অনলাইন শিক্ষক বদলি (প্রাথমিক শিক্ষক) আবেদন করার নিয়ম।

শেয়ার করুন

অনলাইন শিক্ষক বদলি আবেদন সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। ২০২৪ সালে অনলাইন শিক্ষক বদলি কার্যক্রম শুরু হয়েছে। আপনার চাইলে খুব সহজে অনলাইনে মাধ্যমে IPEMIS ওয়েবসাইটে প্রবেশ করে শিক্ষক বদলি আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন? কি কি প্রসেস অনুসরণ করতে হবে? এসব বিষয়ে আলোচনা করা হবে আজকের পোস্টে। তাই ধৈর্য ধরে সম্পূর্ণ পোস্ট পড়ার অনুরোধ রইল।

অনলাইন শিক্ষক বদলি আবেদন করার নিয়ম

অনলাইন শিক্ষক বদলি আবেদন করার জন্য প্রথমে আপনার ফোন অথবা কম্পিউটারের ডাটা কানেকশন চালু করুন। তারপর যেকোনো ব্রাউজার এর এড্রেস বারে IPEMIS লিখে সার্চ করুন এবং সার্চ রেজাল্টে আসা প্রথম ওয়েবসাইটে প্রবেশ করুন। অথবা সরাসরি এখানে ক্লিক করেও আপনি আইপিইএমআইএস ওয়েবসাইটের প্রবেশ করতে পারেন।

ওয়েবসাইটে প্রবেশের পর আপনার IPEMIS রেজিস্টার মোবাইল নাম্বার/ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। তাহলে শুরুতেই আপনি ‘অন্তঃ উপজেলার বা থানা শিক্ষক বদলি কার্যক্রম শুরু হয়েছে’ এ বিষয়ক একটি নোটিফিকেশন দেখতে পাবেন। এখন আপনার শিক্ষক বদলি আবেদন করার জন্য উপরের থ্রি ডট বাটন থেকে ‘বদলির আবেদন’ অপশন ক্লিক করুন। তারপর আবারও বদলির আবেদন অপশনে ক্লিক করুন।

অনলাইন শিক্ষক বদলি

আপনার সামনে নতুন একটি পেইজ ওপেন হবে। এখন নিচে ‘বদলি আবেদনের জন্য নিম্নের বিদ্যালয় তালিকা হতে কমপক্ষে একটি বিদ্যালয় পছন্দ করতে হবে’ লেখাটি দেখতে পাবেন। অর্থাৎ আপনি তিনটি বিদ্যালয় আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আপনি একটি বিদ্যালয় আবেদন সাবমিট করতে পারবেন।

অর্থাৎ আপনি একটি বিদ্যালয় চয়েস করতে পারবেন। দুইটা অথবা তিনটা বিদ্যালয় চয়েস করতে পারবেন। তবে তিনের অধিক বিদ্যালয়ে আপনি চয়েস করতে পারবেন না। এখন নিচে অনেকগুলো শর্তবলী দেখতে পারবেন। এখানে আপনি যদি কোন নির্ধারিত বিদ্যালয় সম্পর্কে জানেন তাহলে নিচের তথ্য গুলো পূরণ পূর্বক নির্দিষ্ট বিদ্যালয়টি সার্চ করতে পারবেন। যেমন:

  • বিভাগ
  • জেলা
  • উপজেলা/থানা
  • ক্লাস্টার
  • ইউনিয়ন/ওয়ার্ড
  • বিদ্যালয়ের নাম ও
  • বিদ্যালয়ের কোর্ড ইত্যাদি।

অনলাইন শিক্ষক বদলি এর জন্য উপরে উল্লেখিত অপশন গুলো সঠিকভাবে পূরণ করে ‘ফিল্টার করুন’ অপশনে ক্লিক করে বের করতে পারবেন। এছাড়াও যেসব বিদ্যালয় শূণ্যপদ রয়েছে সেগুলো দেখতে পারবেন। এখান থেকে আপনাকে বিদ্যালয় যোগ করতে হবে। এখানে আপনি আপনার পছন্দ অনুযায়ী বিদ্যালয় যোগ করুন। তারপরে নিচে থেকে ‘সেভ করে এগিয়ে যান’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনার সিলেক্ট করা বিদ্যালয়গুলোর নাম এবং তথ্য দেখতে পারবেন।

অনলাইন শিক্ষক বদলি (প্রাথমিক শিক্ষক)

আপনি চাইলে আপনার পছন্দকৃত বিদ্যালয় গুলোকে ফিল্টার করে আগে পরে করতে পারবেন। বিদ্যালয় গুলোকে উপর নিচ করার জন্য এরো আইকন (🔻🔺) গুলোতে ক্লিক করুন এবং আপনার পছন্দ অনুযায়ী সাজিয়ে নিন।

শিক্ষক বদলির কারণ নির্বাচন

এখন নিচে’ বদলির জন্য কারণ নির্বাচন করুন’ অপশন দেখতে পাবেন এবং সেখানে বদলির তিনটি কারণ পেয়ে যাবেন। যেমন:

  • স্থায়ী ঠিকানা হতে কর্মরত বিদ্যালয়ের দূরত্ব।
  • স্বামী/স্ত্রীর মৃত্যু/বিবাহ বিচ্ছেদ।
  • প্রতিবন্ধিতা।

এখানে আপনাকে বদলের জন্য কারণ নির্বাচন করতে হবে। আপনি যে কারনে স্কুল বদল করতে চান তার পাশে থাকা ‘নির্বাচন করুন’ অপশনে ক্লিক করুন। তারপর সেখানে থাকা তথ্য গুলো সঠিকভাবে পূরণ করুন। যেমন: আপনি যদি ‘স্থায়ী ঠিকানা হতে কর্মরত বিদ্যালয়ের দূরত্ব’ এর জন্য বিদ্যালয় বদল করতে চান তাহলে তার পাথে থাকা নির্বাচন করুন অপশন সিলেক্ট করুন। তাহলে দুটি অপশন দেখতে পাবেন। যেমন:

  • ফাইলে ধরুন এবং
  • সংযুক্তি/তথ্য।

উপরে উল্লেখিত অপশন গুলো সঠিক তথ্য প্রদান করুন। কিন্তু আপনি যদি ‘স্বামী/স্ত্রীর মৃত্যু/বিবাহ বিচ্ছেদ’ এর জন্য বিদ্যালয় বদল করতে চান তাহলে একইভাবে তার পাশে থাকা ‘নির্বাচন করুন’ অপশনে ক্লিক করুন। তাহলে দুটি অপশন দেখতে পাবেন। যেমন:

  • ফাইলে ধরুন এবং
  • সংযুক্তি/তথ্য।

এখন আপনি উপর অপশন গুলো সঠিকভাবে পূরণ করুন। আর যারা ‘প্রতিবন্ধীতা’ কারণে বিদ্যালয় পরিবর্তন করতে চান। তারা তার পাশে থাকা ‘নির্বাচন করুন’ অপশনে ক্লিক করুন। তাহলে আবারও আগের দুটি অপশন দেখতে পাবেন। যেমন: ফাইলে ধরন এবং সংযুক্তি/তথ্য। তথ্য গুলো সঠিকভাবে পূরণ করুন। আপনি যদি সুধু মাত্র একটি বদলির কারণ উল্লেখ করতে চান, একটি তথ্য পূরণ করে অন্য দুটি ‘বাতিল করুন’ অপশনে ক্লিক করে বাতিল করে দিন।

তারপর ‘আমি স্বীকার করছি যে’ বক্সে টিক মার্ক দিয়ে নিচে থেকে ‘সেভ করে এগিয়ে যান’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনার তথ্যটি সেভ হবে এবং আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে।

শিক্ষক বদলি আবেদন ডাউনলোড

অনলাইন শিক্ষক বদলি এর পরবর্তী ধাপে আসার পর আপনার সামনে আপনার আবেদনের কপিটি দেখাবে। এখন আবেদন কপিটি ডাউনলোড করার জন্য উপর থেকে ‘ডাউনলোড’ বাটনে ক্লিক করুন। তাহলে আবেদন কপিটি আপনার ডিভাইসে ডাউনলোড হয়ে যাবে। এখন নিচে থেকে সাবমিট বাটনে ক্লিক করুন। তাহলে আপনার ফোনে একটি OTP কোড যাবে। সেটি দিয়ে আবেদনটি সম্পূর্ণভাবে সাবমিট করে দিন।

অনলাইন শিক্ষক বদলি প্রাথমিক শিক্ষক

আবেদনটি সাবমিট হয়ে গেলে পরবর্তীতে আপনি চাইলে আবারও থ্রি ডট অপশনে ক্লিক করে বদলির আবেদন,অপেক্ষমান তালিকা, বদলির আদেশ সহ ইত্যাদি তথ্য দেখতে পাবেন।

অনলাইন শিক্ষক বদলি লিংক

অনলাইন শিক্ষক বদলির লিংক অনেকে খুঁজে পান না অর্থাৎ কোন লিংক এ যেয়ে অনলাই শিক্ষক বদলির আবেদন করতে হবে। তাদের সুবিধার জন্য লিংকটি নীচে দেয়া হল। আপনি চাইলে লিংকে ক্লিক করে আইডিও পাসোয়ার্ড দিয়ে লগইন করে শিক্ষক বদলির আবেদন করার পেজে যেতে পারবেন।

অনলাইন শিক্ষক বদলি আবেদন লিংক- এখানে ক্লিক করুন

আশাকরি, আর্টিকেলটি পড়ে আপনি অনলাইন শিক্ষক বদলি আবেদন সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। এরকম আরোও গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে। ধন্যবাদ!

আরো জানুনঃ

PEMIS এ শিক্ষক তথ্য অপডেট করার সহজ নিয়ম। 

প্রাথমিক ইউনিক আইডিতে শিক্ষকের স্বাক্ষর প্রদানের সহজ নিয়ম।

 

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *