ড্রাগ লাইসেন্স অনলাইন চেক।

শেয়ার করুন

ড্রাগ লাইসেন্স অনলাইন চেক করতে এই পোস্টটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত পড়ুন। আপনাদের যাদের ড্রাগ লাইসেন্স আছে সেটির কতদিন মেয়াদ আছে। নবায়ন করার পর সঠিকভাবে নবায়ন হয়েছে কিনা। ড্রাগ লাইসেন্সটি কার নামে আছে ইত্যাদি জানতে অনলাইনে ড্রাগ লাইসেন্সটি চেক করার প্রয়োজন।

আমাদের মধ্যে অনেকে আছেন ড্রাগ লাইসেন্স থাকা সত্ত্বেও লাইসেন্সটির মেয়াদ কতদিন আছে অথবা নবায়ন করতে হবে কিনা অর্থাৎ অনলাইনে চেক করতে জানেন না। তাদের জন্য আজকের এই পোস্ট। তো চলুন দেখে নেয়া যাক কিভাবে আপনি এই সহজ কাজটি অনলাইনে চেক করবেন।

ড্রাগ লাইসেন্স অনলাইন চেক করার নিয়ম

ড্রাগ লাইসেন্স অনলাইন চেক করতে প্রথমে আপনার মোবাইলে অথবা ল্যাপটপে ইন্টারনেট সংযোগ দিন।

গুগল ক্রম ব্রাউজার ওপেন করুন এবং সার্চ বারে Drug license check BD এটি লিখে সার্চ বাটনে ক্লিক করুন।

সার্চে থাকা প্রথম ওয়েবসাইটে ক্লিক করুন অথবা এখানে ক্লিক করুন। নিজের পেজ এর মত একটি পেজ ওপেন হবে।

ড্রাগ লাইসেন্স অনলাইন চেক

এই পেজের পুরাতন সাইট অপশনে ক্লিক করুন অথবা সরাসরি ওয়েবসাইটে যেতে এখানে ক্লিক করুন।

আবার একটি নতুন পেজ ওপেন।

ড্রাগ লাইসেন্স অনলাইন চেক

এবার মেনু বারের Pharmacies অপশনে ক্লিক করলে বিভিন্ন ক্যাটাগরির ফার্মাসি দেখতে পাবেন।

এখানে আপনি যে ক্যাটাগরির ফার্মাসি চেক করতে চান সেটি ক্লিক করুন।

আপনি যদি Allopatic Retail Pharmacy হয়ে থাকেন তাহলে প্রথম অপশন এ ক্লিক করুন।

ক্লিক করার পর নিচের পেজের মতো আরেকটি নতুন দেখতে পাবেন।

ড্রাগ লাইসেন্স অনলাইন চেক

ড্রাগ লাইসেন্স অনলাইন চেক করতে এই পেজে প্রথমে আপনি Choose a District অপশনে ক্লিক করে আপনার জেলা সিলেক্ট করুন। তারপর Upozilla/Thana অপশনে ক্লিক করে আপনার উপজেলা/ থানা সিলেক্ট করুন।

জেলা এবং উপজেলা সিলেক্ট করার পর আপনার সামনে আপনার উপজেলার সকল ফার্মেসির তালিকা দেখতে পাবেন।

ড্রাগ লাইসেন্স অনলাইন চেক

আপনি চাইলে উপরে সার্চ অপশনে আপনার ফার্মেসির নাম দিয়ে অতি সহজেই আপনার ড্রাগ লাইসেন্স এর সকল তথ্য দেখতে পারেন।

এই পেজে ড্রাগ লাইসেন্সের নাম্বার,নবায়নের তারিখ,ভালিডিটি ছাড়াও ডানে প্লাস বাটনে ক্লিক করে লাইসেন্সটি কার নামে আছে তার বিস্তারিত বিবরণ দেখতে পাবেন।

এভাবে খুব সহজে আপনার হাতে থাকা স্মার্ট মোবাইল দিয়ে ড্রাগ লাইসেন্স অনলাইন চেক করতে পারবেন। আশাকরি পোস্টটি আপনাদের অনেক উপকারে আসবে। এরকম গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে।

আরো জানুনঃ

পল্লী বিদ্যুৎ বিল চেক অনলাইনে।

অনলাইনে গ্যাস বিল চেক করুন খুব সহজে।

পল্লী বিদ্যুৎ মিটার আবেদন করুন সহজে।

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *