আমেরিকার গ্রিন কার্ড পাওয়ার উপায়।
আমেরিকার গ্রিন কার্ড পাওয়ার উপায় জানতে সম্পূর্ণ পোস্টি পড়ুন। আমেরিকার গ্রিন কার্ড এ যেন সোনার হরিন। যে বা যারা আমেরিকায় যাচ্ছেন বা যাওয়ার কথা ভাবছেন তাদের সবার প্রথম টার্গেট হলো আমেরিকার গ্রিন কার্ড পাওয়া। কিন্তু গ্রিন কার্ড কি? কিভাবে আমেরিকার গ্রিন কার্ড পাবেন? আমেরিকার গ্রিন কার্ড পাওয়ার উপায় গুলো কি কি? এ সব বিষয়ে জানতে পোস্টটি শেষ পর্যন্ত পড়ুন।
আমেরিকার গ্রিন কার্ড কি?
গ্রিন কার্ড হলো আমেরিকায় স্থায়ীভাবে বসবাসের জন্য বৈধ নাগরিকত্ব সনদ। অর্থাৎ বিদেশি নাগরিকদের আমেরিকায় বৈধকরণ করার প্রমাণ লিপি। সহজভাবে গ্রিন কার্ড হলো আমেরিকায় নাগরিকত্ব লাভ। মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ USA সরকার প্রতিবছর ডিভি লটারির মাধ্যমে ৫৫ হাজারের ও বেশি বিদেশি নাগরিকদের নাগরিকত্ব প্রদানের জন্য গ্রিন কার্ড ইস্যু করে থাকে।
আমেরিকার গ্রিন কার্ড পাওয়ার উপায়
যারা আমেরিকার গ্রিন কার্ড পাওয়ার উপায় জানতে চান তাদের অব্যশই কিছু বিষয় মাথায় রাখতে হবে। তার মধ্যে সর্বপ্রথম যেই বিষয় মাথায় রাখতে হবে তাহলো গ্রিন কার্ড পাওয়ার জন্য সর্বনিম্ম ৫ বছর আমেরিকায় অবস্থান করতে হবে। এবং প্রত্যেক ১০ বছর পর পর গ্রিন কার্ডকে রিইস্যু করা। এখন আমি আমেরিকায় গ্রিন কার্ড পাওয়ার দুটি উপায় শেয়ার করব।
আমেরিকার গ্রিন কার্ড পাওয়ার উপায় (এক)
যারা স্টুডেন্ট আছেন তারা খুব সহজে আমেরিকায় গ্রিন কার্ড পেতে পারেন। আমেরিকার গ্রিন কার্ড পাওয়ার জন্য প্রথমে আপনাকে F1 স্টুডেন্ট ভিসায় আমেরিকায় চলে আসতে হবে। এটি আপনি এসএসসি বা এইচএসসি কিংবা স্নাতক পর্যায়েও করতে পারেন। আপনার সকল কাগজপত্র যদি ঠিক থাকে তাহলে খুব সহজে f1 স্টুডেন্ট ভিসায় আমেরিকায় চলে আসতে পারবেন।
আরোও পড়ুন: সিঙ্গাপুর ১ ডলার বাংলাদেশের কত টাকা
আমেরিকায় আসার পর যেটি করতে হবে তাহলো আপনার পড়াশোনা কমপ্লিট করা। যখন আপনার পড়া লেখা কমপ্লিট হয়ে যাবে, তখন আপনি আমেরিকায় জব খুঁজবেন। জব খোঁজার জন্য আপনার ভিসাকে H1V তে কনভার্ট করতে হবে। ভিসা কনভার্ট হয়ে গেলে এবং চাকরি পাওয়ার পর এবার দেখুন আপনার কম্পানি আপনাকে AB3 ভিসা স্পন্সর করবে কিনা। অর্থাৎ গ্রিন কার্ড দিবে কিনা? যদি না দেয় তাহলে চিন্তার কারণ নেই।
আপনি H1V কম্পানিতে কাজ চালিয়ে যাবেন এবং একই সাথে অন্য কম্পানি তালাশ করুন। যারা আপনাকে AB3 ভিসা অর্থাৎ গ্রিন কার্ড দিবে। যদি অন্য কম্পানি পেয়ে যান তাহলে সেই কম্পানিতে গিয়ে খুব সহজে আপনি আপনার স্বপ্নের গ্রিন কার্ড পেয়ে যাবেন।
আমেরিকার গ্রিন কার্ড পাওয়ার উপায় (২য়)
এই টেকনিকটি হলো যারা বাংলাদেশ থেকে টেকনিকাল বিষয়ে ব্যাচেলর ডিগ্রী কমপ্লিট করছেন তাদের জন্য। যদি আপনার মাস্টার ডিগ্রীও থাকে তাহলেও সমস্যা নেই।
আপনার যদি কোন কাজের অভিজ্ঞতা থাকুক আর না থাকুক তারপরেও আপনি যেটা করবেন সেটা হলো, বাংলাদেশে বসে আমেরিকার ভিবিন্ন কম্পানিতে H1V ভিসায় আবেদন করুন। আপনি যদি ভিসা পেয়ে যান তাহলে খুব সহজে আমেরিকার গ্রিন কার্ড পেয়ে যাবেন। আমেরিকার গ্রিন কার্ড পাওয়ার উপায় এই দুটি উপায় হলো যারা স্টুডেন্ট এবং আমেরিকায় যাদের আত্নীয় স্বজন নেই তাদের জন্য। তারা F1 স্টুডেন্ট ভিসায় আমেরিকায় গিয়ে খুব সহজে গ্রিন কার্ড নিতে পারবেন।
আরোও পড়ুন: সরকারিভাবে দক্ষিণ কোরিয়া ভিসা আবেদন পদ্ধতি।
আশা করি আপনেরা দুটি উপায় ভালোভাবে বুঝতে পেরেছেন। উপরোক্ত দুটি নিয়মে খুব সহজে আমেরিকার গ্রিন কার্ড নিতে পারবেন। এরকম আরোও গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।