ব্রুনাই ভিসার দাম কত এবং ভিসা পেতে কত দিন লাগে।
ব্রুনাই ভিসার দাম কত বা ব্রুনাই যেতে কত টাকা লাগে? এ বিষয়ে বিস্তারিত জানুন আজকের পোস্টে। ব্রুনাই দক্ষণি পূর্ব এশিয়ার একটি মুসলীম সমৃদ্ধশালী রাষ্ট্র। এর সরকারি ভাষা মালয়। আয়তনের দিক থেকে ব্রুনাই ৫,৭৬৫ বর্গকিলোমিটারের দেশ হলেও একটি একটি উন্নত ও সমৃদ্ধশীল দেশ। তাই এশিয়ান মানুষদের নিকট ব্রুনাই এর আলাদা একটি কদর রয়েছে। আপনিও যদি ব্রুনাই যাওয়ার চিন্তাভাবনা করে থাকেন এবং জানতে চান ব্রুনাই ভিসার দাম কত বা ব্রুনাই যেতে কত টাকা লাগে তাহলে সম্পূর্ণ আর্টিকেলটি ধৈর্য সহকারে পড়ুন।
ব্রুনাইতে কি কি ভিসায় যাওয়া যায়?
প্রতিবছর ব্রুনাই সরকার বিভিন্ন ধরনের ভিসা অফার করে থাকে। যেগুলো যেকোন একটিতে আপনি আবেদন করে ব্রুনাই যাওয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে পারবেন। ব্রুনাই সরকার আন্তর্জাতিক নাগরীকদের জন্য যেসকল ভিসা অফার করে থাকে তাহলো:
- ওয়ার্ক পারমিট ভিসা।
- টুরিস্ট ভিসা।
- সুডেন্ট ভিসা।
- মেডিকেল ভিসা ও
- বাণিজ্যিক ভিসা ইত্যাদি।
তবে এ সকল ভিসায় আপনি নিজে সরাসরি আবেদন করলে খুব কম খরচের ভিতরে ব্রুনাই যেতে পারবেন। কিন্তু যদি কোন দালাল বা এজেন্সির সাহায্যে ভিসা প্রসেসিং করাতে চান তাহলে কিছু টাকা বেশি গুনতে হবে।
এছাড়াও আপনি যদি সরকারি ভাবে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়েমেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড অর্থাৎ বোয়েসেল কর্তিক ব্রুনাই ভিসা আবেদন করেন তাহলে খুব কম খরচে ব্রুনাই যেতে পারবেন। মোট কথা ব্রুনাই যেতে একজন ব্যক্তির কত টাকা খরচ হবে তা ভিসা প্রেসেসিং এর উপর নির্ভর করে কম বেশি হতে পারে।
ব্রুনাই ভিসার দাম কত/ ব্রুনাই যেতে মোট কত টাকা লাগে?
ব্রুনাই ভিসার দাম কত বা ব্রুনাই যেতে কত টাকা লাগে। প্রশ্ন দুটি একে অপরের পরিপূরক। সুতারাং যেকোন একটি প্রশ্নের উত্তর পেলেই আপনি ব্রুনাই ভিসা প্রসেসিং খরচ সম্পর্কে জানতে পারবেন।
আপনি যদি সরকারিভাবে ব্রুনাই ওয়ার্ক পারমিট ভিসায় আবেদন করেন। তাহলে আপনকে ৪৫,০০০ থেকে ৬০,০০০ টাকা পর্যন্ত খরচ করতে হবে। কিন্তু আপনি যদি কোন এজেন্সি বা দালালের সাহায্যে ব্রুনাই ওয়ার্ক পারমিট আবেদন করেন তাহলে আপনাকে ২ থেকে ৪ লক্ষ টাকা খরচ করতে হবে।
অন্যদিকে আপনি যদি টুরিস্ট ভিসায় ব্রুনাই যেতে চান তাহলে ৮০ হাজার থেকে ১ লক্ষ ৫০ হাজার টাকা খরচ হবে। স্টুডেন্ট ভিসায় ব্রুনাই যেতে ১ লক্ষ থেকে ২ লক্ষ ৫০ হাজার টাকা খরচ হবে। বাণিজ্যিক কাজে ব্রুনাই যেতে চাইলে ব্রুনাই ভিসার দাম পড়বে ১ লক্ষ থেকে ২ লক্ষ টাকা। আর যদি মেডিকেল টেস্ট বা ব্রুনাই চিকিৎসার জন্য যেতে চান তাহলে আপনাকে কম পক্ষে ৮০ হাজার থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা পর্যন্ত খরচ করতে হতে পারে।
ব্রুনাই ভিসার মেয়াদ কত বছর?
ব্রুনাই ভিসার দাম কত জেনেছি। অনেকে জানতে চান ব্রুনাই ভিসার মেয়াদ কত বছর। ব্রুনাইয়ের ভিসার মেয়াদ ৫ (পাঁচ) বছর পর্যন্ত হয়ে থাকে। তবে ব্রুনাই যেতে হলে কমপক্ষে ৬ মাস মেয়াদী পাসপোর্ট প্রয়োজন হবে।
ব্রুনাই ভিসা পেতে কত দিন লাগে?
উপরের পয়েন্ট গুলোতে আমরা ব্রুনাই ভিসার দাম কত সম্পর্কে আলোচনা করেছি। এখন আমরা জানবো ব্রুনাই ভিসা পেতে কত দিন লাগে? আপনি যদি সরকারিভাবে ব্রুনাই যেতে চান তাহলে আপনার কমপক্ষে ২-৩ মাস সময় লাগতে পারে। তবে নিজে নিজে বা কোন এজেন্সি বা দালালের সাহায্য ব্রুনাই ভিসা পেতে ৪-৫ মাস পর্যন্ত সময় লাগতে পারে। যদিও পূর্বে আরোও কম সময়ের মধ্যে ব্রুনাই ভিসা পাওয়া যেত।
ভারত থেকে ব্রুনাই যাওয়ার উপায়
ব্রুনাই ভিসার দাম কত আগেই জেনেছি। আপনি যদি ইন্ডিয়ান নাগরিক হয়ে থাকেন অথবা ভারত হয়ে ব্রুনাই যেতে চান তাহলে আপনাকে প্রথমে ব্রুনাই ভিসা আবেদন করতে হবে। সরাসরি ব্রুনাই ভিসা আবেদন করতে প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে ভারত ব্রুনাই এম্বাসিতে দাখিল করুন। তারপর ভিসা হলে আপনি ভারত থেকে ব্রুনাই যেতে পারবেন।
আশাকরি, আর্টিকেলটি পড়ে আপনি ব্রুনাই ভিসার দাম কত, ব্রুনাই যাওয়ার উপায় ও খরচ সম্পর্কে জানতে পেরেছেন। এরকম আরোও গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।
আরো জানুনঃ
কম্বোডিয়া ভিসা প্রসেসিং ও ভিসার দাম কত
কাতার মজলিস ভিসা দাম ও বেতন কত জেনে নিন।
জার্মানি যেতে কত টাকা লাগে জেনে নিন।
অস্ট্রেলিয়া ভিসা ফি ফর বাংলাদেশী।