বাংলাদেশ থেকে কাতার যেতে কত সময় লাগে ও দূরত্ব কত?
বাংলাদেশ থেকে কাতার যেতে কত সময় লাগে এবং বাংলাদেশ থেকে কাতারের দূরত্ব কত কিলোমিটার। কাতার যেতে কত টাকা খরচ হবে। কাতারে কোন কাজে চাহিদা বেশি। কাতারের প্লেন ভাড়া কত। বাংলাদেশ থেকে কাতারের সময়ের ব্যবধান কত এইসব বিষয়ে বিস্তারিত জানুন আজকের পোস্টে।
বাংলাদেশ থেকে কাতার যেতে কত সময় লাগে
আপনি যদি বাংলাদেশ থেকে কাতার যেতে কত সময় লাগে এ বিষয়ে জানতে চান? তাহলে, সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন। বিভিন্ন কারণে আমরা বাংলাদেশ থেকে কাতার যেতে কত সময় লাগে সেটি জানতে চাই যেমন:
- ওয়ার্ক পারমিট ভিসায় কাতার যেতে।
- টুরিস্ট ভিসায় কাতার যেতে।
- বিজনেস ভিসায় কাতার যেতে এবং
- উচ্চশিক্ষার জন্য কাতার যেতে।
যে কারণেই আপনি কাতার যেতে চান না কেনো আপনাকে অবশ্যই জানতে হবে বাংলাদেশ থেকে কাতার যেতে কত সময় লাগে। ট্রাভেল এজেন্সি skyscanner.net এর তথ্য অনুযায়ী বাংলাদেশ থেকে কাতার যেতে গড়ে ৬ ঘন্টা ২ মিনিট এর মতো সময় প্রয়োজন হবে।
এছাড়াও জনপ্রিয় ট্রাভেল এজেন্সি flightsfrom.com এর তথ্য অনুযায়ী বাংলাদেশ জিয়া ইন্টারন্যাশনাল বিমানবন্দর থেকে হামাদ ইন্টারন্যাশনাল বিমানবন্দর কাতার এই রুট তিনটি এয়ারলাইন্স দ্বারা পরিচালিত। যেগুলোর ফ্লাইটের গড় সময় ৬ ঘন্টা ৩০ মিনিট।
সুতরাং, বোঝা যায় যে বাংলাদেশ থেকে কাতার যেতে অ্যাভারেজ যে কোন এজেন্সির, যেকোনো প্লাইটের ৫ ঘন্টা থেকে ৬ ঘন্টা ৩০ মিনিট পর্যন্ত সময় লাগতে পারে। তবে আবহাওয়া ও অন্যান্য পরিস্থিতির উপরে নির্ভর করে এই সময় কিছুটা কমবেশিও হতে পারে।
বাংলাদেশ থেকে কাতারের দূরত্ব কত কিলোমিটার
বিভিন্ন প্রয়োজনে আমাদের বাংলাদেশ থেকে কাতারের দূরত্ব কত কিলোমিটার জানার প্রয়োজন হয়ে পড়ে। গুগল ম্যাপের তথ্য অনুযায়ী বাংলাদেশ থেকে কাতারের দূরত্ব হলো ৩,৯৫১ কিলোমিটার বা ২,৪৫৪ মাইল।
এছাড়াও rome2rio.com এর তথ্য অনুযায়ী বাংলাদেশ থেকে কাতার যাওয়ার সবচেয়ে সহজ ও দ্রুতগামী রুট ৫ ঘন্টা ৫৫ মিনিট। বাংলাদেশ এবং কাতারের মধ্যে দূরত্ব হলো ৪১২২ কিলোমিটার বা ২,৫৬০ মাইল।
বাংলাদেশ ও কাতারের সময়ের ব্যবধান কত?
কাতার বাংলাদেশের পশ্চিমে অবস্থিত এবং এই দুই দেশের সময়ের ব্যবধান ৩ ঘন্টা। বাংলাদেশ কাতারের সময় থেকে ৩ ঘন্টা এগিয়ে। উদাহরণস্বরূপ, যদি বাংলাদেশের সময় বিকাল ৩টা হয়, তাহলে কাতারের সময় হবে দুপুর ১২ টা।
কাতার যেতে কত টাকা খরচ হবে?
একজন ব্যক্তির কাতার যেতে কত টাকা খরচ হবে সেটা নির্ভর করবে তার যাতায়াতের উপর। অর্থাৎ আপনি যদি ওয়ার্ক পারমিট ভিসায় কাতার যেতে চান তাহলে এক ধরনের খরচ আসবে। আবার আপনি যদি স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষার জন্য কাতার যেতে চান তাহলে আরেক ধরনের খরচ আসবে। ভিসার ভিন্নতায় সর্বনিন্ম ৩ লক্ষ টাকা এবং সর্বোচ্চ ৫/৬ লক্ষ টাকা খরচ হতে পারে।
বাংলাদেশ থেকে কাতার বিমানের ভাড়া কত?
বাংলাদেশ থেকে কাতার বিমানের ভাড়া কত সেটি নির্ভর করবে আপনার যাতায়াতের ধরনের উপর। বাংলাদেশ থেকে কাতার যাওয়ার বিভিন্ন রুট রয়েছে যেমন: নরমাল, মিডিয়াম, ভিআইপি, ওয়ান ওয়ে, রাউন্ড ওয়ে ইত্যাদি। যেগুলো উপর নির্ভর করে আপনার টিকেট মূল্য কম বেশি হয়ে থাকে।
Wego এর তথ্য অনুযায়ী বাংলাদেশ থেকে কাতারের সবচেয়ে কম মূল্যের টিকেট হলো চিটাগাং টু ডোহা (৫ ঘন্টা ২০ মিনিট) যেটির বিমানের ভাড়া হলো ৪৫,৫৩৭.৪৯ টাকা। বাংলাদেশ থেকে কাতারের সবচেয়ে জনপ্রিয় এয়ারলাইন্স গুলো হলো:
- Biman Bangladesh Airlines
- IndiGo
- Qatar Airways
- US-Bangla Airlines
- SriLankan Airlines
- Vistara
- Air Arabia
- Salam Air ও
- SpiceJet
কাতারে কোন কাজের চাহিদা বেশি?
কাতারে বিভিন্ন ধরনের কাজের চাহিদা রয়েছে তবে নিম্নের সবচেয়ে বেশি চাহিদা বহুল কিছু কাজের তালিকা তুলে ধরা হলো যেমন:
- কনস্ট্রাকশন শ্রমিক।
- ইলেকট্রিশিয়ান।
- ওয়েল্ডার।
- মেকানি।
- ড্রাইভিং
- ফুড প্যাকেজিং
- ক্লিনার
- ফ্যাক্টরি জব
- হোটেল ও রেস্টুরেন্ট কর্মী ইত্যাদি।
আশাকরি, আর্টিকেলটি পড়ে আপনি বাংলাদেশ থেকে কাতার যেতে কত সময় লাগে, বাংলাদেশ থেকে কাতারের দূরত্ব কত কিলোমিটার, কাতার যেতে কত টাকা খরচ হবে, কাতারে কোন কাজে চাহিদা বেশি এবং কাতারের প্লেন ভাড়া কত এইসব বিষয়ে বিস্তারিত জানতে পেরেছেন। এরকম আরো গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন Onlinesheba24 ওয়েবসাইটে।
আরো জানুনঃ
বাংলাদেশ থেকে মালয়েশিয়ার দূরত্ব কত কিলোমিটার ও কত সময় লাগে
বাংলাদেশ থেকে চীনের দূরত্ব কত কিলোমিটার ও যেতে কত সময় লাগে?