Ads.txt status not found সমস্যার সমাধান।
আপনার ব্লগ বা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটির জন্য এডসেন্সের আবেদন করলেন। কিন্তু সেখানে দেখতে পেলেন Ads.txt স্টাটাস নট ফাউন্ড সমস্যা। এটি দেখার পর অনেকেই খুব বেশি চিন্তিত হয়ে পড়েন এবং সমাধানের জন্য গুগল, ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে বার বার খুঁজতে থাকেন। কিন্তু সঠিক কোন সমাধান খুঁজে পান না তাদের জন্য আজকের পোস্টটি।
ব্লগারে Ads.txt সমস্যার সমাধান
আপনার ব্লগ সাইটের Ads.txt সমস্যা সমাধান করতে প্রথমে আপনার এডসেন্স একাউন্টে লগ ইন করুন। তারপর সেটিং থেকে আপনার পাবলিশার কোর্ডটি কপি করে নিন। এরপর আমাদের দেওয়া কোডটির ০০০০০০০০ স্থলে আপনার পাবলিশার কোর্ডটি বাসিয়ে দিন।
কোর্ডটি সম্পূর্ণ সাজানোর পর এবারে কোর্ডটি আপনার ব্লগার সাইটে বসানোর জন্য আপনার সাইটে লগ ইন করুন। তারপর সেটিং অপশন থেকে Monetization অপশনটি Enable করে সেখানে প্রদত্ত কোর্ডটি বসিয়ে সেভ করে নিন।
এবার ২৪-৭২ ঘন্টা পর্যন্ত অপেক্ষা করুন। গুগল আপনার সাইটিকে ক্রল করলে কোর্ডটি খুঁজে পেলে আপনার অ্যাড টিএক্সটি সমস্যাটির সমাধান হয়ে যাবে।
ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে Ads.txt সমাধান
আপনার সাইটটি যদি ওয়ার্ডপ্রেসে হয়ে থাকে তাহলে অ্যাড টিএক্সটি সমস্যাটি ঠিক করার নিয়ম হলো। উপরিউক্ত নিয়ম অনুযায়ী কোর্ডটি তৈরি করে নিন। তারপর আপনার ওয়ার্ডপ্রেসে Add new plugin এ ক্লিক করে। Ads.txt Manager লিখে সার্চ করুন। তারপর এই প্লাগিংটি ইন্সটল করে একটিভ করে নিন।
এবার আবারও ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে প্লাগিংটির ভিতরে গিয়ে প্রদত্ত কোর্ডটি বসিয়ে দিন। তারপর সেভ করে নিন। এবার ২৪-৭২ ঘন্টা পর্যন্ত অপেক্ষা করুন। গুগল আপনার সাইটটি ক্রল করলে কোর্ডটি পেলে আপনার ওয়ার্ডপ্রেস এডসেন্স সাইটের Ads.txt সমস্যা সমাধান হয়ে যাবে।
এডসেন্স এডস লিমিট প্রবলেম
দীর্ঘদিন কষ্ট করার পর এবং নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে আমরা একটা সাইটে এডসেন্স এপ্রুভাল নিয়ে থাকি। কিন্তু কিছু দিন না যেতেই সাইটে Ads limit সমস্যা দেখা দেয়। কারো কারো ক্ষেত্রে তো সাইট এপ্রুভাল করার সাথে সাথে লিমিট চলে আসে।
কিন্তু আপনি কি জানেন কেন এডসেন্স লিমিট আসে? এই লিমিট আসার কারণ কি? কিভাবে এই সমস্যার সমাধান করবেন? জানতে চোখ রাখুন এই পোস্টে। আপনার এডসেন্স একাউন্টে যদি এডস লিমিট আসে তাহলে সেটি সমাধান করতে যা করবেন।
- Invalid ক্লিক বন্ধ করুন।
- একই ডিভাইস থেকে সাইট ভিজিট এড়িয়ে চলুন।
- নিজের সাইটে নিজে ভিজিট করবেন না।
- বন্ধুবান্ধব বা অন্য কাউকে এডস এ ক্লিক করার জন্য জোর, বুষ্ট বা রিকোয়েস্ট করবেন না।
- নতুন এডসেন্স সাইটের পোস্ট গুলো সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, ইউটিউব, টিকটক, টুইটার ইত্যাদি প্লাটফর্মে শিয়ার করবেন না।
- কপি কনটেন্ট পাবলিশ করা থেকে বিরত থাকুন।
ওয়ার্ডপ্রেস সাইটে Invalid ক্লিক এড়িয়ে চলতে প্লাগিং ব্যবহার করুন।
অ্যাড লিমিট সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তরঃ
প্রশ্নঃ অ্যাড লিমিট কত দিন থাকে?
উত্তরঃ নির্দিষ্ট সময় নেই।
প্রশ্নঃ অ্যাড লিমিট আসলে কি এডস অফ রাখব?
উত্তরঃ না। অ্যাড লিমিট থাকাকালীন এডস অফ করা উচিত নয়।
প্রশ্নঃ একবার অ্যাড লিমিট আসলে কি বারবার আসে?
উত্তরঃ না। তবে আপনার সাইট যতবার অ্যাড লিমিট রুলস ভঙ্গ করবে ততবার এডস লিমিট আসে।
প্রশ্নঃ অ্যাড লিমিট বন্ধ করার শর্টকার্ট কোন উপায় আছে কিনা?
উত্তরঃ না। তবে আপনি উপরিক্তি সমস্যা গুলোর সমাধাণ করতে পারলে অ্যাড লিমিট চলে যাবে।
আরো জানতে পড়ুনঃ
খুব সহজে ফেসবুক গ্রুপ মেম্বার বাড়ানোর উপায় জানুন।