অনলাইনে প্রাথমিক বিদ্যালয়ের পরিদর্শন রিপোর্ট দেখার নিয়ম।
অনলাইনে প্রাথমিক বিদ্যালয়ের পরিদর্শন রিপোর্ট দেখা এখন খুবই সহজ। প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষ অনলাইনে ভিজিট করে থাকেন। আপনার বিদ্যালয়ে পরিদর্শন শেষে উর্ধ্বতন কর্তৃপক্ষ অনলাইনে যে রিপোর্ট দিয়ে গেলেন সেই রিপোর্টটি দেখা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ।
আজ আমি দেখাবো আপনার হাতে থাকা স্মার্ট মোবাইল অথবা স্কুলের ল্যাপটপ দিয়ে কিভাবে আপনি সেই অনলাইন ভিজিটের রিপোর্ট দেখতে পাবেন।
প্রাথমিক বিদ্যালয়ের পরিদর্শন রিপোর্ট দেখার নিয়ম:
- আপনার মোবাইলে অথবা ল্যাপটপে প্রথম ইন্টারনেট সংযোগ দিন।
- গুগল ক্রোমো ব্রাউজারের এড্রেস বারে ipemis.dpe.gov.bd এই ঠিকানাটা লিখে এন্টার বাটনে চাপ দিন। এবার সাইন ইন এ ক্লিক করুন।
- সাইন ইন পেজ ওপেন হলে ইমেইল/ মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড লিখে সাইন ইন বাটনে ক্লিক করুন।
- সাইন ইন করার পর বাম পাশের ড্যাশবোর্ডের সর্ব নিচে পরিদর্শন রিপোর্টের তালিকায় ক্লিক করুন।
- নিচের পেজটি দেখতে পাবেন ।
হ্যাঁ এই পেজে আপনি দেখতে পাবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিগত বিভিন্ন সময়ের পরিদর্শন অনলাইন রিপোর্ট।
এবার আপনি যে তারিখের রিপোর্টটি দেখতে চান তার ডান পাশে থাকা ম্যানেজ অপশনে ক্লিক করে ড্রপ ডাউন থেকে রিপোর্ট দেখুন অপশনটি সিলেক্ট করুন।
নিচের পেজটি দেখতে পাবেন।
পরিদর্শন রিপোর্টে আপনি যে তথ্যগুলো দেখতে পাবেন সেগুলো নিম্নরূপঃ
- পরিদর্শনকারীর তথ্য।
- বিদ্যালয়ের তথ্য ।
- শিক্ষক-শিক্ষিকার তথ্য।
- বিবিধ বিষয়ক তথ্য।
- ভর্তিকৃত শিক্ষার্থী তথ্য।
- উপস্থিত শিক্ষার্থী তথ্য।
- হোম ভিজিট তথ্য।
- শ্রেণী কার্যক্রম পর্যবেক্ষণ।
- পাঠের মান উন্নয়নে পর্যবেক্ষকের পরামর্শ।
- সমাপনী পরীক্ষার সংক্রান্ত তথ্য।
- বার্ষিক সার্বিক পরিকল্পনা।
- SLIP বিষয়ক তথ্য।
- এসএমসি/ পিটিএ কার্যক্রমের বিষয়ে মন্তব্য।
- সহপাঠ কার্যক্রম।
- অভিভাবক/ মা সমাবেশ অনুষ্ঠান সম্পর্কিত তথ্য।
- উন্নয়নমূলক কাজের মান সম্পর্কিত মন্তব্য।
- সার্বিক মন্তব্য ও পরামর্শ।
- সার্বিক মূল্যায়নে বিদ্যালয়ের মান। ইত্যাদি।
শেষ কথাঃ
উর্ধ্বতন কর্তৃপক্ষ যেহেতু প্রতিটি বিদ্যালয় অনলাইনে পরিদর্শন করেন তাই সেই রিপোর্টটি দেখা প্রত্যেক শিক্ষকের অবশ্যই কর্তব্য। উর্ধ্বতন কর্তৃপক্ষ বিদ্যালয়ের সকল তথ্য যাচাই-বাছাই তথা উপরের তথ্যগুলোর আলোকে বিদ্যালয়ের সার্বিক অবস্থা সম্পর্কে মন্তব্য করেন।
কোন বিষয়ে ঘাটতে থাকলে সেটা উত্তরণের জন্য তিনি পরামর্শ প্রদান করে থাকেন। কর্তৃপক্ষের পরিদর্শন করার পর অনলাইনে পরিদর্শন রিপোর্টটা দেখে ভুল ত্রুটি সংশোধন করা সহজ হয়। সুতরাং উপরে উল্লেখিত নিয়ম অনুসরণ করে আপনি খুব সহজে আপনার স্কুলের অনলাইন পরিদর্শন রিপোর্টটি দেখে নিতে পারেন। ধন্যবাদ।
আরো দেখুনঃ
PEMIS এ শিক্ষার্থীর তথ্য আপডেট করার সহজ নিয়ম।
জিপিএফ ব্যালেন্স চেক খুব সহজে।