হাঙ্গেরি বেতন কত। Wages in Hungary

শেয়ার করুন

হাঙ্গেরি বেতন কত, হাঙ্গেরি একজন শ্রমিকের সর্বনিম্ন বেতন কত, হাঙ্গেরি প্রতি ঘন্টার সর্বনিম্ন বেতন কত। এসব বিষয়ে আলোচনা করা হবে আজকের পোস্টে। আপনি যদি হাঙ্গেরি বেতন কত জানতে চান তাহলে সম্পূর্ণ আর্টিকেলটি ধৈর্য ধরে পড়ুন।

হাঙ্গেরি বেতন কত

হাঙ্গেরি মধ্য ইউরোপের স্থলবেষ্টিত একটি দেশ। হাঙ্গেরির অধিকাংশ এলাকা দানিউব উপত্যকায় অবস্থিত। যার মধ্য দিয়ে দানিউব নদী প্রবাহিত হয়েছে। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট। এটি পূর্ব মধ্য ইউরোপের বৃহত্তম সাংস্কৃতিক ও বাণিজ্যিক কেন্দ্র। ২০০৭ সালের তথ্য অনুযায়ী হাঙ্গেরির আনুমানিক জিডিপির (পিপিপি) পরিমান প্রায় $২০৮.১৫৭ বিলিয়ন যা বিশ্বের বুকে ৪৮ তম স্থান দখল করেছে। হাঙ্গেরি সরকারি মুদ্রার নাম ফোরিন্ট। হাঙ্গেরি ১ টাকা বাংলাদেশের ০.৩১ টাকা।

বাংলাদেশসহ বিশ্বের অনেক রাষ্ট্রের মানুষ ইউরোপের এই দেশে বসবাস করছে। ইউরোপের দেশ হওয়ায় এর কদর রয়েছে অনেকে। পড়া লেখা, ব্যবসা-বাণিজ্য কিংবা চাকুরির উদ্দেশ্যে বাংলাদেশের অনেক নাগরিক হাঙ্গেরি পাড়ি জমাচ্ছেন। আবার অনেকে নতুন করে হাঙ্গেরি যাওয়ার চিন্তাভাবনা করছেন। তাদের সকলের মনে প্রশ্ন হাঙ্গেরি বেতন কত। Economic research general work of Hungary তথ্য অনুযায়ী জেনারেল কাজের জন্য হাঙ্গেরি প্রতিবছর ৩৩,৪৫,৬০৮ HUF বেতন দিয়ে থাকে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০,২৯,৮১৩.১৭ টাকা।

হাঙ্গেরি বেতন কত

হাঙ্গেরি সর্বনিম্ন বেতন কত

বর্তমানে হাঙ্গেরি বাংলাদেশ থেকে অসংখ্য কর্মী নিয়োগ দিচ্ছে। তাই আপনি যদি ২০২৪ সালে এসে হাঙ্গেরি যাওয়ার চিন্তাভাবনা করছেন তাহলে দ্রুত আবেদন করুন। হাঙ্গেরি বেশিরভাগ কম্পানি গুলো সাধারণত কর্মীদের থাকা ও খাওয়ার সুযোগ করে দেয়। তাই হাঙ্গেরিতে বসবাস করা নিয়ে তেমন একটা চিন্তা করতে হয় না।

বর্তমানে হাঙ্গেরিতে ইউরো ব্যবহার করা হয়। তাই আপনি যদি হাঙ্গেরিতে একজন কর্মী হিসেবে আসেন তাহলে হাঙ্গেরিতে সর্বনিম্ন বেতন হিসেবে মাসিক ৭০০-১০০০ ইউরো বেতন দেওয়া হবে। এটা যারা ফুল টাইম কাজ করবেন তাদের জন্য। ১ ইউরো বাংলাদেশের ১১৮.৯২ টাকা। সেই হিসেবে ৭০০-১০০০ ইউরো বাংলাদেশের ৮৩,২৪২.৬৫ টাকা থেকে ১,১৮,৯১৮.০৭ টাকা। অর্থাৎ হাঙ্গেরিতে একজন ফুল টাইম শ্রমিকের মাসিক বেতন ৭০০-১০০০ ইউরো বা ৮৩ হাজার ২ শত ৪২ টাকা ৬৫ পয়সা থেকে ১ লক্ষ ১৮ হাজার ৯ শত ৭ পয়সা।

হাঙ্গেরি সপ্তাহিক সর্বনিম্ন বেতন কত

হাঙ্গেরি বেতন কত জানলাম। হাঙ্গেরিতে একনজ ফুল টাইম শ্রমিকে সপ্তাহে ৫ দিন ৮ ঘন্টা ডিউটি করতে হয়। সেই হিসেবে একজন শ্রমিকে সপ্তাহে মোট ৪০ ঘন্টা ফুল টাইম কাজ করতে হবে। যার জন্য সেই সপ্তাহে ২০০ থেকে ২৫০ ইউরো বেতন পাবে। যা বাংলাদেশি মুদ্রায় ২৩,৭৮৩.৬১ টাকা থেকে ২৯,৭২৯.৫২ টাকা পর্যন্ত হতে পারে। তাহলে হাঙ্গেরিতে একজন শ্রমিকের প্রতি ঘন্টার সর্বনিম্ন বেতন ৫-৭ ইউরো। যা বাংলাদেশি টাকায় ৫৯৪.৫৯ থেকে ৭৪৩.২৪ টাকা। অর্থাৎ একজন শ্রমিকের দৈনিক ইনকাম ৪০-৫০ ইউরো। যা বাংলাদেশি টাকায় ৪,৭৫৬ থেকে ৫,৯৪৫ টাকা।

আশা করি আর্টিকেলটি পড়ে আপনি হাঙ্গেরি বেতন কত, হাঙ্গেরি একজন শ্রমিকের সর্বনিম্ন বেতন কত, হাঙ্গেরি প্রতি ঘন্টার সর্বনিম্ন বেতন কত। এসব বিষয়ে জানতে পেরেছেন। এরকম আরোও গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।

আরো জানুনঃ

ফ্রান্সে সর্বনিম্ন বেতন কত।

জার্মানিতে সর্বনিম্ন বেতন কত।

অস্ট্রেলিয়া বেতন কত।

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *