বাংলাদেশে কানাডার এম্বাসি কোথায় জেনে নিন।
বাংলাদেশে কানাডার এম্বাসি কোথায় জানতে আর্টিকেলটি পড়ুন। যারা কানাডা প্রবাসী বা কানাডা যাওয়ার পরিকল্পনা করছেন তাদের সকলের জানা উচিত বাংলাদেশের কানাডার এম্বেসি কোথায়। আজকের পোস্টে এই এম্বাসি কোথায় সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
বাংলাদেশে কানাডার এম্বাসি কোথায়
বাংলাদেশে কানাডার এম্বাসি কোথায় সেটা জানার পূর্বে এটি কোথায় কেনো জানা জরুরি সেটা জানা প্রয়োজন। কানাডা উন্নতশীল দেশ গুলোর মধ্যে একটি। বাংলাদেশের অনেকে কানাডা যাওয়ার স্বপ্ন দেখেন। আবার অনেকে বর্তমানে কানাডা প্রবাসী। এই দুই শ্রেণীর মানুষের উচিত বাংলাদেশে কানাডার এম্বাসি কোথায় সেটা জেনে নেওয়া। কারণ কানাডায় যেতে বা কানাডার বিভিন্ন ভিসা সংক্রান্ত জটিলতা এড়াতে বাংলাদেশে এই এম্বাসি কোথায় সেটা জানা অত্যান্ত জরুরি।
বাংলাদেশের অবস্থিত কানাডা দূতাবাস ও কানাডায় অটোয়ায় অবস্থিত দূতাবাস একে অপরের প্রতিনিধিত্ব করে। যাতে করে সুষ্ঠু ও পরিকল্পিতভাবে বাংলাদেশের নাগরিক কানাডায় যাতায়াত করতে পারে। চাকরি পড়াশোনা কিংবা বাণিজ্যিক যেকোনো ধরনের ভিসায় কানাডা যেতে বাংলাদেশে কানাডার এম্বাসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশে কানাডার এম্বাসির অনুমোদন ছাড়া কেউ কানাডায় প্রবেশ করতে পারবে না। তাই বাংলাদেশে কানাডার এম্বাসি কোথায় অবস্থিত সেটা জানার জরুরী হয়ে পড়ে।
বাংলাদেশে কানাডার এম্বাসি কোথায় অবস্থিত
বাংলাদেশে অবস্থিত কানাডার প্রধান এম্বাসি ঢাকা গুলশান অর্থাৎ হাউজ#১৬ এ, রোড#৪৮, গুলশান-২, ঢাকা অবস্থিত।
United Nations Road, Baridhara area , Dhaka, Bangladesh P.O. Box-569, Dhaka, Bangladesh.
বাংলাদেশে কানাডার এম্বাসি যোগাযোগের ঠিকানা
- ফোন নম্বর: +৮৮০-২-৯৮৮৭০৯১
- ফ্যাক্স নম্বর: +৮৮০-২-৮৮২৬৫৮৫, +৮৮০-২-৮৮২৩০৪৩
- ই-মেইল এড্রেস: dhaka@international.gc.ca
- অফিসিয়াল ওয়েবসাইট: dfait-maeci.gc.ca/bangladesh
বাংলাদেশে কানাডার এম্বাসি যাওয়ার উপায়
আপনি যদি বাংলাদেশে কানাডা এম্বাসি যেতে চান তাহলে সবার প্রথমে যেকোন স্থান থেকে গুলশান-২ চলে আসনু। আপনি ঢাকা মোহাম্মদপুর থেকেও সরাসরি ঢাকা গুলশান-২ বাস পাবেন। সেখান থেকে সরাসরি গুলশান-২ এ চলে আসুন। গুলশান আসার পর রোড নম্বর ৪৮ এবং হাউজ নম্বর ১৬ নেমে পড়ুন। এছাড়াও আপনি চাইলে যেকোন প্রয়োজনে ফোন করুন +৮৮০-২-৯৮৮৭০৯১ নম্বরে।
আশা করি পোস্টটি পড়ে আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন বাংলাদেশে কানাডার এম্বাসি কোথায় এবং কিভাবে যাবেন। এরকম আরোও দরকারি আর্টিকেল পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।
আরো জানুনঃ
কানাডা যাওয়ার যোগ্যতা দেখে নিন।