এয়ারটেল মিনিট চেক ও ফ্রি ইন্টারনেট অফার।

শেয়ার করুন

এয়ারটেল গ্রাহকদের জন্য এয়ারটেল মিনিট চেক, সেরা ইন্টারনেট, মিনিট ও SMS অফার সম্পর্কে আলোচনা করবো আজকের পোস্টে। এয়ারটেল বাংলাদেশের জনপ্রিয় মোবাইল অপারেটর গুলোর মধ্যে একটি।

সবচেয়ে কম খরচে ইন্টারনেট, মিনিট ও SMS অফারের জন্য এয়ারটেল জনপ্রিয়তা অত্যাধিক। চলুন জেনে নেই এয়ারটেল মিনিট চেক, সবচেয়ে কম খরচে এয়ারটেল ইন্টারনেট প্যাক, মিনিট বান্ডেল ও SMS সম্পর্কে বিস্তারিত।

এয়ারটেল মিনিট চেক ও গুরুত্বপূর্ণ কোড সমূহ

এই পর্যায়ে এয়ারটেল মিনিট চেক ও কতগুলো গুরুত্বপূর্ণ কোড শেয়ার করা হলো। কোড গুলো আমার দৈনন্দিন বিভিন্ন প্রয়োজনে লাগতে পারে।

এয়ারটেল মিনিট চেক কোড: *৬৬৬#

এয়ারটেল ডাটা চেক কোড: *৩#

এয়ারটেল SMS চেক কোড: *৬৬৬#

এয়ারটেল ইনকামিং কল অন কোড: *১২১*০১৬#

এয়ারটেল ইনকামিং কল অফ কোড: #২১#

এয়ারটেল ইমারজেন্সি লোন কোড: *১৪১# অথবা *৮#

এয়ারটেল নম্বর চেক কোড: *২#

এয়ারটেল ব্যালেন্স চেক কোড: *৭৭৮#

অতিরিক্ত ব্যালেন্স কেটে নেওয়া বা যেকোন সার্ভিস অপ করা কোড: *৯#

আজকের এয়ারটেল ইন্টারনেট অফার চেক কোড: *৮৮৮#

এয়ারটেল ফ্রি ইন্টারনেট অফার

প্রথমবার এনআইডি দিয়ে নতুন এয়ারটেল সিম ক্রয় করলেই পাচ্ছেন ৩ থেকে ১০ জিবি পর্যন্ত ইন্টারনেট অফার একদম ফ্রি। সাথে থাকছে স্বল্পমূল্যের সাপ্তাহিক, মাসিক ইন্টারনেট প্যাকেজ, মিনিট বান্ডেল ও এসএমএস প্যাক।

বোনাস  নিন ১জিবি এয়ারটেল ইন্টারনেট

এয়ারটেল মিনিট চেক করার পরে আপনি যদি এয়ারটেল সিমে সম্পূর্ণ ফ্রিতে ১ জিবি ইন্টারনেট বোনাস পেতে চান তাহলে নিম্নের প্রসেস টি অনুসরণ করুন। এয়ারটেল সিমে সম্পূর্ণ ফ্রিতে ১ জিবি ইন্টারনেট পেতে প্রথমে ফোনে ইন্টারনেট সংযোগ অন করুন।

তারপর গুগল প্লে স্টোরে থেকে airtel অ্যাপ্লিকেশনটি ইন্স-টল করে আপনার এয়ারটেল নাম্বার ও OTP দিয়ে একাউন্ট রেজিস্ট্রেশন করুন। তাহলে সম্পূর্ণ ফ্রিতে ১ জিবি ইন্টারনেট বোনাস পেয়ে যাবেন।

রেফার করে জিতে নিন ১ জিবি ইন্টারনেট

এয়ারটেল অ্যাপ যতবার রেফার করবেন তত বার জিতে নিন ১ জিবি পর্যন্ত ইন্টারনেট সম্পূর্ণ ফ্রিতে। রেফার করে ১ জিবি ইন্টারনেট বোনাস পেতে প্রথমে এয়ারটেল অ্যাপে রেজিস্ট্রেশন করুন। তারপর নিচ থেকে মেনু অপশনে ক্লিক করুন।

এরপর একটু নিচের দিকে স্ক্রোল করুন। তাহলে Refer a friends একটা অপশন পেয়ে যাবেন। সেখানে ক্লিক করুন। আপনি একটি রেফার লিংক পাবেন। এখন রেফার লিংকটি বন্ধুদের সাথে শেয়ার করে জিতে নিন ১ জিবি পর্যন্ত ইন্টারনেট অফার সম্পূর্ণে ফ্রিতে।

আরোও পড়ুন: ফ্রি বাংলালিংক ইন্টারনেট অফার

মনে রাখবেন যতবার রেফার করবেন তত বার ১জিবি করে ইন্টারনেট অফার পাবেন। অর্থাৎ ১০টি রেফারে করে বোনাস পান ১০ জিবি ইন্টারনেট

এয়ারটেল  ইন্টারনেট অফার

এয়ারটেল মিনিট চেক করার পর আপনি যদি সবচেয়ে কম খরচে সেরা সব এয়ারটেল ইন্টারনেট প্যাক কিনতে চান তাহলে নিম্নে অফার গুলো অপনার জন্য।

১.৫ জিবি এয়ারটেল ইন্টারনেট ৬৮ টাকা মেয়াদ ৭ দিন। কোড: *১২৩*০৬৮# অথবা রিচার্জ ৬৮ টাকা।

৩ জিবি এয়ারটেল ইন্টারনেট ৮৯ টাকা মেয়াদ মেয়াদ ৭ দিন। কোড: *১২৩*০৮৯# অথবা রিচার্জ ৮৯ টাকা

৪.৫ জিবি এয়ারটেল ইন্টারনেট ১২৯ টাকা মেয়াদ ৭ দিন। কোড: *১২৩*১২৯# অথবা রিচার্জ ১২৯ টাকা।

৪ জিবি এয়ারটেল ইন্টারনেট ১৯৭ টাকা মেয়াদ ৩০ দিন। কোড: *১২১*১৯৭# অথবা রিচার্জ ১৯৭ টাকা।

২৫ জিবি এয়ারটেল ইন্টারনেট ৪৯৭ টাকা মেয়াদ ৩০ দিন। কোড: *১২৩*৪৯৭# অথবা রিচার্জ ৪৯৭ টাকা।

কম খরচে এয়ারটেল ইন্টারনেট অফার

এয়ারটেল মিনিট চেক করা তো জানলাম এবার কম খরচে সেরা সব এয়ারটেল ইন্টারনেট পেতে নিম্নে অফার গুলো আপনার জন্য। কম খরচে এয়ারটেল ইন্টারনেট ক্রয় করতে ফোনের ডায়াল প্যাড মাত্র একটি কোড ডায়াল করে আপনার পছন্দের অফারটি নিতে পারবেন। অফার গুলো হলো:

৫ জিবি এয়ারটেল ইন্টারনেট ১৩২ টাকা ৩০ দিন

১০ জিবি + ২৫০ মিনিট এয়ারটেল ইন্টারনেট ২৯৭ টাকা ৩০ দিন

১৬ জিবি এয়ারটেল ইন্টারনেট ১৬৪ টাকা ৭ দিন

উপরোক্ত অফার গুলো পেতে ফোনের ডায়াল প্যাড থেকে ডায়াল করুন *৪# তাহলে আপনি অফার গুলো দেখতে পাবেন। এখন যেই অফারটি নিতে চান সেই নম্বরটি টাইপ করে কনফর্ম করুন।

নোট: উপরোক্ত অফার গুলো পরিবর্তনশীল। তাই আপডেট অফার পেতে *৪# কোডটি ফলো করুন।

আরোও পড়ুন: ফ্রি রবি ইন্টারনেট অফার

এয়ারটেল মিনিট অফার

এয়ারটেল মিনিট চেক ও ইন্টারনেট অফারের পর কম খরচে নিম্নে কতো গুলো এয়ারটেল মিনিট বান্ডেল / ভয়েস অফার শেয়ার করা হলো।

১২ মিনিট ৮ টাকা ১ দিন কোড: *১২১*০৮# অথবা রিচার্জ ৮ টাকা

২৮ মিনিট ১৮ টাকা ২ দিন কোড: *১২১*১৮# অথবা রিচার্জ ১৮ টাকা

৪৬ মিনিট ২৮ টাকা ২ দিন কোড: *১২১*২৮# অথবা রিচার্জ ২৮ টাকা

৫২ মিনিট ৩৪ টাকা ৩ দিন কোড: *১২৩*৩৪# অথবা রিচার্জ ৩৪ টাকা

৭৫ মিনিট ৪৮ টাকা ৫ দিন কোড: *১২১*৪৮# অথবা রিচার্জ ৪৮ টাকা

৪২৮ মিনিট ২৫৭ টাকা ৩০ দিন কোড: *১২১*২৫৭# অথবা রিচার্জ ২৫৭ টাকা

৬৭৫ মিনিট ৪০৭ টাকা ৩০ দিন রিচার্জ ৪০৭ টাকা

উপরোক্ত অফার গুলো উপভোগ করতে ফোনের ডায়াল প্যাড থেকে আপনার পছন্দের অফার কোডটি ডায়াল করুন। অথবা রিচার্জ করুন। অফার গুলো পরিবর্তনশীল। তাই অফার নেওয়ার আগে অব্যশই এয়েরটেল অ্যাপ বা ওয়েবসাইটে আপডেট তথ্য দেখে নিবেন।

আরোও পড়ুন: গ্রামীন এমবি অফার কম দামে

অফার গুলো ছাড়াও অন্যান্য অফার পেতে এয়ারটেল অ্যাপ বা ওয়েবসাইটে নজর রাখুন। অথবা ফোনের ডায়াল প্যাড থেকে ডায়াল করুন *১২৩# তাহলে আপনি কতোগুলো অপশন দেখতে পাবেন। সেখান থেকে ২ (Offer) টাইপ করে ডায়াল করুন। আরোও কতগুলো অপশন পাবেন। এখন ৩ (Prepaid minute bundle offer) টাইপ করে ডায়াল করুন। আপনি এয়ারটেলের সব অপডেট মিনিট বান্ডেল অফার দেখতে পাবেন। যেমন:

৩০ মিনিট ১৮ টাকা ২ দিন

৪৬ মিনিট ২৮ টাকা ২ দিন

৮৫ মিনিট ৫৩ টাকা ৭ দিন

১৭৫ মিনিট ১০৭ টাকা ১৫ দিন

এখন আপনার পছন্দের অফারটি নিতে ১,২,৩ ইত্যাদি টাইপ করে কনফর্ম করুন। আপনার ফোনে পর্যাপ্ত ব্যালেন্স থাকলে সাথে সাথে অফারটি পেয়ে যাবেন। এছাড়াও আরোও অফার পেতে * চাপুন। তাহলে আরোও মিনিট বান্ডেল অফার দেখতে পাবেন।

এয়ারটেল এসএমএস কেনার কোড

এয়ারটেল মিনিট চেক করার পর বন্ধুদের সাথে আড্ডা অথবা প্রিয়জনের সাথে আনলিমিটেড SMS এ চ্যাটিং করার জন্য কম খরচে নিয়ে নিন সেরা সব এয়ারটেল SMS (এসএমএস) প্যাকেজ। এয়ারটেল SMS প্যাকেজ কিনতে প্রথমে ফোনের ডায়ালপ্যাড থেকে ডায়াল করুন *৫#

আপনি কতগুলো অপশন দেখতে পাবেন। এখন সবার শেষ অপশন 6 (SMS Bandel) ডায়াল করুন। আপনার জন্য প্রযোজ্য SMS প্যাক গুলো দেখতে পাবেন। যেমন:

৩ টাকা ৬০ SMS (এসএমএস) ৩ দিন

৭ টাকা ১৫০ SMS (এসএমএস) ৭ দিন

১২ টাকা ১০০ SMS (এসএমএস) ৩ দিন

২২ টাকা ২০০ SMS (এসএমএস) ৭ দিন

২৫ টাকা ৫০০ SMS (এসএমএস) ৩০ দিন

Airtel Buzz থেকে SMS কেনার নিয়ম

এয়ারটেল মিনিট চেক ও অন্যান্য সকল অফার নেয়ার পর আপনি চাইলে কম খরচে Airtel Buzz মেসেনজার চ্যাটিং এর মাধ্যমে কম খরচে SMS বান্ডেল কিনতে পারবেন। SMS ক্রয় করতে  এয়ারটেল এর মেইন ওয়েবসাইটে প্রবেশ করুন। সাইটে ঢুকার পর নিচের দিকে লক্ষ্য করলে একটি মেসেনজার লোগো দেখতে পাবেন। সেটাতে ক্লিক করুন।

তারপর Chat with messenger এ ক্লিক করুন। তহলে আপনাকে মেসেনজারে নিয়ে যাওয়া হবে। এখন SMS লিখে পাঠান। আপনার সামনে এয়ারটেলের কতগুলো SMS প্যাকেজ শো করবে। এখন যেই অফারটি নিতে চান তার নিচে Buy বাটনে ক্লিক করুন।

আপনি কিভাবে SMS কিনতে চান সেটি সিলেক্ট করতে বলবে। আপনি আপনার জন্য Available অপশনটি বেছে নিয়ে খুব সহজে Airtel Buzz থেকে SMS বান্ডেল ক্রয় করতে পারবেন।

শেষ কথাঃ

আশাকরি আজকের পোস্টটি এয়ারটেল মিনিট চেক সহ বিভিন্ন অফার আপনাদের খুব বেশি উপকারে আসবে। এরকম আরোও গুরুত্বপূর্ণ কোড ও ইন্টারনেট অফার সম্পর্কে জানতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে। এছাড়াও অন্যান্য অফারেটরের বিভিন্ন অফার, কোড ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে ঘুরে দেখুন Onlinesheba24.com ধন্যবাদ!

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *