মোবাইলে ইসলামী ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম।
মোবাইলে ইসলামী ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম আমরা অনেকেই জানিনা। বর্তমান সময়ে প্রায় প্রতিটি নাগরিকের কোন না কোন ব্যাংকে একাউন্ট রয়েছে। এই একাউন্টে লেনদেনের তথ্য জানতে আপনাকে ব্যাংকে যেতে হয়। সেক্ষেত্রে আপনাকে সময় এবং অর্থ দুটোই ব্যয় করে ব্যাংকে যেতে হয়। তাছাড়া ব্যাংক কর্মচারীরা ব্যস্ত থাকলে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়।
বর্তমান সময়ে ঘরে বসে একটি স্মার্টফোন অথবা ল্যাপটপের মাধ্যমে আপনি এক মিনিটের মধ্যে আপনার ব্যাংকের সকল প্রকার লেনদেন জানতে পারেন। যেমন,একাউন্টে কত টাকা আছে? টাকা জমা দেয়ার পরে সেটা একাউন্টে যোগ হয়েছে কিনা? কত টাকা উত্তোলন করেছেন? সার্ভিস চার্জ কত টাকা কাটা হয়েছে? বছর শেষে কত টাকা লাভ হয়েছে ইত্যাদি তথ্য জানতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেয়া যাক খুব সহজে হাতে থাকা মোবাইলে ইসলামী ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম।
ইসলামী ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম
মোবাইলে ইসলামী ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম জানতে প্রথমে হাতে থাকা স্মার্টফোন অথবা ল্যাপটপে ইন্টারনেট সংযোগ দিয়ে নিন।
গুগল ক্রোমো ব্রাউজার ওপেন করুন। ব্রাউজার ওপেন হলে অ্যাড্রেস বারে এই help.islamibankbd.com ঠিকানাটা লিখুন এবং সার্চ/ ইন্টার বাটনে ক্লিক করুন।
অথবা, মোবাইলে ইসলামী ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম জেনে একাউন্ট চেক করতে পোস্টটি পড়ে এখানে ক্লিক করুন।
নিচের পেজটির মতো একটি পেজ ওপেন হবে।
দ্বিতীয় ঘরে স্ক্রিনে থাকা ইমেজের টেক্সটি লিখুন
এবার Proceed বাটনে ক্লিক করুন।
আবারো নিচের পেজটির মতো একটি নতুন পেইজ ওপেন হবে।
এ পেজে আপনাকে OTP প্রবেশ করাতে হবে অর্থাৎ আপনি যে মোবাইল নাম্বারটি ব্যাংকে ব্যবহার করেছেন সেই নাম্বারে একটি মেসেজ যাবে সেখান থেকে OTP নাম্বারটি নিতে হবে।
OTP লেখার পর Proceed বাটনে ক্লিক করুন।
নিচের পেজের এর মত আবার আরেকটি পেজ দেখতে পাবেন।
এই পেজে আপনি সকল সেবা সমূহের অপশন দেখতে পাবেন। যেমন,
- Check Account Balance
- Show Account Statement
- Check Card Balance
- Show Card Statement
- Issue ATM Transaction Dispute
- Track Issued Dispute
যেহেতু আমরা এখন ব্যালেন্স দেখতে চাই তাই প্রথম অপশন Check Account Balance সিলেক্ট করব।
নিচের পেজটি দেখতে পাবো।
ব্যাংক অ্যাকাউন্ট ব্যালেন্স দেখতে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এর উপর ক্লিক করুন।
আবারো নিচের পেজটির মতো একটি পেজ দেখতে পাবেন।
মোবাইলে ইসলামী ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম SMS এর মাধ্যমে
SMS এর মাধ্যমেও আপনি ইসলামী ব্যাংক একাউন্টের ব্যালেন্স চেক করতে পারবেন। শুধুমাত্র একটি মেসেজের মাধ্যমে আপনি আপনার ব্যাংকের টাকার ব্যালেন্স দেখতে পাবেন। এক্ষেত্রে সুবিধা হল যারা স্মার্টফোন ব্যবহার করেন না তারাও বাসায় বসে যে কোন মুহূর্তে একটি এসএমএস এর মাধ্যমে টাকার ব্যালেন্স জানতে পারবেন।
আপনি যদি গ্রামীন সিম ব্যবহার করেন সে ক্ষেত্রে আপনাকে 16259 নম্বরে এসএমএস করতে হবে। আবার গ্রামীণফোন বাদে অন্য যে কোন অপারেটরে সিম ব্যবহার করলে সেখেত্রে 26956 নম্বরে এসএমএস করতে হবে। আপনাদের সুবিধার্থে আমি দুটি নিয়ম নিচে তুলে ধরছি।
মোবাইলে ইসলামী ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম (গ্রামীণফোন গ্রাহকদের জন্য)
IBBL<space> BAL <space> দিয়ে পাঠাতে হবে 16259 নাম্বারে। অল্পক্ষণ পর ফিরতি মেসেজে মোট টাকার পরিমাণ জানতে পারবেন।
ইসলামী ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম অন্য অপারেটরের ক্ষেত্রে
IBBL<space> BAL <space> দিয়ে পাঠাতে হবে 26956 নাম্বারে। অল্পক্ষণ পর ফিরতি মেসেজে মোট টাকার পরিমাণ জানতে পারবেন।
মোবাইলে ইসলামী ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম ভালো ভাবে জেনে, এভাবে আপনি খুব কম সময়ের মধ্যে বাড়িতে বসে ল্যাপটপ দিয়ে অথবা মোবাইলে ইসলামী ব্যাংক একাউন্ট চেক করতে পারবেন।
আরো জানুনঃ
গাড়ির স্মার্ট কার্ড চেক করুন মোবাইল SMS দিয়ে।
অনলাইনে গ্যাস বিল চেক করুন খুব সহজে।