ফিঙ্গারপ্রিন্ট চেক অনলাইন। Fingerprint Check Online

শেয়ার করুন

ফিঙ্গারপ্রিন্ট চেক অনলাইন এখন আপনার হাতের মুঠোয়। আপনারা যারা বিদেশ যেতে চাচ্ছেন তাদের BMET ফিঙ্গারপ্রিন্ট চেক করতে হয়। এই ফিঙ্গারপ্রিন্ট কিভাবে চেক করতে হয় আমরা অনেকেই জানিনা। আজ আমি এই পোস্টে আপনাদেরকে দেখাবো কিভাবে অল্প সময়ে অনলাইনে BMET ফিঙ্গারপ্রিন্ট চেক করতে হয়। কথা না বাড়িয়ে চলুন দেখে নেই কিভাবে কাজটি করতে হয়।

ফিঙ্গারপ্রিন্ট চেক অনলাইনে করার নিয়ম

ফিঙ্গারপ্রিন্ট চেক অনলাইন এ করতে প্রথমে আপনার ফোনে অথবা ল্যাপটপে ইন্টারনেট সংযোগ দিন।

গুগল ক্রম ব্রাউজার ওপেন করে সার্চবারে BMET Fingerprint check লিখে সার্চ অপশনে ক্লিক করুন।

সার্চের প্রথমে আপনি Bio-Finger Enrollment Validation দেখতে পাবেন।

এবার ঐ অপশনে ক্লিক করুন অথাবা সরাসরি ওয়েবসাইটে ঢুকতে এখানে ক্লিক করুন।

নিচের পেজটি দেখতে পাবেন।

Fingerprint check

এখানে আপনার স্লিপে থাকা ১৫ ডিজিটের রেজিঃ নাম্বারটি লিখুন। (এই নাম্বারটি আপনি আপনার ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর যে স্লিপটি পাবেন তাতে লেখা আছে।)

নাম্বারটি লেখার পর আপনার মোবাইল স্ক্রীন এর যেকোন জায়গায় টার্চ করুন। ল্যাপটপ হলে ফাঁকা স্থানে ক্লিক করুন।

আপনার দেয়া রেজিঃ নম্বর সঠিক থাকলে নিচের পেজটি দেখতে পাবেন।

BMET Fingerprint check

এখানে আপনার ছবি সহ ফিঙ্গারপ্রিন্ট এর রিপোর্ট দেখতে পাবেন। এভাবে আপনি ফিঙ্গারপ্রিন্ট চেক করতে পারবেন।

শেষ কথাঃ

উপরের পোস্টে কিভাবে আপনি অল্প সময়ে ফিঙ্গারপ্রিন্ট চেক অনলাইন এ  করতে পারবেন সেটা আমি দেখিয়েছি। আশাকরি আপনি বুঝতে পেরেছেন। এরকম পোস্ট পেতে আমাদের সাথে থাকুন।ধন্যবাদ।

আরো জানতে পড়ুনঃ

BMET চেক করুন অনলাইনে।

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *