ইতালির নুলস্তা চেক করার নিয়ম জেনে নিন।
ইতালির নুলস্তা চেক করার নিয়ম জানতে আর্টিকেলটি সম্পূর্ণ পড়ার অনুরোধ রইল। প্রথমে জেনে নিন ইতালির নুলস্তা কি? নুলস্তা বা নুল্লা ওস্তা হলো ইতালির ওয়ার্ক পারমিট ভিসার নাম। যদি কারো নুলস্তা সঠিক হয় তাহলে ভিসার জন্য আবেদন করতে পারবে। ভিসার জন্য আবেদন করতে সরাসরি নিজ দেশের ইতালীয় দূতাবাস বা কনস্যুলেটে আবেদন করতে হবে।
আমাদের মধ্যে অনেকে আছেন ইতালির নুলস্তার জন্য আবেদন করছেন। কিন্তু নুলস্তার বর্তমান স্ট্যাটাস জানেন না বা নুলস্তা আসল কিনা নকল সেটা বুঝতেছেন না। তারা এই পোস্টটি পড়ে ইতালির নুলস্তা চেক করতে পারবেন। আজকের পোস্টে ইতালির নুলস্তা চেক করার নিয়ম শেয়ার করা হলো।
ইতালির নুলস্তা চেক করার নিয়ম
আমাদের মধ্যে অনেকে আছেন দালালের সাহায্যে ইতালির নুলস্তা আবেদন করেন। তাই বুঝতেছেন না আপনার নুলস্তাটা আসল নাকি নকল। অনেক সময় দালাল চক্র মানুষের অর্থ আত্মসাৎ করার জন্য ফেক বা ভুয়া নুলস্তা তৈরি করে দেয়। তাই দালাল দিয়ে নুলস্তা তৈরির ক্ষেত্রে সর্তকতা অবলম্বন করুন। আপনার নুলস্তা সঠিক কিনা সেটা যাচাই করুন।
আপনার নিকট আত্নীয়, বন্ধু কেউ যদি ইতালিতে থাকে তাহলে তার মাধ্যমে আপনি আপনার নুলস্তা আসল কিনা চেক করে নিতে পারেন। ঐ আত্নীয়ের কাছে আপনার নুলস্তার কপি মেইল করে দিলে তিনি ইতালির নির্দিষ্ট স্থান/ ডিসি অফিস থেকে নুলস্তার বিস্তারিত তথ্য অর্থাৎ আসল কি নকল তা জানতে পারবেন।
বাংলাদেশ থেকে নুলস্তা চেক করার জন্য যেটি করবেন তাহলো, বাংলাদেশের ইতালীয়ান এম্বাসি/ডিসি অফিসে আপনার নুলস্তা ও যাবতীয় ডকুমেন্ট গুলো দিয়ে আবেদন করুন। তারা VFS global service এর আওতায় আপনার যাবতীয় তথ্য, উপাত্ত ও ইতালির নুলস্তা চেক করবে। আপনার সকল ডকুমেন্ট ও কাগজপত্র সঠিক আছে কিনা। তবে এর জন্য VFS global services ফি হিসেবে ৩ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত সার্ভিস চার্জ প্রযোজ্য হতে পারে।
বলে রাখা ভালো এই নিয়মে নুলস্তা চেক করতে ১ থেকে ২ মাস পর্যন্ত সময় লাগতে পারে। তাই ধৈর্য্য ধরে কিছু দিন অপেক্ষা করুন। অন্যথায় তাড়াহুড়া করে ফেক বা ভুয়া নুলস্তা দিয়ে ভিসা আবেদন করলে আপনার ভিসা বাতিল হতে পারে। তাই সময় নিয়ে ধৈর্য্য ধরে সকল ডুকমেন্ট ও নুলস্তা চেক করে নিন। এম্বাসিতে নুলস্ত ভেরিফিকেশন আবেদন করার পর ১ থেকে ৩ সপ্তাহ পরপর এম্বাসি থেকে আপনার নুলস্তা আপডেট জেনে নিন। এতে করে এম্বাসি কর্তৃপক্ষ গুরুত্বসহকারে আপনার নুলস্তা চেক করবে।
অনলাইনে নুলস্তা চেক করা যাবে কিনা?
অনেকে জানতে চেয়েছেন অনলাইনে ইতালির নুলস্তা চেক করা যাবে কিনা? বা নুলস্তা চেক করার কোন প্রসেস আছে কিনা? না, অনলাইনে নুলস্তা চেক করার কোন নিয়ম নেই। তবে আপনি চাইলে অনলাইনে বাংলাদেশের ইতালীয়ান এম্বাসি/ডিসি অফিসের ওয়েবসাইটে ঢুকে VFS Service চার্জ সম্পর্কে আপডেট জানতে পারবেন।
ইতালির নুলস্তা চেক করা নিয়ে সতর্কতা
দালালের খপ্পরে পড়ে নুলস্তা চেক না করেই দালালের হাতে ভিসার অর্থ তুলে দিবেন না। অনেক সময় দালাল চক্র ফেক বা ভুয়া নুলস্তা তৈরি করে আপনাকে তাড়া দিতে পারে যে আপনার নুলস্তা হয়ে গেছে। দেরি করছেন কেন? দ্রুত ভিসা আবেদন করুন। ১/২ মাসের মধ্যে ইতালি চলে যাবেন ইত্যাদি। তাদের এই ধরনের কথায় তাড়াহুড়া করে ভিসার অর্থ না দিয়ে সবকিছু দেখে বুঝে চেক করে তারপর ভিসা আবেদন করুন। অন্যথায় আপনার ভিসার অর্থ হারাতে পারেন।
আশা করি পোস্টটি পড়ে বুঝতে পেরেছেন কিভাবে ইতালির নুলস্তা চেক করতে হয়। এরকম আরোও গুরুত্বপূর্ণ পোস্ট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।
আরো জানুনঃ
কাতার মেডিকেল রিপোর্ট চেক করার নিয়ম।
কাতার মজলিস ভিসা দাম ও বেতন কত জেনে নিন।
আমেরিকার গ্রিন কার্ড পাওয়ার উপায় জানুন।