মোবাইলে এড বন্ধ করার উপায় ২০২৪

শেয়ার করুন

মোবাইলে এড বন্ধ করার উপায়, মোবাইলে আসা বিরক্তকর এড গুলো কিভাবে বন্ধ করবেন জনতে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন। আমাদের মধ্যে অনেক Android ফোন ব্যবহারকারী রয়েছেন যারা বিরক্তকর Pop-up এডস সমস্যায় ভুগে থাকেন। তাই আজকের পোস্টে মোবাইলে এড বন্ধ করার উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।

মোবাইলে এড বন্ধ করার উপায়

মোবাইলে এড বন্ধ করার জন্য প্রথমে জানতে হবে আপনার ফোনে যে এডগুলো আসছে সেগুলো কোথায় থেকে আসছে। এ বিষয়ে জানা থাকলে আপনি খুব সহজে এই সমস্যা থেকে পরিত্রাণ পাবেন। এড কোথায় থেকে আসছে এটি জানার জন্য যখন আপনার ফোনে এড আসবে তখন ফোনের রিসেন্ড অপশনে ক্লিক করুন। তাহলে আপনি রিসেন্ড ট্যাবের উপরে ঐ অ্যাপের নাম দেখতে পাবেন।

মোবাইলে এড বন্ধ করার উপায় 1

যদি ঐ অ্যাপটি খুঁজে পান এবং সেটি অপ্রয়োজনীয় মনে হয় তাহলে Uninstall করে দিন তাহলে মোবাইলে এড বন্ধ আসা বন্ধ হয়ে যাবে। কিন্তু যদি অ্যাপটি প্রয়োজনীয় মনে হয় তাহলে সেটি সম্পূর্ণ আনইন্সটল না করে তার স্টোরিজ একবার পরিস্কার করে নিতে পারেন। এতে এড আসা বন্ধ হয়ে যাবে। স্টোরিজ পরিস্কার করার জন্য যে অ্যাপ থেকে এড আসে সেটিকে ট্যাপ করে কয়েক সেকেন্ড ধরে রাখুন। দেখবেন ঐ অ্যাপের উপরে একটি (i) বাটন আসবে বা App Info লেখা আসবে। এখন (i) বাটনে ক্লিক করে ভিতরে চলে আসুন।

মোবাইলে এড বন্ধ করার উপায়

ভিতরে আসার পর একটু নিচে স্ক্রোল করুন। Storage & cache অপশন পেয়ে যাবেন। সেটিতে ক্লিক করে ভিতরে চলে আসুন। ভিতরে আসার পর CLEAR STORAGE ও CLEAR CACHE দুটি অপশন দেখতে পাবেন। এখন দুটি অপশনে ক্লিক করে Ok করে দিন। অ্যাপটির সব ডাটা মুছে যাবে এবং মোবাইলে এড আসা বন্ধ হয়ে যাবে।

কিন্তু যদি রিসেন্ড ট্যাবে কোন অ্যাপ লোগো বা নাম না আসে সেক্ষেত্রে ফোনে ৩/৪ টি সেটিং করুন। তাহলে এ সমস্যা থেকে পরিত্রাণ পাবেন।

#সেটিং ০১- মোবাইলে এড বন্ধ করার উপায়

মোবাইলে বিরক্তিকর এড আসা বন্ধ করার জন্য প্রথমে ফোনের সেটিং অপশনে চলে আসুন। তারপর একটু নিচে স্ক্রোল করে Google service অপশন খুঁজে নিন এবং সেখানে ক্লিক করুন। Google এ চলে আসুন। নিচে Ads অপশন পেয়ে যাবেন।

মোবাইলে এড বন্ধ করার উপায়

এখন Ads এ ক্লিক করুন। আরোও কয়েকটি অপশন পাবেন। সেখান থেকে প্রথমে Reset advertising ID তে ক্লিক করে Confirm করে দিন। এবার Delete advertising ID তে ক্লিক করে ভিতরে চলে আসুন। আবারও নিচে থেকে Delete advertising ID তে ক্লিক করুন। তাহলে আপনার প্রথম সেটিংটি Complete হয়ে যাবে।

#সেটিং ০২- মোবাইলে এড বন্ধ করার উপায়

মোবাইলে এড বন্ধ করার ২য় উপায়ঃ প্রথমে ফোনের গুগল ক্রোম অ্যাপটি Open করুন। তারপর 3 dot অপশনে ক্লিক করুন। এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এখন নিচের দিকে স্ক্রোল করে Setting অপশনে ক্লিক করুন। তারপর Site setting এ ক্লিক করুন। এখন একটু নিচে স্ক্রোল করে Third party-cookies অপশনে ক্লিক করুন। এবার ৩ নম্বর অপশন Block third party-cookies অপশনে ক্লিক করুন।

তারপর একবার ব্যাকে চলুন আসুন। তাহলে Pop-ups and redirect অপশন পেয়ে যাবেন। সেখানে ক্লিক করে Pop-ups and redirect অন করে দিন। আবারও ব্যাকে চলে আসুন এবং উপর থেকে All sites এ ক্লিক করুন। আপনার ব্রাউজ করা সাইট গুলোর একটি তালিকা দেখতে পাবেন। এখন সবগুলো লিংকে ক্লিক করে ভিতরে এসে Clear and reset অপশনে ক্লিক করে লিংক গুলো ডিলেট করে দিন।

#সেটিং ০৩- মোবাইলে এড বন্ধ করার উপায়

এবার যে তৃতীয় নম্বর সেটিং করতে হবে তাহলো ফোনের Unknown অ্যাপ গুলোকে খুঁজে বের করা। সেটি হতে পারে Pixart, Pixelab, Tiktok, Telegram ইত্যাদি। মোট কথা ফোনের সাথে ডিফল্টভাবে থাকা অ্যাপ গুলো ব্যতীত অন্য সকল অ্যাপ Unknown অ্যাপের আওতায় পড়ে।

এখন আপনার যে অ্যাপকে সন্দেহ লাগে সেটিকে Uninstall করে দিন অথবা অ্যাপ গুলোর Storage ডিলেট করে অ্যাপ গুলোকে প্লেস্টোর থেকে আপডেট করে নিন। প্রতিটি অ্যাপ আনইন্সটল করে আবার ইন্সটল করার পর কমপক্ষে ১/২ ঘন্টা অপেক্ষা করে দেখুন। পূর্বের মতো এডস শো করছে কিনা। যদি না করে বুঝতে হবে সেই অ্যাপটি সমস্যা করছে না। কিন্তু যদি কোন একটি অ্যাপ ইন্সটল করার পর এড আসে তাহলে সুধু সেটি Uninstall করে রাখুন এবং বাকি সব ইন্সটল করে নিন।

#সেটিং ০৪- মোবাইলে এড বন্ধ করার উপায়

Factory reset করা। আপনি যদি উপরের সব গুলো পদক্ষেপ গ্রহণের পরেও আপনার মোবাইলে এড আসা বন্ধ না হয়, তাহলে আপনি Factory reset করুন। কারণ এটি এক মাত্র সর্বশেষ উপায় আপনার ফোনের Unwanted এড আসা বন্ধ করার।

সর্বশেষ কথা: যদি সম্ভব হয় তাহলে আপনার ফোনকে প্রতি মাসে ১ বার অথবা ২/৩ মাস পরপর একবার করে হ্যান্ড প্লাস/Factory data reset করে নিন। এমনটি পরামর্শ দেন মোবাইল কম্পানি গুলো। এছাড়াও যেসব অ্যাপে সপ্তাহে বা মাসে এক দুইবার ব্যবহার করেন সেগুলো Uninstall করে রাখুন। প্রয়োজন হলে ইন্সটল করে আবারও আন ইন্সটল করে দিন। এতে ফোনেন স্পিড ভালো থাকবে ফোন হ্যাংগ বা ল্যাক করবে না। তবে রিসেট দেয়ার আগে FRP Lock/ Google Lock/Gmail Lock বন্ধ করে নেবেন।

আশাকরি, আর্টিকেলটি পড়ে আপনি আপনার মোবাইলে এড বন্ধ করার উপায় গুলো সম্পর্কে জানতে পেরেছেন এরকম আরোও গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।

আরো জানুনঃ

মোবাইলে চার্জ দেওয়ার নিয়ম জেনে নিন।

অতিরিক্ত মোবাইল ব্যবহারের ক্ষতিকর দিক জেনে নিন।

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *