কানাডা যাওয়ার যোগ্যতা। Eligibility to Canada

শেয়ার করুন

কানাডা যাওয়ার যোগ্যতা বা কানাডা যেতে কি কি রিকোয়ারমেন্ট পূরণ করতে হবে জানতে সম্পূর্ণ পোস্টটি পড়ার অনুরোধ রইল। কানাডা হল অনেকের কাছে স্বপ্নের দেশ। চাকরি বা কাজের উদ্দেশ্যে অনেকেই কানাডা যেতে আগ্রহ প্রকাশ করেন। কিন্তু কানাডা যাওয়ার যোগ্যতা বা কানাডা যেতে কি কি রিকোয়ারমেন্ট পূরণ করতে হবে জানেন না। আজকের পোস্টে কানাডা যাওয়ার যোগ্যতা ও বিস্তারিত শেয়ার করা হলো

কানাডা যাওয়ার যোগ্যতা গুলো কি কি?

সোশ্যাল মিডিয়া ফেসবুকসহ বিভিন্ন জায়গায় কানাডায় ওয়ার্ক পারমিট ভিসা লোভনীয় বিজ্ঞপ্তি দেওয়া হয়। যেখানে বলা হয় কোন রকম IELTS বা ডকুমেন্ট এর ঝামেলা ছাড়াই খুব সহজে কানাডা ওয়ার্ক পারমিট বিষয়ে যাওয়া যাবে। এটা কতটুকু সত্য বা যুক্তিসঙ্গত জানতে আমাদের সাথে থাকুন। কানাডা ধনী দেশগুলোর মধ্যে একটি। এটি ইউরোপের একটি দেশ। যেখানে মালয়েশিয়া, সৌদি, ইন্ডিয়া বা অন্যান্য অনুন্নত দেশের মতো চাইলে খুব সহজে যাওয়া সম্ভব না। কানাডায় যেতে প্রয়োজন হবে কিছু যোগ্যতার/রিকোয়ারমেন্ট যা নিম্নে বর্ণনা করা হলে।

  • কমপক্ষে এইচএসসি পাস
  • কিছু ক্ষেত্রে এসএসসি পাস
  • IELTS নূন্যতম স্কোর 4/5 পয়েন্ট
  • কাজের দক্ষতার সার্টিফিকেট

কানাডা সরকার অনুমোদিত ইমিগ্রেশন কনসালটেন্ট কাজী সিহাব জানান ‘সাধারণ ক্যাটাগোরি যেমন: শেফ, কুক, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, কাটপাণ্ডার ইত্যাদি। এ ধরনের কাজের ক্ষেত্রে সর্বনিম্ন যোগ্যতা এইচএসসি/ ইন্টারমিডিয়েট পাস। কিছু কিছু ক্ষেত্রে এসএসসি পাস হলেও চলবে। তবে IELTS অবশ্যই লাগবে। এখানে কিছুটা শিথিল করা হলো যেমন সিএলপি 4/5 হলেই হবে। কাজের যোগ্যতা থাকতে হবে এবং যেই কাজে দক্ষ সেই কাজের একাডেমিক সার্টিফিকেট থাকলে ভালো হয়।

কানাডা/অস্ট্রেলিয়া যেতে হলে দক্ষতা ও অভিজ্ঞতার সার্টিফিকেট এবং ইংরেজিতে সার্টিফিকেট অবশ্যই লাগবে। এটা হলো কানাডার প্রাথমিক যোগ্যতা। এ ধরণের দেশে অদক্ষ কর্মী যাওয়ার কোন ধরনের সুযোগ নেই।

কাজী সিহাব আরো জানান ‘No IELTS No CANADA’ এখানে IELTS বলতে ইংরেজি দক্ষতাকে বুঝানো হয়েছে। অর্থাৎ ইংরেজি ভাষার দক্ষতা অফিসিয়াল ভাবে প্রমাণ করতে হবে।

নাডা যাওয়ার যোগ্যতা

কানাডা যাওয়ার স্টুডেন্ট ভিসার যোগ্যতা

  • একটি বৈধ পাসপোর্ট।
  • কানাডায় যে কোন বিশ্ববিদ্যালয় থেকে পড়ার অনুমতি পত্র।
  • বিগত অধ্যায়নরত কলেজের মূল সনদপত্র।
  • ব্যাংক স্টেটমেন্ট এর মূল কপি।
  • পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।
  • পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
  • শিক্ষার্থীর আইডেন্টিটি এর সকল কাগজপত্র।
  • পূরণকৃত আবেদন ফর্ম।
  • করোনা ভাইরাসের টিকা সনদপত্র।
  • IELTS পরীক্ষায় সর্বনিম্ন স্কোর ৬ থাকতে হবে।

কানাডা যাওয়ার ওয়ার্ক পারমিট ভিসার যোগ্যতা

  • একটি বৈধ পাসপোর্ট।
  • এন আই ডি কার্ড।
  • সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
  • পুলিশ কর্তৃক প্রদত্ত সার্টিফিকেট।
  • ব্যাংক স্টেটমেন্ট।
  • করোনা ভাইরাসের টিকার সনদ।
  • ভিসার আবেদন ফরম।
  • জন্ম নিবন্ধন এর সনদ পত্র।

কানাডা যাওয়ার টুরিস্ট ভিসার যোগ্যতা

  • একটি বৈধ ইন্টারন্যাশনাল পাসপোর্ট।
  • কানাডা ভিসা আবেদন পত্র।
  • হোটেল বুকিং এর কাগজপত্র।
  • পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।
  • ব্যাংক স্টেটমেন্ট (কমপক্ষে ১০ লক্ষ টাকা দেখাতে হবে)।
  • করোনা ভাইরাসের টিকার সনদ।
  • পূর্বে কোন দেশে ভ্রমন করে থাকলে তার ডকুমেন্টস।
  • পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
  • এনআইডি কার্ড ।

কানাডা যাওয়ার যোগ্যতা আপডেট দেখুন

অনেক বছর থেকেই কানাডা যাওয়ার সর্বনিম্ন যোগ্যতা গুলো একই থাকছে। যা আমরা উপরে বর্নণা করলাম। তবে এটি যদি কখনও পরিবর্তন হয়ে যায় তাহলে আপনি কানাডার অফিসিয়াল ওয়েবসাইট Canada.ca থেকে সেই বিষয়ে আপডেট জানতে পারবেন। যে বা যারা কানাডায় যেতে ইচ্ছুক তারা অবশ্যই কানাডার অফিসিয়ালি ওয়েবসাইট থেকে জব ক্যাটাগোরি ও ভিসা রিকোয়ারমেন্ট গুলো দেখে নিবেন।

কানাডা যাওয়ার যোগ্যতার ক্ষেত্রে সতর্ক হোন

আশা করি আপনারা বুঝতে পেরেছেন কানাডা যাওয়ার সর্বনিম্ন যোগ্যতা গুলো কি কি। সোশ্যাল মিডিয়ায় এমন অনেক প্রতিষ্ঠান দেখতে পাবেন যারা চ্যালেঞ্জ করে যে IELTS বা  প্রফেশনাল সার্টিফিকেট ছাড়াই কানাডায় পাঠাতে পারবে। এ ধরনের প্রতারক চক্র থেকে দূরে থাকার চেষ্টা করুন। অন্যথায় আপনার অর্থ ও পরিশ্রম দুটাই জলে যাবে।

এই পোষ্টে আমরা কানাডা যাওয়ার যোগ্যতা বা কানাডা যেতে কি কি রিকোয়ারমেন্ট পূরণ করতে হবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। আশা করি এটি আপনাদের খুব বেশি উপকারে আসবে। এরকম আরোও গুরুত্বপূর্ণ পোষ্ট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।

আরো জানুনঃ

অস্ট্রেলিয়া ভিসা ফি ফর বাংলাদেশী।

জাপানে সর্বনিম্ন বেতন কত জেনে নিন।

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *