বাংলাদেশ থেকে চীনের দূরত্ব কত কিলোমিটার ও যেতে কত সময় লাগে?
বাংলাদেশ থেকে চীনের দূরত্ব কত কিলোমিটার ও যেতে কত সময় লাগে এটা আজ জেনে নেব। চীন ও ভারত বাংলাদেশের সবচেয়ে নিকটবর্তী দেশগুলোর একটি। বিভিন্ন প্রয়োজনে বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ চীনে ভ্রমণ করে থাকেন। যেমন: কাজ, উচ্চশিক্ষা, উন্নত চিকিৎসা বা ব্যবসা-বাণিজ্যের জন্য অনেকে চীনে যেতে চান। অনেকে জানতে চান বাংলাদেশ থেকে চীনের দূরত্ব কত কিলোমিটার এবং বাংলাদেশ থেকে চীনে যেতে কত সময় লাগে। আজকের পোস্টে এসব বিষয়ে আলোচনা তুলে ধরা হলো।
বাংলাদেশ থেকে চীনের দূরত্ব কত কিলোমিটার?
আপনি যদি বাংলাদেশ থেকে চীনের দূরত্ব কত কিলোমিটার জানতে চান, তাহলে সম্পূর্ণ পোস্টটি ধৈর্য সহকারে পড়ুন। শুরুতেই আমরা জেনে নেব বাংলাদেশ থেকে চীনের দূরত্ব কত কিলোমিটার। গ্লোবাল ম্যাপের তথ্য অনুযায় বাংলাদেশ থেকে চীনের দূরত্ব হলো: ৫,৫৩৭.৪ কিলোমিটার বা ৪,৭৭৩ মাইল।
বাংলাদেশ থেকে যেহেতু জল ও স্থলপথে সরাসরি চীনে ভ্রমণ করা যায় না, সেক্ষেত্রে আপনাকে প্লেনে করে বাংলাদেশ থেকে চীনে যেতে হবে। এক্ষেত্রে বাংলাদেশ থেকে চীনের সবচেয়ে কম দূরত্ব হলো ১,১৭৬.৯৭ মাইল বা ১,৮৯৪.১৬ কিলোমিটার। এছাড়াও রুট প্ল্যানার এর তথ্য অনুসারে বাংলাদেশ থেকে চীনের সবচেয়ে কম দূরত্ব হল ২,১৩৭ মাইল বা ৩,৪৩৯.১৭ কিলোমিটার।
বাংলাদেশ থেকে চীনে যেতে কত সময় লাগে?
এতক্ষণ পর্যন্ত আমরা জানলাম বাংলাদেশ থেকে চীনের দূরত্ব কত কিলোমিটার। এ পর্যায়ে আমরা জানব বাংলাদেশ থেকে চীন বা চায়না যেতে কত সময় লাগে। সাধারণত, বাংলাদেশ থেকে চীনে যাওয়ার ৩টি এয়ার লাইনস রয়েছে। তবে এদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় এয়ার লাইন হলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টু চায়না গুয়াংজু বাইয়ুন আন্তর্জাতিক বিমানবন্দর। সাধারণত, বাংলাদেশ থেকে চীনে যাতায়াতের জন্য গড়ে এটি ৩ ঘন্টা ৪৭ মিনিট সময় নিয়ে থাকে।
বাংলাদেশ থেকে চীনে যেতে কত টাকা লাগে?
বাংলাদেশ থেকে চীনে যেতে আপনার কত টাকা প্রয়োজন হবে সেটি নির্ভর করবে আপনার রুটের উপর। WEGO.COM.BD এর তথ্য অনুযায়ী সবচেয়ে কম মূল্যের ফ্লাইট হলো বাংলাদেশ থেকে চীনের গুয়াংজু রুট। যেটির টিকিটের মূল্য ৩৬,৯৩৭ টাকা থেকে শুরু।
বাংলাদেশ টু চীনের সবচেয়ে জনপ্রিয় এয়ার লাইনস হল:
- US-Bangla Airlines ও
- China Southern Airlines
এছাড়াও বাংলাদেশ থেকে গুয়াংজু পর্যন্ত সবচেয়ে দ্রুততম ফ্লাইট হল ঢাকা থেকে চীনের গুয়াংজু, ফ্লাইট। যেটি ৩ ঘন্টা ৪০ মিনিট সময় নিয়ে থাকে।
চায়না থেকে বাংলাদেশ আসতে কত সময় লাগে?
আমাদের ভিতরে আবার অনেকেই জানতে চান চায়না থেকে বাংলাদেশে আসতে কত সময় লাগে। অথবা যারা ইতিমধ্যে চায়না অবস্থান করছেন তারা চায়না থেকে বাংলাদেশ আসতে কত সময় লাগে জানার ইচ্ছে প্রকাশ করেন। তাদের সুবিধার্থে বলে রাখা ভালো বাংলাদেশ থেকে চায়না যেতে যতটুকু দূরত্ব বা যত সময় প্রয়োজন হয়। ঠিক একইভাবে চায়না থেকে বাংলাদেশ আসতে একই দূরত্ব ও একই সময় প্রয়োজন হবে।
আশাকরি, আর্টিকেলটি পড়ে আপনি বাংলাদেশ থেকে চীনের দূরত্ব কত কিলোমিটার ও যেতে কত সময় লাগে এসব বিষয়ে জানতে পেরেছেন। একই সাথে বাংলাদেশ থেকে চীনের বিমান ভাড়া কত সেটিও স্পষ্ট হয়েছেন। এরকম আরোও গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।
আরো জানুনঃ
বাংলাদেশ থেকে মালয়েশিয়ার দূরত্ব কত কিলোমিটার ও কত সময় লাগে
বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার উপায়।
বাংলাদেশ থেকে সাউথ কোরিয়া যেতে কত সময় লাগে ও কত দূর?