হারানো জাতীয় পরিচয়পত্র (NID) উত্তোলন করার নিয়ম।
হারানো জাতীয় পরিচয়পত্র উত্তোলন করা নিয়ে চিন্তায় আছেন? আপনার NID কার্ড/ জাতীয় পরিচয়পত্র কি হারিয়ে গেছে? অথবা চুরিয়ে হয়ে গেছে? কিংবা নষ্ট হয়ে গেছে? তাহলে আজকের পোস্টটি আপনার জন্য। এই পোস্টে আমরা আলোচনা করব কিভাবে হারানো, চুরি হওয়া কিংবা নষ্ট হয়ে যাওয়া NID/জাতীয় পরিচয়পত্র অনলাইন থেকে উত্তোলন বা ডাউনলোড করতে পারবেন। তো চলুন শুরু করি।
হারানো জাতীয় পরিচয়পত্র উত্তোলন করার পদ্ধতি
আপনার জাতীয় পরিচয়পত্রটি যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায়। তাহলে সবার প্রথমে যেই কাজটি করবেন তাহলো: নিকটস্থ্য থানায় হারানো বা চুরি হয়ে যাওয়া জাতীয় পরিচয়পত্রের তথ্য দিয়ে একটি জিডি দাখিল করা। তবে থানায় যাওয়া ছাড়াও অনলাইন থেকেও জিডি করতে পারবেন। আবেদন শেষে আবেদনের কপিটি স্ক্যান করে যেই ডিভাইস থেকে জাতীয় পরিচয়পত্র উত্তোলনের আবেদন করবেন। সেই ডিভাইসে সংরক্ষণ করুন।
হারানো জাতীয় পরিচয়পত্র ফি পরিশোধ করার নিয়ম
অনলাইন থেকে হারানো জাতীয় পরিচয়পত্রের কপি ডাউনলোড করতে বা উত্তোলন করতে প্রথমে আপনাকে NID/জাতীয় পরিচয়পত্র রিইস্যু বা সংশোধন ফি ৩৪৫ টাকা পরিশোধ করতে হবে। আপনি যেকোন মোবাইল ব্যাংকিং ব্যবহার করে বিল পরিশোধ করতে পারবেন।
বিকাশ থেকে বিল পরিশোধ করতে প্রথমে বিকাশ অ্যাপে লগইন করুন। তারপর Pay bill থেকে NID service অপশনে ক্লিক করে, আপনার NID নম্বর ও আবেদনের ধরন Duplicate Urgent সিলেক্ট করে, বিকাশ পিন দিয়ে বিল পরিশোধ করুন। ডাউনলোডে ক্লিক করে বিলের স্লিপ বা রশিদটি ডাউনলোড করে নিন। বিল পরিশোধের পরের স্টেপ গুলো ফলো করুন।
হারানো জাতীয় পরিচয়পত্র উত্তোলনের নিয়ম
হারানো জাতীয় পরিচয়পত্র ডাউনলোড বা উত্তোলন করতে যেকোন ব্রাউজার থেকে সার্চ করুন services.nidw.gov.bd. প্রথম ওয়েবসাইটিতে আসার পরে যদি আপনার NID কার্ডের পূর্বের কোন একাউন্ট রেজিস্ট্রার করা না থাকে, তাহলে রেজিস্ট্রার অপশনে ক্লিক করে রেজিস্ট্রার করে নিন। আর যদি ইতিমধ্যে একাউন্ট করা থাকে তাহলে লগইন করে নিন।
লগইন করার সাথে সাথে আপনি আপনার প্রোফাইল অর্থাৎ NID/জাতীয় পরিচয়পত্র সম্পর্কিত তথ্য যেমন: ছবি, নাম, ঠিকানা ইত্যাদি শুরুতে দেখতে পাবেন। এখন এই ইন্টারপেইজে আপনি ‘রিইস্যু‘ একটা অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন। এখন রিইস্যু অপশনে আসার পর ডান পাশের ওপরের দিক থেকে ‘এডিট‘ অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে ফি প্রদান সম্পর্কিত কিছু তথ্য দেখাবে। যেহেতু আমরা ইতিপূর্বে পে করে দিয়েছি তাই আমরা এগুলো স্কিপ করে ‘বহাল‘ অপশনে ক্লিক করবো।
বহাল অপশনে ক্লিক করার পর আপনি নতুন একটি পেইজ পাবেন। এখন পুনমুর্দ্রনের কারণ হিসেবে আপনার তথ্যটি সিলেক্ট করুন। সুধু মাত্র ঠিকানা পরিবর্তন ছাড়া NID হারিয়ে গেলে, চুরি হয়ে গেলে কিংবা নষ্ট হয়ে গেলে, অবশ্যই জিডি কপি প্রয়োজন হবে। যেটা আমরা শুরুতেই সম্পন্ন করেছি।
পুনমুর্দ্রণের কারণ সিলেক্ট করার পর, থানার নাম, জিডি নম্বর, পুলিশ অফিসারের নাম ইত্যাদি তথ্য দিয়ে পরবর্তী বাটনে ক্লিক করুন।
*২য় ধাপে: এই ধাপে আবেদনের ধরন রিইস্যু এবং বিতরনের ধরন Urgent সিলেক্ট করুন। যদি আপনার স্মার্ট কার্ড থাকে তাহলে Urgent Smart Card সিলেক্ট করে পরবর্তী বাটনে ক্লিক করুন।
*৩য় ধাপ: এই ধাপে আপনাকে আপনার জিডির কপি আপলোড করতে হবে। জিডির কপি আপলোড করতে প্রথমে ADMIT CARD অপশনে ক্লিক করে GD নির্বাচন করুন এবং ‘আপলোড‘ বাটনে ক্লিক করে জিডির কপিটি আপলোড করুন। জিডি কপি আপলোড হলে পরবর্তী বাটনে ক্লিক করুন।
*৪র্থ ধাপ: এটি হলো হারানো জাতীয় পরিচয়পত্র উত্তোলন এর চুড়ান্ত ধাপ। এই ধাপে আপনি যেই ডকুমেন্টটি আপলোড করেছেন সেটি দেখতে পাবেন। ডকুমেন্ট দেখে সাবমিট বাটনে ক্লিক করে আবেদন নিশ্চিত করুন। আবেদন নিশ্চিত হলে আপনাকে হোম পেইজে ফিরিয়ে আনা হবে। এখন আবারও ‘রিইস্যু‘ বাটনে ক্লিক করুন। তাহলে আপনার একটি আবেদন পেন্ডিং আছে সেটি দেখাবে। এবং ওপরে ডাউনলোড বাটন দেখতে পাবেন। ডাউনলোড বাটনে ক্লিক করে আপনার আবেদনের কপিটি ডাউনলোড করে সংরক্ষণ করুন।
এখন ১০ থেকে ১৫ দিন অপেক্ষা করুন। আশা করা যায় এই সময়ের ভিতরে আপনার আবেদনটি অনুমোদন পেয়ে যাবে। আবেদনটি অনুমোদন হলে আপনার ফোনে একটি SMS চলে যাবে। যদি SMS না আসে তাহলে এই ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেইজ থেকে আপনার আবেদনের অবস্থা যাচাই করতে পারবেন।
রিইস্যু অপশন থেকে ডাউনলোড বাটনে ক্লিক করার পরে যদি দেখেন আপনার আবেদনটি অনুমোদন হয়েছে, তাহলে আপনি সেখানে একটি NID PDF ফাইল দেখতে পাবেন। PDF কপি ডাউনলোড করে লেমিনেটিং করে ব্যবহার করতে পারবেন।
শেষ কথাঃ
হারানো জাতীয় পরিচয়পত্র এর আবেদন করার পর আপনি সরাসরি নির্বাচন কমিশন থেকে কোন কপি সাথে সাথে হাতে পাবেন না। কিন্তু যখন স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে তখন আপনি আপনার স্মার্টকার্ডটি হাতে পেয়ে যাবেন। আশা করছি আজকের আর্টিকেলটি পড়ে আপনি বুঝতে পেরেছেন কি করে হারানো জাতীয় পরিচয়পত্র উত্তোলন কিংবা নষ্ট হয়ে যাওয়া জাতীয় পরিচয়পত্র উত্তোলন বা ডাউনলোড করতে পারবেন।
বিস্তারিত তথ্য পেতে পড়ুনঃ
অনলাইনে জাতীয় পরিচয়পত্র (NID) ডাউনলোডের উপায়
16445 পাসপোর্ট চেক করুন ১ মিনিটে।
রবি মিনিট চেক ও ইন্টারনেট অফার ফ্রি