অস্ট্রেলিয়া ভিসা ফি ফর বাংলাদেশী। Australia VISA Fee

শেয়ার করুন

সাম্প্রতিক বাংলাদেশ থেকে প্রতিবছর অসংখ্য মানুষ কাজের উদ্দেশ্যে অস্ট্রেলিয়া যাচ্ছে। আপনিও যদি অস্ট্রেলিয়া যেতে চান তাহলে আপনার অস্ট্রেলিয়া ভিসা ফি সম্পর্কে ধারণা থাকা উচিত। আজকের পোস্টে অস্ট্রেলিয়া ভিসা ফি ফর বাংলাদেশী সম্পর্কে বিস্তারিত আলোচনা তুলে ধরার চেষ্টা করব।

অস্ট্রেলিয়া ভিসা ফি ফর বাংলাদেশী

বাংলাদেশি নাগরিকদের জন্য অস্ট্রেলিয়ার ভিসা ফি কত? জানতে সম্পূর্ণ পোস্টি পড়ুন। আপনি যদি নিজে নিজে অস্ট্রেলিয়া ভিসা ফি পরিশোধ করতে চান তাহলে আপনার একটি ডুয়েল কার্ড কারেন্সি সাপোর্টেড ভিসা বা মাষ্টার কার্ড প্রয়োজন হবে। তাহলে আপনি ঘরে বসে খুব সহজে ভিসা ফি পরিশোধ করতে পারবেন। এবার আসুন জেনে নি অস্ট্রেলিয়া ভিসা ফি ফর বাংলাদেশী। অস্ট্রেলিয়া ভিসা ফি মূলত ভিসার ধরণ ও ক্যাটাগরির উপরে নির্ভর করে কম বেশি হতে পারে। নিম্নে ক্যাটাগোরি অনুযায়ী কিছু ভিসা ফি তুলে ধরা হলো।

অস্ট্রেলিয়া ভিসা ফি ফর বাংলাদেশী স্টুডেন্ট

প্রতিবছর বাংলাদেশ থেকে অসংখ্য স্টুডেন্ট উচ্চ শিক্ষার জন্য অস্ট্রেলিয়া যাচ্ছে। কেউ স্কলারশিপ নিয়ে আবার কেউ নিজ খরচে। তবে অস্ট্রেলিয়া ভিসা ফি ফর বাংলাদেশী স্টুডেন্ট এর তথ্য সুত্রে স্টুডেন্ট ক্যাটাগোরি অনুযায়ী একজন স্টুডেন্ট এর ভিসা ফি ৬৫০$ থেকে ১০০০$ পর্যন্ত হতে পারে। যা বাংলাদেশি মুদ্রায় ৬৫ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে।

অস্ট্রেলিয়া ওয়ার্ক পারমিট ভিসা ফি ফর বাংলাদেশী নাগরিক

বাংলাদেশ থেকে প্রতিবছর হাজার হাজার মানুষ কাজের উদ্দেশ্যে আস্ট্রেলিয়ায় যাচ্ছেন। আবার অনেকে ইতিমধ্যে অস্ট্রেলিয়া অবস্থান করছেন। তাদের প্রত্যেকের উচিত অস্ট্রেলিয়া ওয়ার্ক পারমিট ভিসা ফি সম্পর্কে জানা। সাধারণত ওয়ার্ক ভিসার উপর এর ফি নির্ধারণ করা হয়। যেমন: অস্ট্রেলিয়ান Skilled Recognized Graduate Visa – Subclass 476 ভিসা ফি 410 AUD অর্থাৎ 275$ USD যা বাংলাদেশি মুদ্রায় ২৭ হাজার থেকে ২৮ হাজার টাকা।

আরোও পড়ুন: কাতার মজলিস ভিসা দাম ও বেতন কত জেনে নিন।

অস্ট্রেলিয়ান Skilled Regional Visa-Subclass 887 ভিসা ফি 425 AUD অর্থাৎ 284$ USD যা বাংলাদেশি মুদ্রায় ২৮ হাজার থেকে ২৯ হাজার টাকা। অস্ট্রেলিয়ান Employer Nomination Scheme Visa- subclass 186 ভিসা ফি 4,115 AUD যা 2758$ USD বাংলাদেশি টাকায় প্রায় ২ লক্ষ ৭০/৮০ হাজার টাকা।

অস্ট্রেলিয়ান Regional Sponsored Migration Scheme Visa – Subclass 187 ভিসা ফি 4,115 AUD অর্থাৎ 2758$ USD বাংলাদেশি টাকায় প্রায় ২ লক্ষ ৭০/৮০ হাজার টাকা। সাবক্লাস 186 ভিসা ফি ও সাবক্লাস 187 ভিসা ফি একই।

অস্ট্রেলিয়া ভিসা ফি ফর বাংলাদেশী

এছাড়াও আরোও অস্ট্রেলিয়ায় আরোও দুই ধরনের ভিসা ফি রয়েছে যেমন:

  • Australian Declaratory Visa – Adult ভিসা ফি 240 AUD অর্থাৎ 160$ যা বাংলাদেশি মুদ্রায় ১৬,১০৩ টাকা
  • Australian Declaratory Visa – Child ভিসা ফি 185 AUD অর্থাৎ 124$ যা বাংলাদেশি টাকায় ১২,৪৪০ টাকা।

অস্ট্রেলিয়া ভ্রমণ ভিসা ফি ফর বাংলাদেশী নাগরিক

অস্ট্রেলিয়ায় অনেক সুন্দর সুন্দর দর্শনীয় স্থান থাকার কারণে অনেকেই অবসর সময়ে অস্ট্রেলিয়া ভ্রমণের কথা চিন্তা করেন। তাদের জন্য সুখবর হলো gov.uk ওয়েবসাইটের তথ্য মতো অস্ট্রেলিয়া ভ্রমণ ফি দিতে হয় না। সম্পূর্ণ ফ্রিতে/ ভিসা ফি ছাড়াই ভ্রমণ করা যাবে অস্ট্রেলিয়ায়।

জেনে রাখা ভালো সময়ের সাথে সাথে ভিসা ফি পরিবর্তনীয়। অস্ট্রেলিয়া ভিসা ফি ফর বাংলাদেশী আপডেট ফি জানতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে। এছাড়ও এরকম আরোও গুরত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন Onlinesheba24 .

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *