কানাডার মুদ্রার নাম কি জানুন।

শেয়ার করুন

কানাডার মুদ্রার নাম কি, কানাডার ১ ডলার বাংলাদেশের কত টাকা, কানাডার মুদ্রার মান কত, কানাডার ১০০০ টাকা বাংলাদেশের কত টাকা এ সব বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ পোস্টটি পড়ার অনুরোধ রইল।

কানাডার মুদ্রার নাম কি

ইউরোপের রাষ্ট্র গুলোর মধ্যে বাংলাদেশ ও ইন্ডিয়ানদের কাছে সবচেয়ে পছন্দের একটি দেশ হলো কানাডা। এটি উত্তর আমেরিকার উত্তরাংশে অবস্থিত একটি দেশ। কানাডার রাজধানী অটোয়া এবং সরকারি ভাষা ফারসি ও ইংরেজি। কানাডার  মুদ্রার নাম হলো ‘কানাডীয় ডলার’। যার সাংকেতিক চিহ্ন $। তবে মাঝে মাঝে অন্যান্য ডলার থেকে এই ডলারকে আলাদা করার জন্য C$ এ ধরনের চিহ্ন ব্যবহার করা হয়। কানাডার মুদ্রার কোড হিসেবে CAD কে ব্যবহার করা হয়। এবং কানাডার মুদ্রাকে আঞ্চলিক ভাষায় লুনি ও বাক বলে ডাকা হয়।

কানাডার ডলার বাংলাদেশের কত টাকা

কানাডার মুদ্রার নাম কি জেনেছি। অনেক বাংলাদেশি ও ইন্ডিয়ান ভাইয়েরা কানাডায় প্রবাসরত আছেন। আবার অনেকে কানাডায় যাওয়ার চিন্তাভাবনা করছেন। তাদের সকলের জানা প্রয়োজন কানাডার ১$ ডলার বাংলাদেশির কত টাকা ও ইন্ডিয়ার কত রুপি। গুগলের তথ্য মতে কানাডার ১$ ডলার বাংলাদেশের ৮১.৩১ টাকা। অর্থাৎ কানাডীয়ান ১$ বাংলাদেশি মুদ্রায় ৮১ টাকা ৩১ পয়সা। অন্যদিকে কানাডার ১$ ডলার ইন্ডিয়ার ৬১.৭৪ রুপি। অর্থাৎ কানাডার ১ টাকা ইন্ডিয়ার ৬১ রুপি ৭৪ পয়সা।

কানাডার ১০০০ টাকা বাংলাদেশের কত টাকা

কানাডার মুদ্রার নাম কি জেনেছি। এবার অনেকে জানতে চান কানাডার ১০০০ টাকা মানে ১০০০$ বাংলাদেশের কত টাকা এবং ইন্ডিয়ার কত রুপি। আমরা ইতিপূর্বে দেখেছি কানাডার ১$ বাংলাদেশের ৮১.৩১ টাকা এবং ইন্ডিয়ার ৬১.৭৪ পয়সা। সেই হিসেবে ১০০০ কানাডীয় ডলার বাংলাদেশের ৮১.৩১*১০০০= ৮১,৩১০ টাকা। অর্থাৎ কানাডার ১০০০ টাকা বাংলাদেশের ৮১ হাজার ৩ শত ১০ টাকা।

আমরা আরোও জানি কানাডার ১$ ইন্ডিয়ার ৬১.৭৪ রুপি। তাহলে কানাডার ১০০০$ ইন্ডিয়ার ৬১.৭৪*১০০০= ৬১,৭৪০ রুপি। অর্থাৎ কানাডার ১০০০ ডলার ইন্ডিয়ান মুদ্রায় ৬১ হাজার ৭ শত ৪০ রুপির সমান।

কানাডার মুদ্রার নাম কি

কানাডার টাকার মান কত?

কানাডার মুদ্রার নাম কি জানার পর এ পর্যায়ে আমরা বিভিন্ন মুদ্রায় কানাডার টাকার মান সম্পর্কে জানবো। যেটি আপনাকে কানাডীয় মুদ্রা লেনদেনে অনেক সাহায্য করবে। যেমন:

  • ১ কানাডীয় ডলার বাংলাদেশের ৮১.৩১ টাকা।
  • ১ কানাডীয় ডলার ইন্ডিয়ার ৬১.৭৪ রুপি।
  • ১ কানাডীয় ডলার আমেরিকার ০.৭৪ মার্কিন ডলার।
  • ১ কানাডীয় ডলার সৌদির ২.৭৯ রিয়াল।
  • ১ কানাডীয় ডলার ওমানের ০.২৯ ওমানি রিয়াল।
  • ১ কানাডীয় ডলার মালয়েশিয়ার ৩.৫০ রিংগিত।
  • ১ কানাডীয় ডলার সিঙ্গাপুরের ১.০০ সিঙ্গাপুর ডলার।
  • ১ কানাডীয় ডলার ০.৬৮ ইউরো সমান।

আশা করি আর্টিকেলটি পড়ে আপনারা কানাডার মুদ্রার নাম কি, কানাডার ১ ডলার বাংলাদেশের কত টাকা, কানাডার মুদ্রার মান কত, কানাডার ১০০০ টাকা বাংলাদেশের কত টাকা এ সব বিষয়ে বিস্তারিত জানতে পেরেছেন। এরকম আরোও গুরুত্বপূর্ণ পোস্ট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।

আরো জানুনঃ

কানাডা শ্রমিক ভিসা।

অস্ট্রেলিয়া বেতন কত?

জাপানে সর্বনিম্ন বেতন কত জেনে নিন।

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *