জেদ্দা থেকে মদিনা কত কিলোমিটার এবং কত সময় লাগে।

শেয়ার করুন

জেদ্দা থেকে মদিনা কত কিলোমিটার এবং যেতে কত সময় লাগে এটা আমাদের সকলের জানা উচিত। পবিত্র হজ্জ এবং ওমরাহ পালন করতে বাংলাদেশ থেকে অনেক ধর্মপ্রাণ মুসলমান পবিত্র ভূমি সৌদি আরবে যান। জেদ্দা থেকে মদিনা কত কিলোমিটার এবং যেতে কত সময় লাগে সেটা তাদের জানার দরকার হয়ে পড়ে ।

এই পোস্টে জেদ্দা থেকে মদিনা কত কিলোমিটার এবং যেতে কত সময় লাগে সে বিষয়ে বিস্তারিত আপনাদেরকে জানাবো।

জেদ্দা থেকে মদিনা কত কিলোমিটার? Distance from Jeddah to Madina

জেদ্দা বিমানবন্দর অর্থাৎ কিং আব্দুল আজিজ বিমানবন্দর পৃথিবীর বড় বড় বিমানবন্দরের একটি । সৌদির সব থেকে বড় বিমানবন্দর জেদ্দা বিমানবন্দর। এই বিমানবন্দরের সৌন্দর্য চোখে পড়ার মতো। অপরদিকে পবিত্র ভূমি সোনার মদিনায় শুয়ে আছেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ)। জেদ্দা থেকে এই সোনার মদিনার দূরত্ব ৪১৩ কিলোমিটার। আপনি যদি মাইলে হিসাব করেন সেক্ষেত্রে জেদ্দা থেকে মদিনার দূরত্ব হবে ২৫৭ মাইল।

জেদ্দা থেকে মদিনা কত কিলোমিটার

জেদ্দা থেকে মদিনা যেতে কত সময় লাগে?

জেদ্দা থেকে মদিনা ৪১৩ কিলোমিটার সেটা আমরা জেনেছি। এবার জানবো জেদ্দা থেকে মোদিনা যেতে কত সময় লাগে। আপনি চাইলে ট্রেনে জেদ্দা থেকে মদিনা যেতে পারেন। সেক্ষেত্রে আপনাকে ১০০ রিয়াল দিয়ে টিকিট কিনতে হবে। মোট সময় লাগবে ১ ঘন্টা ৪৫ মিনিটের মতো আর ট্রেন জার্নি খুব আরামদায়ক।

অপরদিকে আপনি যদি বাসে যেতে চান সেক্ষেত্রে আপনার বাসের গতির উপর সময় নির্ভর করবে অর্থাৎ আপনার গাড়ি ঘন্টায় ১০০ কিলোমিটার বেগে চললে সময় লাগবে ৪ ঘন্টা ৮ মিনিট । আবার ঘন্টায় ১১০ কিলোমিটার বেগে চললে সময় লাগবে ৩ ঘন্টা ৪৫ মিনিট এবং ঘন্টায় ১২০ কিলোমিটার বেগে চললে সেক্ষেত্রে সময় লাগবে ৩ ঘন্টা ২৭ মিনিট।

শেষ কথাঃ

এই পোস্টে আমি জেদ্দা থেকে মদিনা কত কিলোমিটার পথ এবং বাসে ও ট্রেনে যেতে কত সময় লাগে সে সম্পর্কে লিখেছি। বাংলা ভাষাভাষী আপনারা যারা পবিত্র ভূমি সৌদিতে হজ্জ কিংবা ওমরাহ করতে যান এই পোস্টেটি আপনাদের অনেক উপকারে আসবে বলে আমি মনে করি।

আরো জানুনঃ

জেদ্দা থেকে মক্কা কত কিলোমিটার এবং ফ্রিতে যাওয়ার উপায় জানুন।

বাংলাদেশ থেকে সৌদি আরবের দূরত্ব কত জেনে নিন।

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *