জনতা ব্যাংক স্মার্ট একাউন্ট সহজ ও অধিক লাভজনক।
জনতা ব্যাংক স্মার্ট একাউন্ট খোলার নিয়ম, সুবিধা অসুবিধা ও একাউন্ট খুলতে কি কি ডকুমেন্ট লাগবে বিস্তারিত থাকছে আজকের পোস্টে।
জনতা ব্যাংক স্মার্ট একাউন্ট
সাম্প্রতিক বাংলাদেশের সর্ববৃহৎ ব্যাংক গুলোর অন্যতম জনতা ব্যাংক একটি নতুন সঞ্চয় স্কিম প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এখন থেকে যে কোন ব্যক্তি চাইলে খুব সহজে জনতা ব্যাংক স্মার্ট একাউন্ট খোলার আবেদন করতে পারবেন এবং সে একাউন্টের আন্ডারে টাকা জমা, ঋণ নেওয়া সহ যাবতীয় কাজ করতে পারবেন।
এটি অন্যসব ব্যাংক একাউন্ট থেকে সম্পূর্ণ ভিন্ন। এখানে মুনাফা হারও ভিন্ন হিসেবে গণনা করা হয়। চলুন প্রথমে দেখে নেওয়া যাক কিভাবে জনতা ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন এবং এরপরে আমরা দেখব জনতা ব্যাংক স্মার্ট একাউন্টে সুবিধা ও অসুবিধা গুলো।
স্মার্ট একাউন্ট খোলার নিয়ম
জনতা ব্যাংক স্মার্ট একাউন্ট খোলার জন্য তেমন কোন ডকুমেন্টে প্রয়োজন হয় না। আপনি চাইলে খুব সহজেই অল্প কিছু ডকুমেন্টের সাহায্যে জনতা ব্যাংক স্মার্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন। এই অ্যাকাউন্ট খোলার জন্য আপনার নিকটস্থ যেকোন জনতা ব্যাংকের শাখায় যোগাযোগ করুন। জনতা ব্যাংক স্মার্ট একাউন্ট খোলার জন্য আবেদনকারীর যে সকল ডকুমেন্ট প্রয়োজন হবে তা হল:
- আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের পত্রের কপি।
- সদ্য তোলা দুই কপি রঙ্গীন ছবি।
- নমিনির NID/জন্ম নিবন্ধনের কপি।
- নমিনির সদ্য তোলা ১ কপি রঙ্গীন ছবি।
ডকুমেন্ট গুলো নিয়ে জনতা ব্যাংকের যেকোন শাখায় যোগাযোগ পূর্বক আবেদন করতে পারবেন আবেদনকারী।
জনতা ব্যাংক স্মার্ট একাউন্ট এর সুবিধা সমূহ
দেশের মানুষদের সুবিধার কথা বিবেচনা করে নিরাপদ ও সহজ সঞ্চয়ের লক্ষে দেশের সর্ববৃহৎ রাষ্ট্রীয় ব্যাংক জনতা ব্যাংক চালু করল জনতা ব্যাংক স্মার্ট একাউন্ট। এই একাউন্টের সাহয্যে একজন গ্রহক নানা ভাবে উপকৃত হবেন। স্মার্ট একাউন্টের আওতায় দেশের মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত যেকউ অংশগ্রহণ করতে পারবেন।
এই স্মার্ট অ্যাকাউন্টের আওতায় সর্বনিম্ন ২ হাজার টাকা থেকে শুরু করে যেকোন ধরনের বড় অংকের অর্থ বিনিয়োগ করা যাবে। অর্থাৎ দুই হাজার টাকা থেকে শুরু করে গ্রাহক তার ইচ্ছামত যত খুশি সঞ্চয় করতে পারবে। যেমন: 5 লাখ, 10 লাখ, 20 লাখ বা 50 লাখ।
স্মার্ট একাউন্ট এর মেয়াদ
জনতা ব্যাংক স্মার্ট একাউন্টে প্রত্যেক দিনের হিসেবে মুনাফার হার গণনা করা হবে। অর্থাৎ আপনি যতদিন সঞ্চয় করবেন ততদিনের হিসেবে আপনার একাউন্টে মাস শেষে মুনাফা জমা হবে। একজন গ্রাহক চাইলে যেকোনো সময় মুনাফার টাকা তুলে নিতে পারবেন। এই একাউন্টের ৪টি ক্যাটাগরি রয়েছে যেমন:
- তিন বছর মেয়াদী।
- পাঁচ বছর মেয়াদী।
- সাত বছর মেয়াদী এবং
- দশ বছর মেয়াদী।
স্মার্ট একাউন্ট এর মুনাফার হার
সাধারণ একাউন্ট এর তুলনায় জনতা ব্যাংক স্মার্ট একাউন্টে অধিক মুনাফা পাওয়া যাবে। অর্থাৎ কেউ যদি ৩ বছর মেয়াদী স্মার্ট একাউন্ট করেন, তাহলে তিনি FDR rate অনুযায়ী ৭.৫০% মুনাফা+০.৫% মুনাফা পাবেন। অর্থাৎ তিন বছর মেয়াদী স্মার্ট একাউন্টের Interest হার হবে ৮%।
একইভাবে ৫ বছর মেয়াদী স্মার্ট একাউন্টের Interest হার হবে ৮.০৫% এবং ৭ বছর মেয়াদী স্মার্ট একাউন্টের Interest হার হবে ৮.১০% ও ১০ বছর মেয়াদী স্মার্ট একাউন্টের Interest হার হবে ৮.১৫%। একজন গ্রহক চাইলে জনতা ব্যাংক স্মার্ট একাউন্টে আওতায় লোনের জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে গ্রহক তার মোট অর্থে ৭৫% সমপরিমান লোনের জন্য আবেদন করতে পারবেন।
উদাহরণ স্বরূপ কেউ যদি ১ লক্ষ টাকা সঞ্চয় করেন তাহলে ৭৫,০০০ (৭৫%) টাকা লোন নিতে পারবেন। একইভাবে দুই লক্ষ টাকা সঞ্চয়কারী ব্যক্তি ৭৫% হারে ১,৫০,০০০ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। আবার কেউ যদি ৩/৫/৭/১০ বছর মেয়াদী একাউন্ট মেয়াদোত্তীর্ণের পর ভাঙ্গেন। তাহলে তিনি মূলধনের সাথে মুনাফার সম্পূর্ণ টাকা ফেরত পাবেন।
কিন্তু যদি ৩ বছর মেয়াদী একাউন্ট ১ বছর উত্তীর্ণ হওয়ার পর ভাঙ্গা হয়, তাহলে গ্রাহক কোন ধরনের মুনাফা পাবেন না। আবার যদি ৩ বছর মেয়াদী স্মার্ট একাউন্ট ১ বছর ৭ মাস পর ভাঙ্গা হয়, তাহলে গ্রহক জনতা ব্যাংক স্মার্ট একাউন্ট মুনাফা হার অনুযায়ী ১ বছরের মুনাফা পাবেন এবং অবশিষ্ট ৭ মাসের মুনাফা জনতা ব্যাংক সঞ্চয় একাউন্ট হারে (৪%) প্রদান করা হবে। তদ্রুপ ৫ বছর ৭ বছর ও ১০ বছর একাউন্টের ক্ষেত্র ও প্রযোজ্য হবে।
আশাকরি, আর্টিকেলটি পড়ে আপনি জনতা ব্যাংক স্মার্ট একাউন্ট খোলার নিয়ম, সুবিধা অসুবিধা ও একাউন্ট খুলতে কি কি ডকুমেন্ট লাগবে বিস্তারিত জানতে পেরেছেন। এরকম আরোও গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।
আরো জানুনঃ
অনলাইনে ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম।
মোবাইলে ইসলামী ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম।
সোনালী ব্যাংক ভিসা কার্ড বিস্তারিত।
ডাচ বাংলা এটিএম বুথ থেকে সর্বোচ্চ কত টাকা তোলা যায়।