দুবাই ভিজিট ভিসা চেক করুন ১ মিনিটে।
দুবাই ভিজিট ভিসা চেক করুন সহজে। যারা ভিজিট ভিসায় দুবাই যেতে চান তারা অনেক সময়ে দালালের খপ্পরে পড়ে যান। দালাল ১ মাসের ভিসাকে ৩মাসের বলে অতিরিক্ত অর্থ নেন।
আপনি চাইলে আপনার হাতে থাকা স্মার্ট মোবাইল দিয়ে খুব সহজেই আপনার দুবাই ভিজিট ভিসা চেক করে এর মেয়াদ অর্থাৎ কত মাসের ভিসা পেয়েছেন সেটা দেখতে পাবেন। চলুন দেখে নেয়া যাক কিভাবে আপনি দুবাই ভিজিট ভিসা চেক করবেন সেই সোজা নিয়মটি।
দুবাই ভিজিট ভিসা চেক
দুবাই ভিজিট ভিসা চেক করতে প্রথমে আপনার স্মার্ট মোবাইল অথবা ল্যাপটপে ইন্টারনেট কানেকশন অন করুন।
এবার গুগল ক্রোমো ব্রাউজার ওপেন করে এড্রেস বারে https://smartservices.icp.gov.ae এই ঠিকানাটা লিখে ইন্টার বাটনে ক্লিক করুন।
আপনি যদি দুবাই ভিজিট ভিসা চেক করতে সরাসরি ওয়েব সাইটে যেতে চান তাহলে পুরো পোস্টটি ভালোভাবে পড়ে নিয়ম জেনে এখানে ক্লিক করুন।
ক্লিক করার পর আপনাকে নিজের পেজটিতে নিয়ে যাওয়া হবে।
এই পেজের বাম পাশের উপরের দিকে Public Services এ ক্লিক করুন।
নিচের পেজটির অনুরূপ আরেকটি পেজ ওপেন হবে।
এবার পেজের উপরে ডান পাশে File Validity তে ক্লিক করুন।
এবার এই পেজে দুবাই ভিজিট ভিসা চেক করার জন্য আপনাকে কিছু তথ্য প্রদান করতে। যেমনঃ
- প্রথমে File No টিক চিহ্ন দিন।
- দ্বিতীয় ঘরে Visa সিলেক্ট করুন।
- তিন নাম্বার ঘরে File No টিক চিহ্ন দিন।
- ৪ নম্বর ঘরে Four Parts টিক চিহ্ন দিন।
- ৫ নাম্বার ঘরে আপনার ভিজিট ভিসার উপরে যে নাম্বারটি আছে সে নাম্বারটি লিখে দেবেন। নাম্বারটি চারটি ভাগে ভাগ করা রয়েছে প্রথম ঘরে 301 তারপর পর্যায়ক্রমে লিখে দেবেন।
- ৬ নম্বর ঘরে আপনি যদি বাংলাদেশী হন তাহলে 207 লিখলে অটোমেটিক বাংলাদেশ সিলেক্ট হয়ে যাবে।
- সাত নম্বর ঘরে আপনার জন্ম তারিখ লিখুন।
- ৮ নম্বর ঘরে I’m not a robot এর ঘরে টিক চিহ্ন দিন (এক্ষেত্রে কোন কিছু সিলেক্ট করতে বললে সেটি সিলেক্ট করুন)।
- সর্বশেষ আপনার দেয়া সকল তথ্য সঠিক থাকলে Search অপশনে ক্লিক করুন।
Search এ ক্লিক করার পর আপনি আপনার দুবাই ভিজিট ভিসার সকল তথ্য সহ এক্সপায়ার ডেট দেখতে পাবেন।যেমনঃ
- File number
- File information
- Visa status
- Visa validity date
- File issues date
আশা করি, বুঝতে পেরেছেন কিভাবে হাতে থাকা স্মার্টফোন দিয়ে দুবাই ভিসা চেক করবেন। ভিসা, পাসপোর্ট, এনআইডি, জন্ম নিবন্ধন সহ গুরুত্বপূর্ণ কন্টেন্ট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।
দুবাই ভিসা চেক FAQ
- প্রশ্ন: File Validity অপশন পেতে সমস্যা হলে করণীয় কি?
- উত্তর: File Validity অপশন পেতে প্রবলেম হলে সাইটের হোম পেইজ থেকে 3 ডট অপশন থেকে Public Visa services সিলেক্ট করুন। তাহলে File Validity অপশন দেখতে পাবেন।
এখানে উল্লেখ্য যে, আপনি আপনার ভিজিট ভিসার এক্সপায়ার ডেট দেখে কত দিনের ভিসা পেয়েছেন সেটা নিশ্চিত হতে পারবেন।
আরো জানুনঃ
দুবাই লেবার কার্ড চেক করুন ১ মিনিটে।