বাংলাদেশ থেকে মালয়েশিয়ার দূরত্ব কত কিলোমিটার ও কত সময় লাগে

শেয়ার করুন

বাংলাদেশ থেকে মালয়েশিয়ার দূরত্ব কত কিলোমিটার ও যেতে কত সময় লাগে বিস্তারিত জানুন আজকের পোস্টে। আমাদের মধ্যে এমন অনেকে আছেন যারা ওয়ার্ক পারমিট ভিসায় মালয়েশিয়া যেতে চাচ্ছেন। কিন্তু বাংলাদেশ থেকে মালয়েশিয়া দূরত্ব কত কিলোমিটার বা বাংলাদেশ থেকে মালয়েশিয়া যেতে কত সময় লাগে এ বিষয়ে জানেন না। তারা চাইলে এই আর্টিকেলটি সম্পূর্ণ পড়ার মাধ্যমে বাংলাদেশ থেকে মালয়েশিয়ার দূরত্ব কত কিলোমিটার ও যেতে কত সময় লাগে এ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন।

বাংলাদেশ থেকে মালয়েশিয়ার দূরত্ব কত কিলোমিটার

গুগল ম্যাপের তথ্য অনুযায়ী বাংলাদেশ থেকে মালয়েশিয়ার দূরত্ব ৩৬১৮.৮ কি. মি. বা ২২৪৭ মাইল। যেটি অতিক্রম করতে ৬৬ ঘন্টা (কার) প্রয়োজন হবে। কিন্তু এই দূরত্ব বিমানে যেতে আরোও অনেক কম সময় লাগবে।

বাংলাদেশ থেকে মালয়েশিয়ার দূরত্ব কত কিলোমিটার

Travelmath air ticket agency এর তথ্য অনুযায়ী। বাংলাদেশ এয়ারপোর্ট থেকে মালয়েশিয়া কলালামপুর এয়ারপোর্ট পর্যন্ত বিমানে যেতে ৩ ঘন্টা ৪৩-৫০ মিনিট সময় লাগতে পারে। তবে এই দূরত্ব ও সময় নির্ভর করবে আপনার লোকেশন অনুযায়ী।

বাংলাদেশ থেকে মালয়েশিয়া যেতে কত সময় লাগে

বাংলাদেশ থেকে মালয়েশিয়ার দূরত্ব কত কিলোমিটার জানার পর এবার জেনে নেবো সেখানে যেতে কত সময় লাগে। বার্তমানে দেশে ৩টি আন্তর্জাতিক বিমানবন্দর ও ৮টি অভ্যন্তরীণ বিমানবন্দর রয়েছে। ঠিক একই ভাবে মালয়েশিয়া ৮টি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে। যেগুলোর দেশের বিভিন্ন স্থানে অবস্থান। নিম্নে বাংলাদেশের বিমানবন্দর থেকে মালয়েশিয়ার বিভিন্ন বিমানবন্দরে যাওয়ার সময় ও দূরত্ব তুলে ধরা হলো।

  • বাংলাদেশ এয়ারপোর্ট থেকে মালয়েশিয়া কলালামপুর এয়ারপোর্ট যেতে ৩ ঘন্টা ৪৩ মিনিট সময় লাগতে পারে।
  • বাংলাদেশ এয়ারপোর্ট থেকে মালয়েশিয়া কোটা কিনাবালু আন্তর্জাতিক বিমানবন্দর দূরত্ব ৩,৩৮১ কিলোমিটার বা ২১০১ মাইল। যেটা অতিক্রম করতে সময় লাগবে ৩ ঘন্টা ৩৩ মিনিট।
  • বাংলাদেশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়া ল্যাংকাউই আন্তর্জাতিক বিমানবন্দর দূরত্ব ২,১৮০ কিলোমিটার বা ১,৩৫৫ মাইল অথবা ১১৭৭ নাটিক্যাল মাইল।

বাংলাদেশ থেকে মালয়েশিয়া বিমান ভাড়া কত?

বাংলাদেশ থেকে মালয়েশিয়ার দূরত্ব কত কিলোমিটার তা জেনেছি। এবার জানবো বিমান ভাড়া কত? আপনাদের ভিতরে অনেকে জানতে চান বাংলাদেশ থেকে মালয়েশিয়া বিমান ভাড়া কত। অথবা মালয়েশিয়া থেকে বাংলাদেশ বিমান ভাড়া কত। তাই এ পর্যায়ে আমরা এখন জানবো বাংলাদেশ থেকে মালয়েশিয়া বিমান ভাড়া সম্পর্কিত বিস্তারিত তথ্য গুলো।

www.cleartrip.com এর তথ্য অনুযায়ী বাংলাদেশ থেকে মালয়েশিয়া বিমান ভাড়া কত এ সম্পর্কিত একটি তালিকা নিম্নে তুলে ধরা হলো।

  • বাংলাদেশ থেকে মালয়েশিয়া Air Asia (One way) বিমান ভাড়া ১৭,৩৮১ ইন্ডিয়ান রুপি বা ২৪,৭৬০ টাকা।
  • বাংলাদেশ থেকে মালয়েশিয়া Biman Bangladesh (One way) বিমান ভাড়া ১৯,১৭৩ ইন্ডিয়ান রুপি বা ২৭,৩১০ টাকা।
  • বাংলাদেশ থেকে মালয়েশিয়া US Bangla (One way) বিমান ভাড়া ২০,৮৫৩ ইন্ডিয়ান রুপি বা ২৯,৭০৫ টাকা।
  • বাংলাদেশ থেকে মালয়েশিয়া Batik Air (One way) বিমান ভাড়া ২১,৯৪১ ইন্ডিয়ান রুপি বা ৩১,২৫৩ টাকা।
  • বাংলাদেশ থেকে মালয়েশিয়া Air India (One way) বিমান ভাড়া ২২,৫৯৮ ইন্ডিয়ান রুপি বা ৩২,১৯০ টাকা।

এছাড়াও বাংলাদেশ থেকে মালয়েশিয়া বিভিন্ন রুট রয়েছে। যেগুলো বিমানের ধরন, One Stop, Two Stop, One way, Round Way ইত্যাদির উপর নির্ভর করে কম বেশি হতে পারে। আপনার প্রয়োজনীয় বিমান ভাড়া যাচাই করার জন্য যেকোন ব্রাউজারের এড্রেস বারে ‘Bangladesh to Malaysia flight ticket price 2024’ লিখে সার্চ করে সার্চ রেজাল্টে আসা যেকোন সাইটে প্রবেশ করে যাচাই করতে পারবেন।

তাছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন বিমান ডিসকাউন্ট দিয়ে থাকে। আপনি যদি সেসব ডিসকাউন্টে ফ্লাইট বুক করেন তাহলে আরোও কম দামে ভ্রমণ করতে পারবেন।

আশা করি, আজকের আর্টিকেলটি পড়ে আপনি বাংলাদেশ থেকে মালয়েশিয়ার দূরত্ব কত কিলোমিটার ও যেতে কত সময় লাগে এ বিষয়ে বিস্তারিত জানতে পেরেছেন। এরকম আরো গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।

আরো জানুনঃ

মালয়েশিয়া CIDB কার্ড চেক করুন ১ মিনিটে।

মালয়েশিয়া ভিসা চেক। Malaysia Visa Check Online

মালয়েশিয়া মেডিকেল চেক অনলাইন।

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *