কানাডা ভিজিট ভিসা প্রসেসিং টাইম। Canada Visit Visa Time
কানাডা ভিজিট ভিসা প্রসেসিং টাইম সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। আমাদের মধ্যে এমন অনেকে আছেন কানাডা যেতে ইচ্ছুক। আবার ইতিমধ্যে অনেকে কানাডা ভিজিট ভিসা আবেদন করেছেন। কিন্তু এখন জানতে চাচ্ছেন Canada visit processing time কত দিন। চালুন তাহলে জেনে নি কানাডা ভিজিট ভিসা প্রসেসিং টাইম সম্পর্কে।
কানাডা ভিজিট ভিসা প্রসেসিং টাইম
এই পোস্টে দেওয়া সকল তথ্য IRCC অর্থাৎ Immigration, Refugees and Citizenship Canada ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে। তাই এখানে কোন ধরনের ভুল তথ্যের সম্ভাবনা নেই। চলুন তাহলে IRCC থেকে কানাডা ভিজিট ভিসা প্রসেসিং টাইম সম্পর্কে বিস্তারিত জেনে নিন।
IRCC তথ্য অনুযায়ী একজন বাংলাদেশি নাগরিকের Canada visit processing time সর্বনিম্ন ৩৯ দিন। তবে কোন কোন ক্ষেত্রে IRCC দেওয়া সময়ের পূর্বেও কানাডা ভিজিট ভিসা পাওয়া যায় বলে জানা গেছে।
মূলত IRCC দেওয়া তথ্য অনুযায়ী ৩৯ দিন গণনা শুরু হবে Visa application করার পর biometric instruction letter আসার পর বায়োমেট্রিক অ্যাপোয়েন্টমেন্ট জমা দেওয়ার পর থেকে ৩৯ দিন গণনা শুরু হবে।
IRCC থেকে কানাডা ভিজিট ভিসা প্রসেসিং টাইম চেক করুন
Canada visit processing time এটি পরিবর্তনশীল হওয়ায়। আপডেট কানাডা ভিজিট ভিসা প্রসেসিং টাইম জানতে সরাসরি IRCC ওয়েবসাইটে ভিজিট করার মাধ্যমে TRV Processing time সম্পর্কে জানতে পারবেন। অনলাইনে Canada visit processing time চেক করতে প্রথমে ফোনের ইন্টারনেট সংযোগটি অন করুন।
তারপর ফোনে থাকা যেকোন ব্রাইজারের সার্চবারে “Canada visit visa processing time” লিখে সার্চ করুন। তাহলে অনেক গুলো ওয়েবসাইট পেয়ে যাবেন। সেখান থেকে ২য় ওয়েবসাইট অর্থাৎ canada.ca ওয়েবসাইটে প্রবেশ করুন। তাহলে আপনি এরকম একটি পেইজ দেখতে পাবেন।
এখন একটু নিচে স্ক্রোল করুন। তারপর Select an application type থেকে আপনার অ্যাপ্লিকেশন ধরণ নির্বাচন করুন। ভিজিট ভিসা প্রসেসিং টাইম জানতে ‘Temporary residence’ সিলেক্ট করুন। তারপর Which temporary residence থেকে ‘Visitor visa (From outside Canada)’ সিলেক্ট করুন। সর্বশেষ ‘Where are you applying from’ থেকে আপনার লোকেশন নির্বাচন করুন। আপনি যদি ইন্ডিয়া থেকে হয়ে থাকেন তাহলে India সিলেক্ট করুন। আর যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন Bangladesh সিলেক্ট করুন।
সবগুলো অপশন সিলেক্ট করার পর ‘Get processing time’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনি আপনার দেশের জন্য সর্বশেষ কানাডা ভিজিট ভিসা প্রসেসিং টাইম আপডেট জানতে পাবেন।
কিভাবে কম সময়ে কানাডা ভিজিট ভিসা প্রসেসিং করবেন
মূলত কানাডা ভিজিট ভিসা হাতে পাওয়ার পর পাসপোর্ট জমা দেওয়া সহ যাবতীয় কাজ করতে কমপক্ষে ২-৩ মাস সময় প্রয়োজন হতে পারে। সুতারাং আপনার ট্রাভেল টাইম নির্ধারণ করার পূর্বে IRCC থেকে আপডেট টাইম জেনে নিন। তারপর ভিসা সহ যাবতীয় টাইম মিলিয়ে কমপক্ষে ১-২ মাস সময় ধরে নিয়ে ভিজিটিং প্ল্যান করুন।
আর আপনি যদি কম সময়ের মধ্যে কানাডা ভিজিট ভিসা প্রসেসিং করতে চান তাহলে যেটি করবেন তাহলো সকল ডকুমেন্ট ক্লিয়ারলি দেওয়ার চেষ্টা করুন। যেমন: Country Ties, Financial solvency, Travel history, Source of income, Tax file ইত্যাদি। একটি ডকুমেন্টের সাথে অপর ডকুমেন্টের সামঞ্জস্য বাজায় রাখুন। তাহলে কম সময়ের মধ্যে কানাডা ভিজিট ভিসা প্রসেসিং হয়ে যাবে।
আশা করি আর্টিকেলটি পড়ে কানাডা ভিজিট ভিসা প্রসেসিং টাইম সম্পর্কে একটা Clearly ধারণা পেয়ে গেছেন। এই ধরনের ইনফরমেটিভ ও গুরুত্বপূর্ণ তথ্য পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে। এই পোস্ট রিলেটেড যদি কোন তথ্য বা প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট করতে ভুলবেন না এবং বন্ধুদের মাঝে এই পোস্টটি শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ।
আরো জানুনঃ
বাংলাদেশে কানাডার এম্বাসি কোথায় জেনে নিন।