দুবাই লেবার কার্ড চেক করুন ১ মিনিটে।

শেয়ার করুন

দুবাই লেবার কার্ড চেক বা ওয়ার্ক পারমিট কার্ড চেক করা খুবই সোজা। আপনারা যারা দুবাইতে নতুন এসেছেন তাদের ভিসা প্রসেসিং এর সময় একটি লেবার কার্ড হয়ে থাকে। এই লেবার কার্ডটি একটিভ আছে কিনা সেটা জানা খুবই জরুরী। লেবার কার্ড ছাড়া কোন ভাবেই ভিসা পাওয়া সম্ভাব না।

আজ এই পোস্টে আমি খুব সহজ নিয়মে দেখিয়ে দেবো কিভাবে আপনি আপনার দুবাই লেবার কার্ড চেক বা ওয়ার্ক পারমিট কার্ড চেক করবেন। তো চলুন কথা না বাড়িয়ে কিভাবে আপনি আপনার দুবাই লেবার কার্ডটি চেক করবেন সেটি দেখেনি।

দুবাই লেবার কার্ড চেক করার নিয়ম। Dubai labour card check

  • দুবাই লেবার কার্ড চেক করতে প্রথমে আপনার হাতে থাকা স্মার্ট মোবাইলটির ইন্টারনেট সংযোগ অন করুন।
  • গুগল ক্রোমো ব্রাউজার অথবা যে কোন একটি ব্রাউজার ওপেন করুন।
  • ব্রাউজার ওপেন করার পর অ্যাড্রেস বারে inquiry.mohre.gov.ae এই ঠিকানাটা লিখে সার্চে ক্লিক করুন।
  • আপনি যদি সরাসরি দুবাই লেবার কার্ড চেক করার পেজে যেতে চান তাহলে পুরো পোস্টটি ভালো করে পড়ে নিয়ম জেনে এখানে ক্লিক করুন।
  • নিচের  পেজের মত একটি পেজ দেখতে পাবেন।

দুবাই লেবার কার্ড চেক

  • এই পেজের প্রথম অপশন থেকে Electronic Work Permit Information এটি সিলেক্ট করুন।
  • দ্বিতীয় অপশনে আপনি আপনার লেবার কার্ডের নাম্বারটি লিখুন।
  • ৩য় অপশনে ক্যাপচা পূরণ করুন অর্থাৎ বাম পাশে দেয়া সংখ্যা গুলো সঠিক করে লিখুন।
  • এবার সর্বশেষ SEARCH অপশনে ক্লিক করুন।
  • নিচের পেজের মতো একটি পেজ দেখতে পাবেন।

দুবাই লেবার কার্ড চেক

এই পেজে আপনি আপনার নাম,কোম্পানির সকল তথ্য দেখতে পাবেন। Electronic Work Permit Information অপশনটি Active আছে কিনা সেটাও দেখে নিতে পারেন। এভাবে আপনি খুব অল্প সময়ে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে দুবাই লেবার কার্ড চেক করে নিতে পারবেন। এরকম গুরুত্বপূর্ণ পোস্ট পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।

আরো জানতে পড়ুনঃ

সিঙ্গাপুর আইপি চেক।

মালয়েশিয়া মেডিকেল চেক অনলাইন।

মালয়েশিয়া ভিসা চেক।

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *