাংলাদেশ, ইন্ডিয়া সহ অনেক দেশের মানুষ ভিবিন্ন কাজে সুইজারল্যান্ড যেতে চান। সুইজারল্যান্ডে যেসব কাজের সবচেয়ে বেশি চাহিদা রয়েছে সেগুলো হল:
- ইঞ্জিনিয়ার
- ড্রাইভার
- কনস্ট্রাকশন
- হোটেল বয়
- টেকনিশিয়ান
- শিক্ষক
- আইনজীবী
- ডাক্তার
- ফার্মাসিস্ট
- নার্স
- কৃষক ইত্যাদি।
উপরোক্ত পেশা গুলো ছাড়াও আপনি যেকোনো কাজে সুইজারল্যান্ড গেলে মোটামুটি একটি মানসম্মত অর্থ আয় করতে পারবেন। আশা করি আর্টিকেলটি পড়ে আপনি সুইজারল্যান্ড সর্বনিম্ন বেতন কত এবং কোন কাজের চাহিদা বেশি সেই সম্পর্কে জানতে পেরেছেন। এরকম বিভিন্ন রাষ্ট্রের সর্বনিম্ন বেতন, কাজের চাহিদা, মুদ্রার মান ও ভিসা সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।
আরো জানুনঃ
সুইজারল্যান্ড কাজের ভিসা বিস্তারিত।