ক্যাথারসিস মেডিকেল রিপোর্ট চেক।
ক্যাথারসিস মেডিকেল রিপোর্ট চেক করা এখন খুবই সোজা। হ্যালো বন্ধুরা আপনারা যারা মালয়েশিয়াতে/বাংলাদেশে আছেন অনেকেই কেথারসিস মেডিকেল করে থাকেন। কিন্তু কিভাবে এই মেডিকেল রিপোর্ট চেক করবেন অনলাইনে সেটা জানেন না। আজ আমি এই পোস্টে দেখাবো কিভাবে আপনি ক্যাথারসিস মেডিকেল রিপোর্টটি খুব সহজে চেক করবেন। শুধু তাই নয় কিভাবে আপনি আপনার মেডিকেল রিপোর্টটি পিডিএফ আকারে ডাউনলোড করবেন সেটিও দেখাবো।
তবে সব কিছু দেখানোর আগে আমি একটি কথা আপনাদেরকে বলবো। মেডিকেল চেক করার পর অবশ্যই আপনি ফিট হয়ে থাকলে টাকা জমা দিবেন অন্যথায় কোন অবস্থাতেই কোন দালালকে টাকা দিবেন না। সুতরাং টাকা দেওয়ার আগে অবশ্যই আপনি নিচের নিয়মে আপনার মেডিকেল রিপোর্টটি দেখে তারপর টাকা জমা দিবেন।
মেডিকেল করার পর ৪ থেকে ৫ দিন পর আপনি নিজেই আপনার স্মার্টফোন অথবা ল্যাপটপে ক্যাথারসিস মেডিকেল রিপোর্ট চেক করে এবং পিডিএফ ফাইলটি ডাউনলোড করে সকল তথ্য দেখে নিবেন। চলুন দেখে নেই নিয়মটি।
ক্যাথারসিস মেডিকেল রিপোর্ট চেক করার নিয়ম
- ক্যাথারসিস মেডিকেল রিপোর্ট চেক করতে প্রথমে আপনার ল্যাপটপে কিম্বা স্মার্টফোনে ইন্টারনেট সংযোগ সচল করুন।
- ক্রোমো ব্রাউজার ওপেন করে এই https://cmcl.boems.co/result ঠিকানাটা লিখে ইন্টার বাটনে চাপুন।
- আপনি সরাসরি ওয়েবসাইটে ঢুকতে চাইলে পোস্টটি পড়ে এইখানে ক্লিক করুন।
- নিচের পেজটি দেখতে পাবেন।
- এবার প্রথম ঘরে আপনার পাসপোর্ট নাম্বারটি লিখুন।
- দ্বিতীয় ঘরে ক্যাপচা পূরণ করুন।
- এবার সাবমিট করুন বাটনে ক্লিক করুন।
- পাসপোর্ট নাম্বার ঠিক থাকলে এবং ক্যাপচা সঠিক থাকলে আপনি নিচের পেজটি দেখতে পাবেন।
এখানে আপনার সকল তথ্য দেখতে পাবেন। যেমন, আপনার নাম পাসপোর্ট নাম্বার, জন্ম তারিখ, ফিট অথবা আনফিটের তথ্য এবং আপনার মেডিকেল রিপোর্টের ডাউনলোড অপশন।
ক্যাথারসিস মেডিকেল রিপোর্ট চেক করার পর তথ্যটি ডাউনলোড করতে ডাউনলোড অপশন এ ক্লিক করুন।
নিচের পেজটির মতো একটি পেজ দেখতে পাবেন।
এই পেজে আপনি আপনার ব্যক্তিগত সকল তথ্যাদি সহ ক্যাথারসিস মেডিকেল রিপোর্ট এর সকল তথ্য দেখতে পাবেন।
এভাবে আপনি খুব সহজেই হাতে থাকা স্মার্টফোন দিয়ে খুব সহজে ক্যাথারসিস মেডিকেল রিপোর্ট চেক করতে পারবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
আরো জানুনঃ
মালয়েশিয়া CIDB কার্ড চেক করুন ১ মিনিটে।
ফিঙ্গারপ্রিন্ট চেক অনলাইনে খুব সহজে।
সৌদি মেডিকেল চেক করুন নতুন নিয়মে।