কানাডা ভিসা ফি ফ্রম বাংলাদেশ। Canada Visa Fee

শেয়ার করুন

কানাডা ভিসা ফি ফ্রম বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশিদের জন্য কানাডা ভিসা ফি। কোন ভিসা কত টাকা কখন কিভাবে দিতে হবে বিস্তারিত আলোচনা থাকছে আজকের পোস্টে।

বর্তমানে কানাডা ভিবিন্ন ধরনের ভিসা চালু আছে। যেগুলোতে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের নাগরিক আবেদন করতে পারবেন। কিন্তু কোন ভিসায় কত টাকা ফি সেটা আগে জেনে নেওয়া জারুরি। তাহলে ভিসা ফি সংগ্রহ করতে বা ভিসা ফি পরিশোধ করতে সুবিধা হয়। তাই আজকের পোস্টে কানাডা ভিসা ফি ফ্রম বাংলাদেশ নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে।

কানাডা ভিসা ফি ফ্রম বাংলাদেশ জেনে নিন

কানাডা ভিসা ফি ফ্রম বাংলাদেশ এ কানাডায় যেসকল ভিসা উন্মুক্ত আছে সেগুলো হল:

  • ওয়ার্ক ভিসা
  • স্টুডেন্ট ভিসা
  • টুরিস্ট ভিসা ও
  • বিজনেস ভিসা
  • ফ্যামিলি ভিসা

আপনি চাইলে দুটি উপায়ে কানাডা ভিসা আবেদন করতে পারেন। আর সেগুলো হলো সরাসরি নিজে আবেদন করার মাধ্যমে এবং এজেন্সির মাধ্যমে। এজেন্সি ও সরাসরি আবেদন করতে কত টাকা ফি আসবে সেটা জেনে নেই এই পোস্টে।

কানাডা টুরিস্ট ভিসা ফি

কানাডা টুরিস্ট ভিসা ফি

আপনি যদি নিজে নিজে কানাডিয়ান টুরিস্ট ভিসা/ভিজিট ভিসা পেতে চান তাহলে আপনাকে দুটি পেমেন্ট করতে হবে। একটি হচ্ছে Bio metrics fees অন্যটি হচ্ছে Visa fee। বায়োমেট্রিক্স ফি হচ্ছে ৮৫$ কানাডিয়ান ডলার। যেটি বাংলাদেশি টাকা ৬৯৪২ টাকা। এবং ভিসা ফি হচ্ছে ১০০$ কানাডিয়ান ডলার যেটা বাংলাদেশি টাকায় ৮,১৬৭ টাকা। সর্বমোট ১৮৫$ কানাডিয়ান ডলার অর্থাৎ ১৫,১১০ টাকা।

এছাড়াও আরো অন্যান্য কিছু খরচ আসতে পারে যেমন পেপার Notary fee. এটি একেক জায়গায় একেক রকমের হয়ে থাকে। আপনি চাইলে ঢাকা মুহাম্মদপুর টাউন হল থেকে Notary করাতে পারেন। এভারেজ Cost ২০০০ টাকার কাছাকাছি হতে পারে। তাহলে আপনার ৩টি খচর মিলে সর্বমোট ফি পরিমাণ দাড়ায় ১৭,১১০ টাকা।

সুতারাং আপনি সর্বমোট ১৭,১১০ টাকার মধ্যে নিজে নিজে কানাডিয়ান ভিজিটর ভিসার জন্য আবেদন করতে পারবেন। কিন্তু আপনি যদি কোন এজেন্সির সাহায্যে কানাডিয়ান টুরিস্ট ভিসার জন্য আবেদন করেন তাহলে তারা অনেক বেশি টাকা চার্জ করতে পারে। তাই চেষ্টা করুন নিজে নিজে অনলাইনে কানাডিয়া টুরিস্ট ভিসার জন্য আবেদন করতে।

কানাডা ওয়ার্ক পারমিট ভিসা ফি

সম্প্রতি কানাডিয়ান সরকারি The Recognized employer pilot program (REP) এর আয়ত্তায় বাংলাদেশ ও অন্যান্য দেশ থেকে প্রচুর লোক নেওয়ার গোষণা করেন। আপনি চাইলে এই সুবাদে কম খরচের মধ্যে কানাডায় যেতে পারেন। তবে বিভিন্ন তথ্য সুত্র জানা গেছে কানাডিয়ান ওয়ার্ক পারমিট ভিসা ফি এটা মূলত অনেক কিছুর উপর নির্ভর করে কম বেশি হতে পারে। তাবে সাধারণত ৩ থেকে ৪ হাজার কানাডিয়ান ডলার থেকে এটি শুরু হতে পারে। যেটা বাংলাদেশি মুদ্রায়া প্রায় ২,৪৫,০৩১ থেকে ৩,২৬,৭০৮ টাকা।

কানাডা স্টুডেন্ট ভিসা ফি। Canada Student Visa Fee

কানাডা ভিসা ফি ফ্রম বাংলাদেশ এই পোস্টে এবার জনাবো স্টুডেন্ট ভিসা ফি সম্পর্কে। বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশ থেকে প্রতিবছর অসংখ্য স্টুডেন্ট হাফ স্কলারশিপ ও ফুল ফাউন্ড স্কলারশিপ নিয়ে কানাডায় উচ্চ শিক্ষার জন্য আসেন। আবার অনেকে স্টুডেন্ট ভিসায় কানাডায় আসতে চাচ্ছেন। তাদের কানাডিয়ান স্টুডেন্ট ভিসা ফি সম্পর্কে জেনে নেওয়া উচিত। কানাডিয়ান স্টুডেন্ট ভিসা ফি এটা ইউনিভার্সিটি ও স্কলারশিপের ধরনের উপর নির্ভর করবে। তাই সঠিকভাবে এই তথ্য দেওয়া সম্ভব নয়।  তবে ধারণা করা যায় এই খরচ ২০০$ থেকে ৩৫০$ এর মধ্যে হতে পারে।

আশা করি আর্টিকেলটি পড়ে আপনারা বুঝতে পেরেছেন কানাডা ভিসা ফি ফ্রম বাংলাদেশ কত আসতে পারে। এরকম গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে। এই পোস্ট রিলেটেড কোন কিছু জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।

আরো জানতে পড়ুনঃ

বাংলাদেশে কানাডার এম্বাসি কোথায় জেনে নিন।

কানাডা শ্রমিক ভিসা। Canada Worker Visa

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *