বাহরাইন ভিসা চেক করার নিয়ম ২০২৪
বাহরাইন ভিসা চেক করার নিয়ম, কিভাবে বাহরাইন Visa check করবো এ বিষয়ে জানতে চান অনেকে। তাই আজকের পোস্টে আলোচনা করবো কিভাবে মোবাইল ফোন ব্যবহার করে বাহরাইন ভিসা চেক করবেন।
বাহরাইন ভিসা চেক করার নিয়ম
এখন থেকে যেকেউ চাইলে খুব সহজে অনলাইনের মাধ্যমে বাহরাইন ভিসা চেক করতে পারবেন। বাহরাইন ভিসা চেক করার জন্য যেকোন ব্রাউজার থেকে চলে আসুন এই ঠিকানায়: lmra.gov.bh/en/home অথবা এখানে ক্লিক করুন। তারপর একটু নিচে স্ক্রোল করে Expatriate Employee অপশন থেকে Registered Worker Eligibility থেকে আপনার ভিসা চেক করতে পারবেন।
বাহরাইন ভিসা চেক করার সম্পূর্ণ প্রসেস
আপনার ভিসা কি অর্জিনাল নাকি ফেক? অথবা আপনি যদি ইতিমধ্যে বাহরাইন প্রবাসী হয়ে থাকেন এবং আপনার ভিসা Renew করা হয় বা রিনিউ জন্য আবেদন করে থাকেন, তাহলে কিভাবে আপনার ভিসা চেক করবেন। অথবা আপনার মালিক যেদেশের হোকনা কেনো বাংলাদেশ, ইন্ডিয়ান, পাকিস্তানি অথবা আরবি সে আপনার ভিসা রিনিউ করেছে কিনা বা কত দিনের জন্য রিনিউ করেছে। আপনি চাইলে মোবাইল ফোন দিয়ে খুব সহজে আপনার মালিকের নাম সহ এসব বিষয়ে জানতে পারবেন।
মোবাইলে বাহরাইন ভিসা চেক করার জন্য আপনার CPR নাম্বার প্রয়োজন হবে তাহলে আপনি এসব বিষয়ে জানতে পারবেন। অথবা আপনি যদি নতুন করে বাহরাইন যেতে চান তাহলে Identity number/Passport number দিয়ে আপনার ভিসা চেক করতে পারবেন।
অনলাইনে বাহরাইন ভিসা চেক করার জন্য যেকোন ব্রাউজারের সার্চবারে Imra bh লিখে সার্চ করুন। তারপর সার্চ রেজাল্টে আসা প্রথমে ওয়েবসাইটে প্রবেশ করুন। আপনি সরাসরি বাহরাইন ভিসা চেক করার অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন।
এখানে প্রবেশের পর বিভিন্ন সময় বিভিন্ন নোটিশ বা বিজ্ঞপ্তি দেখাতে পারে। আপনি চাইলে সেগুলো পড়তে পারেন অথবা Cancel করে দিতে পারেন। এখন একটু নিচে স্ক্রোল করে Expatriate Employee অপশন থেকে Registered Worker
Eligibility অপশনে ক্লিক করুন। তাহলে ভিসা চেক অপশন পেয়ে যাবেন। এখন আপনি এখানে আপনার ভিসা চেক করার জন্য বেশ কিছু অপশন পেয়ে যাবেন। যেমন:
- Identity Card
- Work Permit
- Application ID ও
- Passport
আপনি যেকোন একটি ব্যবহার করে ভিসা চেক করতে পারবেন। উদাহরণস্বরূপ, আপনি Identity Card দিয়ে আপনার ভিসা চেক করতে চান। তাহলে Identity Card সিলেক্ট করে Personal Number অপশনে আপনার Identity number টি দিয়ে দিন এবং নিচে থেকে I’m not a robot ক্যাপচাটি পূরণ করে Search অপশনে ক্লিক করুন। আপনার ভিসার সর্বশেষ Status দেখতে পাবেন। অর্থাৎ আপনার ভিসা আছে কিনা বা Renew করা থাকলে তা কত দিনের মেয়াদ আছে ইত্যাদি।
এছাড়াও নিচে আপনি আরোও অনেক গুলো অপশন পেয়ে যাবেন। সেখানে ক্লিক করে আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে আপনার ভিসা সম্পর্কে আরোও তথ্য জানতে পারবেন।
উপরোক্ত নিয়ম গুলো পড়ে আপনি খুব সহজে হাতে থাকা মোবাইল ফোন দিয়ে অনলাইনের মাধ্যমে বাহরাইন ভিসা চেক করতে পারবেন। এরকম আরোও গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।
আরো জানুনঃ
ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম ও বিস্তারিত তথ্য।
সৌদি ভিসা চেক করার তিনটি সহজ নিয়ম।