জেদ্দা থেকে মক্কা কত কিলোমিটার এবং ফ্রিতে যাওয়ার উপায়।
জেদ্দা থেকে মক্কা কত কিলোমিটার এবং কত সময় লাগে যেতে সেটা বিশেষ করে হজযাত্রী এবং ওমরা পালনকারী ব্যক্তিদের জানা জরুরী। আপনি চাইলে জেদ্দা থেকে মক্কা বিনা টাকায় অর্থাৎ ফ্রিতেও যেতে পারবেন। সৌদি আরবের সবচেয়ে বড় বিমানবন্দর হলো জেদ্দা বিমানবন্দর। এটি কিং আব্দুল আজিজ এয়ারপোর্ট নামে পরিচিত। পৃথিবীতে যে কয়টি বড় এয়ারপোর্ট আছে তার মধ্যে এটিও একটি। চলুন আমরা জেনে নেই জেদ্দা থেকে মক্কা কত কিলোমিটার এবং কিভাবে ফ্রিতে জেদ্দা থেকে মক্কা যাওয়া যায়।
জেদ্দা থেকে মক্কা কত কিলোমিটার? Distance from Jeddah to Makkah
কিং আব্দুল আজিজ এয়ারপোর্ট বা জেদ্দা এয়ারপোর্ট থেকে পবিত্র মক্কার নগরী প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত। যারা পবিত্র হজ্জ কিম্বা ওমরাহ্ করতে সৌদি যান তাদের জেদ্দা এয়ারপোর্ট থেকে বাসে অথবা মাইক্রবাসে চড়ে পবিত্র মক্কায় যেতে হয়। জেদ্দা থেকে মক্কা যাওয়ার রাস্তা যেমন প্রসস্থ তেমনি তার দু’পাশের সৌন্দর্য চোখে পড়ার মতো।
এ রাস্তাতে কোন জ্যাম থাকে না। আপনি চাইলে এই ১০০ কিলোমিটার পথ ১ ঘণ্টায় যেতে পারবেন। প্রতিমধ্যে চেকপোস্ট থাকার কারণে আপনার হয়তো আরো পাঁচ মিনিট লেগে যেতে পারে।
জেদ্দা থেকে মক্কা গ্রান্ড মসজিদ পর্যন্ত বাস ভাড়া ফ্রী
জেদ্দা থেকে মক্কা কত কিলোমিটার এবং কত সময় লাগে যেতে সেটা আমরা জেনেছি। এবার কিং আব্দুল আজিজ বিমানবন্দর অর্থাৎ জেদ্দা বিমানবন্দর থেকে আপনি পবিত্র মক্কা গ্র্যান্ড মসজিদ পর্যন্ত ফ্রিতে যাওয়ার নিয়ম জেনে নিন। ফ্রিতে যাওয়ার ক্ষেত্রে আপনাকে কিছু শর্ত মানতে হবে। শর্তগুলো হলোঃ
- এহরাম পরতে হবে।
- সৌদি নাগরিক হলে জাতীয় পরিচয় পত্র দেখাতে হবে।
- আপনি যদি প্রবাসী হন সেক্ষেত্রে আপনার ভিসা দেখাতে হবে।
উপরের যেকোনো একটি শর্ত আপনার থাকলে আপনি ফ্রিতে জেদ্দা থেকে মক্কা গ্র্যান্ড মসজিদ পর্যন্ত যেতে পারবেন।
বিমানবন্দরের অ্যাকুরিয়ামের পাশ থেকে অথবা এক নম্বর টার্মিনাল থেকে এই সার্ভিসটি চালু আছে। আপনি যদি চিনতে না পারেন অথবা বুঝতে না পারেন সেক্ষেত্রে দায়িত্বে থাকা যেকাউকে আপনার পাসপোর্ট ভিসাটি দেখালে তিনি আপনার বাসের নাম এবং কোথা থেকে ছাড়ে সেটা দেখিয়ে দেবেন।
আপনার ভিসাতে আরবি ভাষাতে বাসের নাম অথবা বাস কোম্পানির নাম উল্লেখ থাকে। জেদ্দা থেকে এই সার্ভিসটি সকাল দশটা হতে রাত দশটা পর্যন্ত চালু থাকে। প্রতি দুই ঘন্টা অন্তর অন্তর বাস ছাড়ে।
শেষ কথাঃ
এই পোস্টে আমি জেদ্দা থেকে মক্কা কত কলোমিটার এবং কত সময় লাগে সেটা জানিয়েছি। এ ছাড়া আপনি কিভাবে মক্কা থেকে গ্র্যান্ড মসজিদ পর্যন্ত ফ্রি অর্থাৎ বিনা ভাড়ায় যেতে পারবেন সেটা উল্লেখ করেছি। আশাকরি পোস্টটি আপনার অনেক উপকারে আসবে। এমনই গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের সাইটটি ভিজিট করুন। ধন্যবাদ।
আরও তথ্য পেতে পড়ুনঃ
কুয়েতের ১ টাকা বাংলাদেশের কত টাকা
বাংলাদেশ থেকে সৌদি আরবের দূরত্ব কত কিমি জেনে নিন।
বাংলাদেশ থেকে সাউথ কোরিয়া যেতে কত সময় লাগে এবং কত দূর?