জার্মানি যেতে কত টাকা লাগে জেনে নিন।

শেয়ার করুন

জার্মানি যেতে কত টাকা লাগে? জার্মানিতে পড়াশোনার খরচ কেমন? জার্মানি কাজের ভিসার দাম ও জার্মানিতে কোন কাজের চাহিদা বেশি এসব বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ার অনুরোধ রইল।

জার্মানি যেতে কত টাকা লাগে

ইউরোপের অন্যতম প্রধান শিল্পোন্নত দেশ জার্মান। এটি পৃথিবীর বুকে ১৬ টি অঙ্গরাজ্য নিয়ে গঠিত একটি সংযুক্ত ইউনিয়ন। জার্মানে একজন শ্রমিকের বাৎসরিক ইনকাম ৫০ লক্ষ টাকা বা এর চেয়ে বেশি হয় বলে জানা গেছে। মূলত অন্যান্য দেশের তুলনায় জার্মান তার শ্রমিকের শ্রমের মূল্য বেশি প্রাধান্য দেয় বলে অনেকের পছন্দের শীর্ষে জার্মান।

বাংলাদেশসহ পৃথিবীর অন্যান্য দেশ থেকে অসংখ্য মানুষ জার্মানিতে বসবাস ও কাজের উদ্দেশ্যে পাড়ি জমাচ্ছেন। আপনিও যদি কাজ, উচ্চ শিক্ষা কিম্বা চিকিৎসার জন্য জার্মানিতে যাওয়ার কথা ভাবছেন তাহলে আপনারও জানা উচিত জার্মানিতে যেতে কত টাকা লাগে। কিভাবে জার্মানে যাবেন।

জার্মানি যেতে কত টাকা লাগে সেটা মূলত আপনার ভিসার ধরণ ও ক্যাটাগোরির উপরে নির্ভর করবে। আপনি সরাসরি যাচ্ছেন নাকি কোন এজেন্সি বা দালালের সাহায্যে যাচ্ছেন সেটিও দেখার বিষয়। যেমন: আপনি যদি জার্মানে কাজের উদ্দেশ্যে যান তাহলে এক রকম খরচ, যদি পড়াশো বা ভ্রমণের উদ্দেশ্যে যান তাহলে এক রকম আবার যদি চিকিৎসা বা ব্যবসায়িক প্রয়োজনে জামার্ন যেতে চান তাহলে আরেক রকম খরচ আসতে পারে। ভিসার ক্যাটাগোরির উপরেও এর খরচ অনেকেটা পরিবর্তনশীল। নিম্নে জার্মানি যেতে কত টাকা লাগে তার একটা এভারেজ তথ্য তুলে ধরা হলো।

জার্মান ভিসার দাম/যেতে কত টাকা লাগে চার্টে দেখুন

  • কাজের ভিসায় জার্মান যেতে সর্বনিম্ন ৭৫ ইউরো বা ৯৫১৯ টাকা ভিসা ফি লাগতে পারে। কেননা বর্তমানে ১ ইউরো বাংলাদেশী ১২৬.৯৩ টাকা।
  • স্টুডেন্ট ভিসায় জার্মান যেতে ৭৫ ইউরো বা ৯৫১৯ টাকা লাগতে পারে।
  • চিকিৎসার জন্য ইর্মাজেন্সিভাবে জার্মান যেতে ৭৫ ইউরো ভিসা ফি খরচ আসতে পারে ।
  • ভ্রমণের জন্য জার্মান যেতে ৮০ ইউরো বা ১০১৫৪ টাকা লাগতে পারে।
  • ফ্যামিলি ভিসায় জার্মান যেতে ভিসা ফি ৮০ ইউরো লাগতে পারে। আর যদি আপনার বেবি থাকে তাহলে এক্সটা ৪০ ইউরো দিতে হবে।
  • ব্যবসায়িক প্রয়োজনে জার্মান যেতে ৭৫ ইউরো বা ৯৫১৯ টাকা লাগতে পারে।

আশা করি উপরোক্ত চার্ট দেখে আপনি জার্মানি যেতে কত টাকা লাগে এই বিষয়ে একটি ধারণা পেয়ে গেছেন।

জার্মানিতে কোন কাজের চাহিদা বেশি

জার্মানি যেতে কত টাকা লাগে সেটি জানলাম। এবার জানবো কোন কাজের চাহিদা বেশি। বিভিন্ন দেশে বিভিন্ন সময় একেক কাজের চাহিদা সবচেয়ে বেশি থাকে। তাই একজন বুদ্ধিমানের কাজ হলো কোন দেশে কাজের ভিসায় যাওয়ার পূর্বে সেই দেশে কোন কাজের চাহিদা বেশি জেনে নেওয়া। তাহলে ভিসা পাওয়ার সম্ভাবণা ও ঐ কাজে ভালো বেতন আশা করা যায়। বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে জার্মানে বর্তমানে অর্থাৎ ২০২৪ সালে যেসব কাজের সবচেয়ে বেশি চাহিদা রয়েছে তাহলো:

  • কনস্ট্রাকশন
  • ওয়েল্ডিং
  • মেকানিক্যাল
  • ড্রাইভিং
  • রেস্টুরেন্ট বা রেস্তোরাঁ
  • হোটেল বয়
  • ডাক্তার
  • শপিংমল ক্লিনার
  • মেডিকেল ক্লিনার
  • ফুড ডেলিভারি
  • ফুড প্যাকেজিং
  • সিকিউরিটি গার্ড
  • কম্পিউটার অপারেটর
  • নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার ইত্যাদি।

জার্মানিতে পড়াশোনার খরচ

জার্মানিতে পড়াশোনার খরচ

জার্মানি যেতে কত টাকা লাগে জানার পর জানবো পড়াশুনার খরচ কত। জার্মানিতে পড়াশোনার খরচ কেমন বা জার্মানিতে পড়াশোনা করতে কত টাকা লাগবে এটি মূলত আপনার ভিসার উপর নির্ভর করবে। আপনি যদি নিজেস্ব খরচে জার্মানে পড়াশোনা চালিয়ে যান তাহলে এক রকম খরচ আসবে। আবার স্কলারশিপ নিয়ে জার্মানে আসলে আরেক রকম খরচ পড়বে।

জার্মানে নরমালি একজন স্টুডেন্টের সব মিলে ৫০০ থেকে ৫২০ ইউরো মাসিক খরচ আসতে পারে। যেটা বাংলাদেশি মুদ্রায় ৬৩৪৬৫ টাকা থেকে ৬৬০০০ টাকা। তবে একজন স্টুডেন্ট চাইলে পার্টটাইম চাকরি করার মাধ্যে এই খরচ যোগান দিতে পারবে। অন্যদিকে আপনি যদি জার্মানে ফুল স্কলারশিপ নিয়ে আসেন তাহলে এই খরচটা বিশ্ববিদ্যালয়ের উপরে নির্ভর করে কম বেশি হতে পরে। যেমন : বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি কি সুবিধা দিচ্ছে বা কি কি দিচ্ছে না।

আশা আর্টিকেলটি পড়ে জার্মান সম্পর্কে একটু বেসিক ধারণা পেয়ে গেলেন। জার্মানে আসতে খরচ কেমন, বসবাস করতে বা পড়াশোনা খরচ কেমন ইত্যাদি। এরকম আরোও গুরুত্বপূর্ণ পোস্ট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।

আরো জানুনঃ

জার্মানিতে সর্বনিম্ন বেতন কত।

কানাডা ভিসা ফি ফ্রম বাংলাদেশ।

ফ্রান্সে সর্বনিম্ন বেতন কত।

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *