ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম ও বিস্তারিত তথ্য।

শেয়ার করুন

ইন্ডিয়ান ভিসা চেক করা এখন খুব সহজ। বাংলাদেশের সবচেয়ে নিকটতম প্রতিবেশি দেশ হলো ইন্ডিয়া। বৈধভাবে একটি দেশে থেকে অন্যদেশের সীমান্ত অতিক্রম করতে প্রয়োজন ভিসার। আজকের পোস্টে ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম, প্রয়োজনীয় কাগজপত্র, ইন্ডিয়ান ভিসা পেতে কত দিন লাগবে, ইন্ডিয়ান ভিসা প্রসেসিং ফি ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। তাই সম্পূর্ণ পোস্টটি পড়ার অনুরোধ রইল।

ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম (প্রথম নিয়ম)

মাত্র কয়েকটি ধাপে খুব সহজে ইন্ডিয়ান ভিসা চেক করতে পারবেন। আপনার ভিসাটি বৈধ কিনা বা ভিসা স্ট্যাটাস কি অবস্থায় আছে সেটা জানতে ভিসা চেক করার গুরুত্ব অপরিসীম।

ইন্ডিয়ান ভিসা চেক করতে প্রথমে ফোনের ইন্টারনেট সংযোগটি সক্রিয় করুন। তারপর যেকোন ব্রাউজারের এড্রেসবারে https://www.ivacbd.com অথবা Indian Visa application center লিখে সার্চ করুন। সার্চ রেজাল্টের প্রথম সাইটে প্রবেশ করুন।

ওয়েবসাইটে প্রবেশের পর বামপাশে কতগুলো অপশন দেখতে পাবেন। সেখান থেকে “Track your application” বাটনে ক্লিক করুন। তাহলে আপনাকে নতুন একটি পেইজে নিয়ে যাওয়া হবে সেখান থেকে Please click here for tracking your application বাটনে ক্লিক করুন। আপনাকে সম্পূর্ণ নতুন একটি এড্রেসে নিয়ে যাওয়া হবে।

 

এখন প্রথমে আপনার ভিসার ধরণ নির্বাচন করুন। Regular অথবা Port Endorsement

আপনার ভিসাটি যদি সাধারণ অর্থাৎ regular ভিসা যেমন: স্টুডেন্ট, মেডিকেল, বিজনেস, ভ্রমণ ইত্যাদি হয়ে থাকে তাহলে Regular বাটনে ক্লিক করুন। আপনার সামনে নতুন আরেকটি পেইজ ওপেন হবে। এখন ১ম ঘরে আপনার ভিসার Web file number এবং ২য় ঘরে নিম্নে একটি কোড বা ক্যাপচা পাবেন সেটি বসিয়ে “Submit” বাটনে ক্লিক করুন।

অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে Web file নাম্বার কি বা কোথায় পাবো। Web file number টি আপনি ভিসার আবেদন ফরম এর ছবির নিচে দেখতে পাবেন। অথবা ডেলিভারি স্লিপ এর মধ্যে Passport এর নিচে Web file number দেখতে পাবেন। নিচের চিত্রটি লক্ষ করুন।

 

সবগুলো তথ্য সঠিকভাবে বসিয়ে “Submit” বাটনে ক্লিক করার সাথে সাথে আপনি ইন্ডিয়ান ভিসার 4 স্টেপ দেখতে পাবেন। এই পেজে ভিসার বর্তমান স্ট্যাটাস কি সেটা জানতে পারবেন। তবে মনে রাখবেন 2 স্টেপ বা 3 স্টেপ Done হয়েছে এর মানে এই নয় যে আপনি ভিসা পাবেন। আপনি ভিসা পেতেও পারেন নাও পেতে পারেন। তবে আপনি কি সত্যিই ভিসা পাওয়ার যোগ্য সেটি আরেকটু নিখুঁতভাবে জানতে নিচের পদ্ধতিটি অনুসরণ করুন।

ইন্ডিয়ান ভিসা চেক (২য় নিয়ম)

ইন্ডিয়ান ভিসা চেক করার ২য় নিয়মটি হলো যেকোন ব্রাউজারের এড্রেসবারে https://indianvisaonline.gov.in/ লিখে সার্চ করুন। তাহলে আপনি এরকম একটি ওয়েবসাইটে পৌঁছে যাবেন।

এখন For regular/Paper Visa অপশনে ক্লিক করুন। আপনার সামনে অনেকগুলো স্টেপ শো করবে। কিন্তু সেগুলোতে না গিয়ে সরাসরি নিচে থেকে Visa Enquiry অপশনে ক্লিক করুন। অথবা এখান থেকে Visa Enquiry টেক্স এ ক্লিক করুন। আপনার সামনে সম্পূর্ণ নতুন একটি পেইজ ওপেন হয়ে যাবে।

এখন ইন্ডিয়ান ভিসা চেক করতে পেইজে থাকা ফর্মটি পূরণ করুন। ১ম ঘরে Application ID ২য় ঘরে Passport number এবং ৩য় ঘরে ক্যাপচা কোড বসিয়ে ‘Check status” বাটনে ক্লিক করুন। আপনার ভিসার বর্তমান অবস্থাটি জানতে পারবেন।

উপরের দুটি পদ্ধতি অনুসরণ করে আপনি খুব সহজে আপনার ইন্ডিয়ান ভিসার বর্তমান স্ট্যাটাস চেক করতে পারবেন।

ভারতীয় ভিসার প্রয়োজনীয় কাগজপত্র

 

যেকোন দেশের ভিসা তৈরিতে প্রয়োজনীয় কিছু বৈধ কাগজপত্র প্রয়োজন হয়। তেমনিভাবে ভারতীয় ভিসা তৈরিতেও প্রয়োজন বৈধ কাগজপত্রের যা নিম্নে বর্ণনা করা হলো।

বৈধ পাসপোর্ট (কমপক্ষে মেয়াদ ছয় মাস)

অনলাইন ভিসা আবেদনপত্র

অনলাইন পেমেন্ট স্লিপ

২/২ সাদা ব্যাকগ্রাউন্ড ছবি

জাতীয় পরিচয়পত্র/ জন্ম নিবন্ধন সনদ

ব্যাংক স্টেটমেন্ট/ডলার এন্ডোর্সমেন্ট

পেশাগত প্রমান পত্র NOC/ স্টুডেন্ট কার্ড

আইডি কার্ড/ভিজিটিং কার্ড

কোভিড-১৯ টিকা সনদ

ইউটিলিটি বিলের কপি (পানি/বিদ্যুৎ/গ্যাস)

সর্বশেষ ভিসা ডকুমেন্ট (পূর্বে ভারতে ভ্রমণ করে থাকলে)

উপরোক্ত ডকুমেন্ট গুলোর ফটো কপি ও কিছু কিছু ডুকমেন্টের অর্জিনাল কপি অবশ্যই সাথে নিয়ে যাবেন। অর্জিনাল কপি যেমন: পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র। সম্ভব হলে সবগুলো ডকুমেন্টের অর্জিনাল কপি সাথে রাখবেন। এতে করে ভিসা পেতে সহজ হবে।

ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশন

আপনি যদি ব্যক্তিগত কোন কাজে ইন্ডিয়া ভ্রমণের চিন্তা করছেন তাহলে আপনাকে সবার প্রথমে ইন্ডিয়ান ভিসার আবেদন করতে হবে। আপনার নিকট যদি একটি বৈধ পাসপোর্ট থাকে তাহলে খুব সহজে ইন্ডিয়ান ভিসা আবেদন করতে পারবেন।

ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশন করার জন্য ফোনের ইন্টারনেট সংযোগ অন রেখে যেকোন ব্রাউজারের এড্রেসবারে Indian VISA application লিখে সার্চ করুন। অথবা এখানে ক্লিক করে সরাসরি চলে আসুন ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশন সেন্টার আইভেক বাংলাদেশের মেইন ওয়েবসাইটে।

ওয়েবসাইটে আসার পর নিচের দিকে স্কোল করলে Online VISA application বাটন পেয়ে যাবেন। সেখানে ক্লিক করুন।  আপনাকে Indian VISA application মেইন ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে। মেইন ওয়েবসাইটে আসার পর  মেনুবারে Online VISA application অপশন পেয়ে যাবেন।

সেখানে ক্লিক করে আপনার ভিসা আবেদনটি শুরু করতে পারবেন। সব কয়টি ধাপ সঠিকভাবে পূরণ করে আপনার আবেদনটি সম্পন্ন করুন এবং ইন্ডিয়ান ভিসা চেক করতে উপরের নিয়ম দুটি অনুসরণ করুন।

ইন্ডিয়ান ভিসা পেতে কত দিন লাগে?

বিচার সম্পর্কিত আনুষাঙ্গিক সকল ডকুমেন্ট বৈধ হলে ইন্ডিয়ান ভিসা পেতে সর্বনিম্ম ১০ দিন থেকে সর্বোচ্চ ৩০ দিন পর্যন্ত সময় লাগতে পারে। তবে কাগজপত্রে সমস্যা থাকলে ভিসা পেতে সমস্যা বা বিলম্ব হতে পারে।

ইন্ডিয়ান ভিসা প্রসেসিং ফি কত?

আমাদের মধ্যে যারা ইন্ডিয়া ভ্রমণের চিন্তা করছেন তাদের সকলের অবশ্যই জানা উচিত ইন্ডিয়ান ভিসা প্রসেসিং খরচ বা ফি কত টাকা আসতে পারে। তাদেন অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ভারতীয় ভিসা প্রসেসিং ফি ৮২৪ টাকা। যা আপনি বিকাশ, রকেট, নগদ, উপায় বা যেকোন ব্যাংক কার্ড বা একাউন্ট থেকে পরিশোধ করতে পারবেন।

ইন্ডিয়ান ভিসা সেন্টার সাপ্তাহিক ছুটির তালিকা

নিম্নে ইন্ডিয়ান ভিসা সেন্টার এর সাপ্তাহিক ছুটির তালিকা প্রকাশ করা হলো। উক্ত দিন গুলো ছাড়া প্রায় সারা বছরই আপনি ইন্ডিয়ান ভিসা সেন্টার থেকে যেকোন সেবা বা সার্ভিস গ্রহণ করতে পারবেন।

  1. গণতন্ত্র দিবস/ ২৬ জানুয়ারি।
  2. হোলি।
  3. বাংলাদেশ স্বাধীনতা দিবস/ ২৬ মার্চ।
  4. রাম নবমী/ ৩০ মার্চ
  5. মহাবীর জয়ন্তী/ ৪ এপ্রিল।
  6. ষ্টার সানডে।
  7. ঈদ-উল-ফিতর।
  8. ঈদ-উল-আযহা।
  9. ১০ই মুহররম
  10. স্বাধীনতা দিবস(ইন্ডিয়া)/ ১৫ই আগস্ট।
  11. জন্মাষ্টমী।
  12. ঈদে মিলাদুন্নবী।
  13. মহাত্না গান্ধীর জন্মদিন/ ২ অক্টোবর।
  14. দশেরা।
  15. দিওয়ালি।
  16. গুরু নানকের জন্মদিন/ ২৭ নভেম্বর।
  17. বড় দিন/ ২৫ ডিসেম্বর।

চাঁদ দেখার ওপরে নির্ভর করে উপরোক্ত কিছু ছুটি পরিবর্তন হতে পারে জানিয়েছেন ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশন সেন্টার আইভেক বাংলাদেশ।

শেষ কথাঃ ইন্ডিয়ান ভিসা চেক আপডেট সহ বিভিন্ন দেশের ভিসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য ও আপডেট পেতে চোখ রাখুন Onlinesheba24 ওয়েবসাইটে। এছাড়াও এই পোস্ট সম্পর্কিত কোন গুরুত্বপূর্ণ প্রশ্ন জানার  থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করতে ভুলবেন না।

আরো তথ্য পেতে নিচের পোস্টগুলো পড়ুনঃ

মালয়েশিয়া ভিসা চেক করার নিয়ম দেখুন।

অনলাইনে বিমানের টিকেট কাটার নিয়ম।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *