DESCO বিদ্যুৎ বিল চেক ও পরিশোধের নিয়ম। (DESCO Postpaid Bill Check)
DESCO বিদ্যুৎ বিল চেক নিয়ে আমরা অনেক সময় নানা বিভ্রান্তির মধ্যে পড়ে থাকি। আপনি যদি ডেসকোর মিটার ব্যবহার করে থাকেন তাহলে আজকের পোস্টটি আপনার জন্য । এই পোস্টে আমরা জানবো কিভাবে বিল দেখা যায়। কত টাকা ব্যালেন্স আছে। কোন মাসে কত টাকা খরচ করেছি অথবা রিচার্জ করেছি ইত্যাদি। এই সকল তথ্য এছাড়াও DESCO অ্যাপ ব্যবহার করে কিভাবে খুব সহজে অনলাইনে DESCO ( Dhaka Electric Supply Company Limited) বিদ্যুৎ বিলের সব খুঁটিনাটি দেখতে পারবেন।
ধরুন আপনি বাসা থেকে অনেক দূরে আছেন অথবা দেশের বাইরে আছেন। আপনার বাড়ির বৈদ্যুতিক মিটারে কত টাকা অবশিষ্ট আছে। কত টাকা খরচ হয়েছে অথবা টাকা শেষ হয়েছে কিনা সবকিছু খুব অল্প সময়ে দেখতে পারবেন। শুধু তাই না সেখান থেকে আপনি চাইলে মিটারে টাকা রিচার্জ করে দিতে পারবেন। তো চলুন দেখে নেই ডেসকোর বিদ্যুৎ বিল চেক সহ সব নিয়ম কানুন।
DESCO বিদ্যুৎ বিল চেক ( পোস্টপেইড/ প্রিপেইড) করার নিয়মঃ
DESCO বিদ্যুৎ বিল চেক করার ক্ষেত্রে প্রথমে আপনার স্মার্ট মোবাইলের গুগল প্লে-স্টোর ওপেন করুন। সার্চ অপশনে DESCO লিখে সার্চ করলে প্রথমে Desco চলে আসবে এবার install এ ক্লিক করুন। কিছুক্ষণ পর ইনস্টল হলে অ্যাপটি ওপেন করুন।
- আপনার ব্যবহারিত মোবাইল নাম্বার দিয়ে লগইন করুন। যদি পিন নাম্বার চায় সেক্ষেত্রে যে নাম্বার দিয়ে লগইন করেছেন সেই নাম্বারে যে কোর্ড যাবে সেটি দিয়ে Proceed এ ক্লিক করুন।
- মিটারটির ধরন সিলেক্ট করতে হবে অর্থাৎ মিটারটির প্রি-পেইড নাকি পোস্টপেইড সেটা সিলেক্ট করতে হবে।
- এরপর আপনার মিটারের অ্যাকাউন্ট নাম্বারটি প্রবেশ করিয়ে Add Account এ ক্লিক করুন। এভাবে আপনি একাধিক মিটারের একাউন্ট তৈরি করতে পারবেন।
- এবার একাউন্টের উপর ক্লিক করলে আমরা মিটারের তথ্য দেখতে পাবেন। এ পর্যায়ে মিটারে কত টাকা রিমেইনিং ব্যালেন্স আছে এবং কত টাকা খরচ হয়েছে DESCO বিদ্যুৎ বিল চেক সহ সকল তথ্য দেখতে পাবেন।
- এছাড়া এই পেজ বিভিন্ন সাবমেনু তে ক্লিক করে আপনি নিন্মের তথ্যগুলো দেখতে পারবেন।
আরো পড়ুনঃ আকাশ টিভি রিচার্জ করুন বিকাশ ও নগদ একাউন্ট থেকে ১ মিনিটে।
DESCO বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম
এখানে Recharge অপশনটিতে ক্লিক করে আমরা খুব সহজে ব্যাংকের ডেবিট অথবা ক্রেডিট কার্ড দিয়ে নির্দিষ্ট পরিমাণ টাকা রিচার্জ করতে পারবো। এক্ষেত্রে আপনাকে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা সিলেক্ট করে Proceed এ ক্লিক করতে হবে। পরবর্তী পেজে যাওয়ার পর কত টাকা রিচার্জ হবে, তাতে ভ্যাট এবং অন্যান্য খরচ গুলো ডিটেইলস দেখাবে।
এবার নিচে রিচার্জ/Pay bill অপশনে ক্লিক করুন। এই পর্যায়ে বিল পরিশোধ করার কিছু অপশন দেখাবে যেমন ভিসা কার্ড, মাস্টার কার্ড ইত্যাদি। আপনি চাইলে যে কোন একটি অপশন সিলেক্ট করে রিচার্জ করতে পারবেন।
ডেসকো বিদ্যুৎ বিলের ব্যালেন্স দেখার নিয়ম
DESCO বিদ্যুৎ বিল চেক এর ক্ষেত্রে Usages অপশনটিতে ক্লিক করলে আপনি আপনার ব্যবহৃত টাকার সকল তথ্য দেখতে পাবেন যেমন লাস্ট রিসার্চ কত করেছেন এবং কত টাকা অবশিষ্ট আছে ইত্যাদি। এছাড়া History এই অপশনে ক্লিক করে আপনি কোন তারিখে কত টাকা রিচার্জ করেছেন সেটা দেখতে পাবেন। এছাড়াও ডান পাশের ডাউনলোড বাটনে ক্লিক করে তথ্য ডাউনলোড করে নিচের পেজের মতো দেখতে পাবেন।
শেষ কথাঃ
DESCO বিদ্যুৎ বিল চেক সম্পর্কিত যেকোনো তথ্য আপডেট পেতে আপনি DESCO অ্যাপটি ব্যবহার করতে পারেন। আপনি প্রতিদিন এর ব্যবহার, ব্যালেন্স, রিমেনিং ব্যালেন্স, সবকিছু তথ্য পৃথিবীর যেকোন স্থান থেকে অনায়াসে দেখতে পারবেন এবং প্রয়োজনে রিচার্জ করতে পারবেন। লেখাটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করুন। ধন্যবাদ।
আরো জানুনঃ বিকাশ থেকে রকেটে টাকা পাঠানোর সহজ উপায় ২০২৩