16445 পাসপোর্ট চেক ১ মিনিটে।

শেয়ার করুন

16445 পাসপোর্ট চেক: আমরা যারা বিভিন্ন প্রয়োজনে যেমন, চাকরি, ব্যবসা, পড়াশোনা, চিকিৎসা কিংবা ইনকামের উদ্দেশ্যে বিদেশে যেতে চাই সে ক্ষেত্রে প্রথমে প্রয়োজন হবে একটি ই-পাসপোর্ট। পাসপোর্ট আবেদন ফর্ম জমা ও ছবি উঠানোর পর পাসপোর্ট অফিস থেকে একটি ডেলিভারি স্লিপ আপনাকে দিয়ে দিবে। এই স্লিপ এর নাম্বার দিয়ে আপনি খুব সহজে আপনার ই-পাসপোর্ট এর বর্তমান অবস্থা সম্পর্কে জানতে পারেন।

শুধুমাত্র আপনার মোবাইল থেকে 16445 এই নাম্বারে একটি মেসেজ দিয়ে আপনি খুব সহজেই আপনার পাসপোর্ট এর স্ট্যাটাস দেখতে পাবেন। চলুন দেখে নেয়া যাক কিভাবে আপনি বাটন মোবাইল অথবা স্মার্ট মোবাইল দিয়ে মাত্র ১ মিনিটে একটি এসএমএস এর মাধ্যমে ই-পাসপোর্ট এর বর্তমান অবস্থা জানতে পারবেন।

আমার এই ওয়েবসাইটে দালাল ছাড়া ই-পাসপোর্টের ভুল সংশোধনMRP থেকে ই-পাসপোর্ট নবায়ন সম্পর্কে লিখেছি। আপনি চাইলে পস্টগুলো পড়ে নিতে পারেন।

16445 পাসপোর্ট চেক করার নিয়ম:

16445 পাসপোর্ট চেক করা সবচেয়ে যুক্তিযুক্ত। কেননা পাসপোর্ট অফিসের সার্ভার আপডেটের সময় অথবা কোন সমস্যা থাকলে সেক্ষেত্রে আপনার পাসপোর্টের অবস্থার তথ্য ভুল আসতে পারে। কিন্তু আপনি যদি এসএমএস এর মাধ্যমে পাসপোর্ট স্ট্যাটাস চেক করেন তাহলে সঠিক তথ্য আপনি পেয়ে যাবেন।

ডেলিভারি স্লিপ এর যে নাম্বারটি দিবেন সেটির নমুনা নিচে দেখানো হলো

16445 পাসপোর্ট চেক করতে প্রথমে আপনার মোবাইলের এসএমএস অপশন ওপেন করুন।

Send To অপশনে 16445  নাম্বার লিখুন। অর্থাৎ এই নাম্বারে আপনাকে মেসেজ পাঠাতে হবে।

Message লেখার ঘরে EPP লিখে একটি স্পেস দিয়ে ডেলিভারি স্লিপের দেয়া নাম্বার টি লিখে Send বাটনে ক্লিক করুন।

উদাহরণঃ  EPP  4003-111222333 —Send to 16445.

একটু অপেক্ষা করার পর মোবাইল স্ক্রীনে ফেরত মেসেজে আপনি আপনার ই-পাসপোর্ট এর বর্তমান অবস্থার সকল তথ্য পেয়ে যাবেন।

শেষ কথাঃ

16445 পাসপোর্ট চেক করা কোন ঝামেলা নয় বরং এটি আনেকটা নির্ভরযোগ্য। শুধুমাত্র আপনার হাতে থাকা যে কোন মোবাইল দিয়ে উপরে উল্লেখিত নিয়ম অনুসরণ করে খুব সহজে আপনি আপনার ই-পাসপোর্ট আবেদন/MRP পাসপোর্ট এর বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আশাকরি আমার এই লেখাটি আপনার ই-পাসপোর্ট স্ট্যাটাস চেক করতে সাহায্য করবে। লেখাটি ভালো লাগলে শেয়ার করুন। ধন্যবাদ।

আরো তথ্য পেতে পড়ুনঃ 

BMET কার্ড চেক করুন ১ মিনিটে।

গ্রামীন এমবি অফার কম দামে।

রবি ইন্টারনেট অফার ফ্রি

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *