ফেস্কো বিল চেক করুন ১ মিনিটে। Fesco Bill Check Online

শেয়ার করুন

ফেস্কো বিল চেক করার নিয়ম, কিভাবে হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটি ব্যবহার করে অনলাইনে Fesco bill check করবেন। এ নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে আজকের পোস্টে।

ফেস্কো বিল চেক করারর নিয়ম

অনলাইনে ফেস্কো বিল চেক করার জন্য যেকোন ব্রাউজারের সার্চবারে ‘Fesco Bill’ লিখে সার্চ করুন এবং সার্চ রেজাল্টে আসা প্রথম ওয়েবসাইট প্রবেশ করুন অথবা এখানে ক্লিক করুন। তাহলে এরকম একটি পেইজ দেখতে পাবেন।

ফেস্কো বিল চেক করুন ১ মিনিটে

এখনে আপনি ‘Fesco Bill’ চেক করার জন্য দুটি অপশন পাবেন।

  • Reference No
  • Customer ID

এখন আপনার সুবিধামতো যে কোন একটি অপশন বেছে নিন এবং সঠিক তথ্যটি বসিয়ে দিন। উদাহরণস্বরূপ আপনি যদি রেফারেন্স নাম্বার দিয়ে ফেস্কো বিল চেক করতে চান তাহলে রেফারেন্স নাম্বার সিলেক্ট করে বক্সে রেফারেন্স নাম্বারটি বসিয়ে দিন। আর যদি কাস্টমার আইডি দিয়ে Fesco বিল চেক করতে চান তাহলে কাস্টমার আইডি সিলেক্ট করে বক্সে কাস্টমার আইডি বসিয়ে দিন।

তারপর সার্চ অপশনে ক্লিক করুন। তাহলে আপনার ফেস্কো বিল স্ট্যাটাস গুলো দেখতে পাবেন। এভাবে আপনি খুব সহজেই মাত্র কয়েকটি ক্লিকে আপনার Fesco bill check করতে পারবেন।

ফেস্কো বিল চেক করুন ১ মিনিটে।

এখন এই ফেস্কো বিল কপিটি ডাউনলোড করার জন্য বিল কপির উপরে থাকা print bill অপশনে ক্লিক করুন। তারপর সব গুলো যেভাবে আছে ঐভাবে রেখে Save বাটনে ক্লিক করুন। তাহলে আপনার ফোনে আপনার ফেস্কো পিডিএফ বিল কপিটি ডাউনলোড হয়ে যাবে। অথবা আপনি সরাসরি এই বিল কপি প্রিন্ট করেও নিতে পারেন।

আশাকরি আজকের পরে আপনি অনলাইনে Fesco bill check সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। এরকম আরো গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন অনলাইন সেবা ২৪ ওয়েবসাইটে।

আরো জানুনঃ

পল্লী বিদ্যুৎ বিল চেক অনলাইনে।

NESCO বিদ্যুৎ বিল চেক ও পরিশোধের নিয়ম।

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *