৫০০ ডলার বাংলাদেশের কত টাকা জেনে নিন।

শেয়ার করুন

৫০০ ডলার বাংলাদেশের কত টাকা জানতে সম্পূর্ণ পোস্টটি পড়ুন: ডলার শব্দটির সাথে কম বেশি আমরা সকলে পরিচিত। বিশেষ করে যারা ফ্রিল্যান্সার বা বিদেশে কর্মরত বাংলাদেশি নাগরিক তাদের কাছে ডলার সবচেয়ে বেশি পরিচিত। এই ডলারের দাম প্রতিনিয়ত বাড়ে এবং কমে। তাই ফ্রিল্যান্সার বা বিদেশে কর্মরত বাংলাদেশি নাগরিকদের বিভিন্ন প্রয়োজনে এই ডলারের রেট বা দাম জানতে হয়। আজকের পোস্টে ৫০০ ডলার বাংলাদেশের কত টাকা সেই সম্পর্কে আলোচনা করবো।

ডলার কি? কোন কোন দেশে ডলার ব্যবহার হয়

ডলার হল মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থাৎ আমেরিকার সরকারী মুদ্রার নাম। এটি প্রাতিষ্ঠানিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র, পূর্ব তিমুর, ইকুয়েডর, এল সালভাদোর, মার্শাল দ্বীপপুঞ্জ, মাইক্রোনেশিয়া যুক্তরাজ্য, পালাউ, পানামা, জিম্বাবু সহ আরোও অনেক রাষ্ট্রে ব্যবহার হয়ে আসছে।  এছাড়াও অনলাইন মার্কেটপ্লেস যেমন: ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার সহ বেশির ভাগ মার্কেটপ্লেসে ডলারের হিসেব করা হয়। সাধারণত ১০০ সেন্ট সমান ১ ডলার হিসেব করা হয়। ডলার এর সাংকেতিক চিহ্ন $। চলুন এবারে জেনে নেওয়া যাক ৫০০ ডলার বাংলাদেশের কত টাকা।

বর্তমানে এক ডলার সমান কত টাকা?

অনেকে জানতে চান বাংলাদেশে বর্তমানে এক ডলার সমান কত টাকা। ডলারের রেট বেড়ে বর্তমানে বাংলাদেশে এক ডলার সমান ১১৬ টাকা ৯৯ পয়সা হয়েছে। এটি বাংলাদেশে বর্তমানে সর্বোচ্চ ডলার রেট।

৫০০ ডলার বাংলাদেশের কত টাকা?

৫০০ ডলার বাংলাদেশের কত টাকা জানার পূর্বে আমাদের আজকের ডলারের মূল্য জানতে হবে। মার্কিন ডলারের হিসেব অনুযায়ী আজকের ডলারের রেট ১১৬.৯৯ টাকা। অর্থাৎ এক (১$) মার্কিন ডলার সমান বাংলাদেশের ১১৬ টাকা ৯৯ পয়সা। তাহলে সেই হিসেব অনুযায়ী ৫০০$ ডলার সমান বাংলাদেশের ৫৮৪৯৫ টাকা। এই রেট অনুসারে কিছু সংখ্যক ডলার বাংলাদেশের কত টাকা সেটা নীচে আপনাদের সুবিধার্থে দেয়া হল।

  • ১০ ডলার বাংলাদেশের ১১৬৯.৯০ টাকা।
  • ২০ ডলার বাংলাদেশের ২৩৩৯.৮০ টাকা।
  • ৫০ ডলার বাংলাদেশের ৫৮৪৯.৫০ টাকা।
  • ১০০ ডলার বাংলাদেশের ১১৬৯৯ টাকা।
  • ২০০ ডলার বাংলাদেশের ২৩৩৯৮ টাকা
  • ৩০০ ডলার বাংলাদেশের ৩৫০৯৭ টাকা।
  • ৪০০ ডলার বাংলাদেশের ৪৬৭৯৬ টাকা।
  • ৫০০ ডলার বাংলাদেশের ৫৮৪৯৫ টাকা।
  • ৮০০ ডলার বাংলাদেশের ৯৩৫৯২.০০ টাকা।
  • ১০০০ ডলার বাংলাদেশের ১১৬৯৯০.০০ টাকা।
  • ২০০০ ডলার বাংলাদেশের ২৩৩৯৮০.০০ টাকা।
  • ৩০০০ ডলার বাংলাদেশের ৩৫০৯৭০.০০ টাকা।
  • ৫০০০ ডলার বাংলাদেশের ৫৮৪৯৫০.০০ টাকা।

500 ডলার বাংলাদেশের কত টাকা আপডেট জানুন

শুরুতেই বলেছিলাম ডলারের মান প্রতিনিয়ত বাড়ে ও কমে তাই আপডেট রেট জানা জরুরি। আপনি চাইলে দুটি উপায়ে আজকের ডলারের মূল্য জানতে পারবেন।

  • Onlinesheba24 ওয়েবসাইট থেকে
  • Google থেকে

৫০০ ডলার বাংলাদেশের কত Onlinesheba24 ওয়েবসাইট থেকে জানুন

Onlinesheba24 ওয়েবসাইট থেকে ডলারের আপডেট জানতে প্রথমে ফোনের ইন্টারনেট সংযোগটি অন করুন। তারপর যেকোন ব্রাউজারের সার্চ বারে Onlinesheba24 লিখে সার্চ করুন। তারপর সার্চ রেজাল্টে আসা প্রথম ওয়েবসাইটে ঢুকে ক্যাটাগোরি সেকশন থেকে যেকোন দেশের কারেন্সির আজকের রেট বা মূল্য জানতে পারবেন।

৫০০ ডলার বাংলাদেশের কত টাকা Google থেকে আপডেট জানুন

গুগল থেকে ডলারের আপডেট রেট জানার জন্য প্রথমে ফোনের ইন্টারনেট সংযোগটি অন করুন। তারপর যেকোন ব্রাউজারের সার্চ বারে আপনি যত ডলারের মূল্য জানতে চান সেটি লিখে সার্চ করুন। উদাহরণস্বরূপ ‘৫০০ ডলার বাংলাদেশের কত টাকা’ লিখে সার্চ করার সাথে সাথে সার্চ রেজাল্টে আপনার কাঙ্খিত ডলারের আপডেট মূল্য জানতে পারবেন।

৫০০ ডলার বাংলাদেশের কত টাকা

বিকাশের ১$ ডলার সমান বাংলাদেশের কত টাকা?

বিকাশ পেওনিয়ারের পার্টনার নেওয়ার পর থেকে অধিকাংশ ফ্রিল্যান্সার পেওনিয়ারের ডলার গুলো বিকাশে উইথড্র করে থাকে। কিন্তু ব্যাংকের ডলার রেট ও বিকাশের ডলার রেট এক নয়। বিকাশ সর্বদা ডলার রেট কম দেয়। অর্থাৎ যেখানে ব্যাংক ১$ সমান ১১৬.৯৯ টাকা দেয়। সেখানে বিকাশ ১$ এ ১১০ টাকা করে দেয়। তাই বিকাশের ডলার রেট জানার জন্য বিকাশ অ্যাপ থেকে কারেন্সি অপশনে চেক করুন। অথবা বিকাশের অফিসিয়াল ওয়েবসাইটে চেক করুন।

শেষ কথাঃ এই পোস্টে ৫০০ ডিলার বাংলাদেশের কত টাকা সহ বিভিন্ন তথ্য তুলে ধরেছি। বিভিন্ন দেশের কারেন্সির আপডেট রেট বা মূল্য জানতে চোখ রাখুন Onlinesheba24 ওয়েবসাইটে। ধন্যবাদ।

আরো জানুনঃ

সিঙ্গাপুর ১ ডলার বাংলাদেশের কত টাকা জানুন।

কুয়েতের ১ টাকা বাংলাদেশের কত টাকা?

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *